ETV Bharat / state

CAA, NRC-র বিরোধিতা এবার পাড়ার ক্রিকেট মাঠেও

বাঁকড়া এলাকায় আয়োজিত পাড়ার ক্রিকেট ম্যাচে খেলোয়াড়দের "নো NRC , নো CAA , নো NPR " পোশাকে প্রতিবাদ জানাতে দেখা যায় ।

CAA , NRC protest at cricket tournament at Bankra area
খেলোয়াড়দের "নো NRC , নো CAA , নো NPR " পোশাকে প্রতিবাদ জানাচ্ছে
author img

By

Published : Feb 4, 2020, 11:24 PM IST

হাওড়া , 4 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) , জাতীয় নাগরিক পঞ্জি ( NRC) নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ চলছে । খেলার মাঠও বাদ যায়নি । কিছুদিন আগেই মোহনবাগান-ইস্টবেঙ্গল খেলায় NRC , CAA বিরোধী স্লোগানের সাক্ষী থেকেছে সকলে । আর আজ হাওড়ার বাঁকড়ায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে সেই একই ছবি দেখা গেল ।

আজ বাঁকড়া এলাকায় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজিত হয় । বাঁকড়া জুগনু অ্যাথলেটিক ক্লাব পরিচালনা করে । এখানেও NRC ও CAA বিরোধিতা নিয়ে প্রতিবাদে সামিল হতে দেখা যায় সকলকে । কিন্তু তা খেলার মাধ্যমে । খেলোয়াড়দের পোশাকে , মঞ্চে লেখা ছিল "নো NRC , নো CAA , নো NPR ।" এ প্রসঙ্গে বাঁকড়া ১ নম্বর পঞ্চায়েত প্রধান বলেন , " খেলাকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম হয়েছে । তাই NRC , CAA বিরোধী প্রচারের জন্য আমরা খেলার মাঠটিকে বেছে নিয়েছি ।"

কিছুদিন ধরেই CAA ও NRC নিয়ে দিল্লির শাহিনবাগ থেকে শুরু করে কলকাতার পার্ক সার্কাস, হাওড়ার পিলখানা একাধিক জায়গায় তৈরি হয়েছে ধরনা মঞ্চ । দিন রাত ব্যাপী চলছে বিক্ষোভ প্রতিবাদ । আর এবার পাড়ার টুর্নামেন্টেও প্রতিবাদ দেখা গেল ।

হাওড়া , 4 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) , জাতীয় নাগরিক পঞ্জি ( NRC) নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ চলছে । খেলার মাঠও বাদ যায়নি । কিছুদিন আগেই মোহনবাগান-ইস্টবেঙ্গল খেলায় NRC , CAA বিরোধী স্লোগানের সাক্ষী থেকেছে সকলে । আর আজ হাওড়ার বাঁকড়ায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে সেই একই ছবি দেখা গেল ।

আজ বাঁকড়া এলাকায় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজিত হয় । বাঁকড়া জুগনু অ্যাথলেটিক ক্লাব পরিচালনা করে । এখানেও NRC ও CAA বিরোধিতা নিয়ে প্রতিবাদে সামিল হতে দেখা যায় সকলকে । কিন্তু তা খেলার মাধ্যমে । খেলোয়াড়দের পোশাকে , মঞ্চে লেখা ছিল "নো NRC , নো CAA , নো NPR ।" এ প্রসঙ্গে বাঁকড়া ১ নম্বর পঞ্চায়েত প্রধান বলেন , " খেলাকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম হয়েছে । তাই NRC , CAA বিরোধী প্রচারের জন্য আমরা খেলার মাঠটিকে বেছে নিয়েছি ।"

কিছুদিন ধরেই CAA ও NRC নিয়ে দিল্লির শাহিনবাগ থেকে শুরু করে কলকাতার পার্ক সার্কাস, হাওড়ার পিলখানা একাধিক জায়গায় তৈরি হয়েছে ধরনা মঞ্চ । দিন রাত ব্যাপী চলছে বিক্ষোভ প্রতিবাদ । আর এবার পাড়ার টুর্নামেন্টেও প্রতিবাদ দেখা গেল ।

Intro:বেশ কিছুদিন যাবত সি এ এ ও এনআরসি নিয়ে উত্তাল গোটা দেশ। দিল্লির শাহীনবাগ থেকে শুরু করে কলকাতার পার্ক সার্কাস, হাওড়ার পিলখানা একাধিক জায়গায় তৈরি হয়েছে ধরনা মঞ্চ। দিন রাত ব্যাপী চলছে বিক্ষোভ প্রতিবাদ। এমনকি লাগাতার প্রতিবাদে অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন পার্কসার্কাসের এক প্রৌঢ়া। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে কেন্দ্রীয় সরকারের এই দুই আইন নিয়ে প্রতিবাদ। মোহন-ইস্টের খেলায় ফুটবল মাঠের গ্যালারিতেও রক্ত দিয়ে কেনা মাটি কাগজ দিয়ে নয় স্লোগান দেখেছে দেশবাসী। এবার সেই দুই আইনের বিরোধিতা পাড়া গ্রামের ক্রিকেট টুর্নামেন্ট গুলিতেও। তৃণমূল স্তরের মানুষের কাছে এই দুই আইনের বিরোধিতা তুলে ধরতে এই ধরনের ব্যতিক্রমী আয়োজন করছে একাধিক সংস্থাই।


Body:বাঁকড়া জুগনু অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয় আজ বাঁকড়া এলাকায়। পরিচালনায় বাঁকড়া জুগনু অ্যাথলেটিক ক্লাব। খেলার মধ্যেও উঠে এলো এন আর সি ও সি এ এ কে নিয়ে প্রতিবাদ। আজ ফাইনালে দুটি দল মুখোমুখি হয়।
এই প্রসঙ্গে বাঁকড়া ১ নম্বর পঞ্চায়েত প্রধান বলেন সি এ এ ও এন আর সি র বিরুদ্ধে প্রচারে তারা এই খেলার মাঠকেই বেছে নিয়েছেন। এই খেলা দেখতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ উপস্থিত হয়েছে। তাদের থেকে এন আর সি ও সি এ এ বিরোধী প্রচারে ভালো সাড়া পাওয়া গেছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.