হাওড়া , 4 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) , জাতীয় নাগরিক পঞ্জি ( NRC) নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ চলছে । খেলার মাঠও বাদ যায়নি । কিছুদিন আগেই মোহনবাগান-ইস্টবেঙ্গল খেলায় NRC , CAA বিরোধী স্লোগানের সাক্ষী থেকেছে সকলে । আর আজ হাওড়ার বাঁকড়ায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে সেই একই ছবি দেখা গেল ।
আজ বাঁকড়া এলাকায় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজিত হয় । বাঁকড়া জুগনু অ্যাথলেটিক ক্লাব পরিচালনা করে । এখানেও NRC ও CAA বিরোধিতা নিয়ে প্রতিবাদে সামিল হতে দেখা যায় সকলকে । কিন্তু তা খেলার মাধ্যমে । খেলোয়াড়দের পোশাকে , মঞ্চে লেখা ছিল "নো NRC , নো CAA , নো NPR ।" এ প্রসঙ্গে বাঁকড়া ১ নম্বর পঞ্চায়েত প্রধান বলেন , " খেলাকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সমাগম হয়েছে । তাই NRC , CAA বিরোধী প্রচারের জন্য আমরা খেলার মাঠটিকে বেছে নিয়েছি ।"
কিছুদিন ধরেই CAA ও NRC নিয়ে দিল্লির শাহিনবাগ থেকে শুরু করে কলকাতার পার্ক সার্কাস, হাওড়ার পিলখানা একাধিক জায়গায় তৈরি হয়েছে ধরনা মঞ্চ । দিন রাত ব্যাপী চলছে বিক্ষোভ প্রতিবাদ । আর এবার পাড়ার টুর্নামেন্টেও প্রতিবাদ দেখা গেল ।