ETV Bharat / state

Riya Kumari Murder Case: ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী হত্যাকাণ্ডে গ্রেফতার দেওর সন্দীপ কুমার - Murder Case

ঝাড়খণ্ডের অভিনেত্রী-ইউটিউবার রিয়া কুমারী হত্যাকাণ্ডে (Jharkhand YouTuber Riya Kumari Murder Case), এবার তাঁর দেওর সন্দীপ কুমারকে গ্রেফতার করল হাওড়া গ্রামীণ পুলিশ (Brother-in-Law Sandeep Kumar Arrests) ৷ বাগনানেই তিনি গা ঢাকা দিয়ে ছিলেন বলে জানা গিয়েছে ৷

YouTuber Riya Kumari Murder Case ETV BHARAT
রিয়া কুমারী হত্যাকাণ্ডে গ্রেফতার দেওর সন্দীপ কুমার
author img

By

Published : Dec 30, 2022, 3:54 PM IST

বাগনান, 30 ডিসেম্বর: ঝাড়খণ্ডের অভিনেত্রী তথা ইউটিউবার রিয়া কুমারী হত্যাকাণ্ডের (Jharkhand YouTuber Riya Kumari Murder Case) তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে হাওড়া গ্রামীণ পুলিশের তদন্তকারী অধিকারিকদের হাতে ৷ এই হত্যাকাণ্ডে ইতিমধ্যে বয়ানে অসঙ্গতির জেরে গ্রেফতার হয়েছেন মৃতের স্বামী প্রকাশ কুমার ৷ তাঁকে জেরা করে এবার প্রকাশের ভাই সন্দীপ কুমারকেও গ্রেফতার করলেন তদন্তকারীরা (Brother-in-Law Sandeep Kumar Arrests) ৷

পুলিশ সূত্রে খবর, প্রকাশ গ্রেফতার হওয়ার পর থেকেই সন্দীপ হাওড়ার বাগনানে গা ঢাকা দিয়েছিলেন ৷ প্রকাশকে জেরা করে সন্দীপের গোপন আস্তানার সন্ধান পায় পুলিশ ৷ এরপরই বাগনানের ওই গোপন ডেরা থেকে সন্দীপকে গ্রেফতার করা হয় ৷ রিয়া কুমারীর হত্যার ঘটনার পরপরই তাঁর পরিবারের তরফে করা এফআইআরে এই সন্দীপের নাম উল্লেখ ছিল বলে জানা গিয়েছে ৷

এদিকে, হাওড়ার অতিরিক্ত পুলিশ সুপার অলোকনন্দা ভাওয়ালের নেতৃত্বে, পুর্ননির্মাণের জন্য প্রকাশ কুমারকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর বয়ানের প্রতিটি তথ্য খতিয়ে দেখছে পুলিশ ৷ গাড়িটির ফরেনসিক নমুনাও সংগ্রহ করা হয়েছে ৷ গাড়ির মধ্যে থেকে বুলেটের খোল পাওয়া গিয়েছে ৷ গাড়ির কাচে কোনও ফুটো বা বুলেট মার্ক পাওয়া যায়নি ৷ ফলে কাচ বন্ধ থাকা সত্ত্বেও, কী করে বাইরে থেকে গুলি চলার পর তা অক্ষত থাকে তা নিয়ে তদন্তকারীদের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে ? তবে, তদন্তকারীদের একাংশের অনুমান, কাচের খোলা অংশ দিয়ে গাড়ির ভিচরে হাত ঢুকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছে রিয়াকে ৷

আরও পড়ুন: বয়ানে অসঙ্গতি, অভিনেত্রী রিয়ার মৃত্যুতে গ্রেফতার স্বামী প্রকাশ কুমার !

গত 28 ডিসেম্বর বাগনানে 6 নম্বর জাতীয় সড়কের উপর ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীকে গুলি করে হত্যা করা হয় ৷ খুনের ঘটনায় বৃহস্পতিবার তাঁর স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করে পুলিশ ৷ রিয়ার পরিবারের দাবি ছিল, তাঁদের মেয়েকে পরিকল্পনা করে দুষ্কৃতীদের দিয়ে খুন করানো হয়েছে ৷ খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর স্বামীই ৷ প্রকাশকে জিজ্ঞাসাবাদ করার সময় একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

জানা গিয়েছে, ওইদিন রিয়াকে গুলি করার পর, প্রায় আড়াই কিলোমিটার দূরে গিয়ে সাহায্য চেয়েছিলেন প্রকাশ ৷ সেই বিষয়টিও তদন্তকারীদের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে ৷ কারণ, মাঝে কোথাও প্রকাশ কুমার কোনও সাহায্য পাননি, এটা বিশ্বাস যোগ্য মনে হয়নি পুলিশের ৷ এবার সেই ঘটনায় পুলিশের জালে প্রকাশের ভাই সন্দীপ কুমারও ৷

বাগনান, 30 ডিসেম্বর: ঝাড়খণ্ডের অভিনেত্রী তথা ইউটিউবার রিয়া কুমারী হত্যাকাণ্ডের (Jharkhand YouTuber Riya Kumari Murder Case) তদন্তে নেমে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে হাওড়া গ্রামীণ পুলিশের তদন্তকারী অধিকারিকদের হাতে ৷ এই হত্যাকাণ্ডে ইতিমধ্যে বয়ানে অসঙ্গতির জেরে গ্রেফতার হয়েছেন মৃতের স্বামী প্রকাশ কুমার ৷ তাঁকে জেরা করে এবার প্রকাশের ভাই সন্দীপ কুমারকেও গ্রেফতার করলেন তদন্তকারীরা (Brother-in-Law Sandeep Kumar Arrests) ৷

পুলিশ সূত্রে খবর, প্রকাশ গ্রেফতার হওয়ার পর থেকেই সন্দীপ হাওড়ার বাগনানে গা ঢাকা দিয়েছিলেন ৷ প্রকাশকে জেরা করে সন্দীপের গোপন আস্তানার সন্ধান পায় পুলিশ ৷ এরপরই বাগনানের ওই গোপন ডেরা থেকে সন্দীপকে গ্রেফতার করা হয় ৷ রিয়া কুমারীর হত্যার ঘটনার পরপরই তাঁর পরিবারের তরফে করা এফআইআরে এই সন্দীপের নাম উল্লেখ ছিল বলে জানা গিয়েছে ৷

এদিকে, হাওড়ার অতিরিক্ত পুলিশ সুপার অলোকনন্দা ভাওয়ালের নেতৃত্বে, পুর্ননির্মাণের জন্য প্রকাশ কুমারকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় ৷ তাঁর বয়ানের প্রতিটি তথ্য খতিয়ে দেখছে পুলিশ ৷ গাড়িটির ফরেনসিক নমুনাও সংগ্রহ করা হয়েছে ৷ গাড়ির মধ্যে থেকে বুলেটের খোল পাওয়া গিয়েছে ৷ গাড়ির কাচে কোনও ফুটো বা বুলেট মার্ক পাওয়া যায়নি ৷ ফলে কাচ বন্ধ থাকা সত্ত্বেও, কী করে বাইরে থেকে গুলি চলার পর তা অক্ষত থাকে তা নিয়ে তদন্তকারীদের মধ্যে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে ? তবে, তদন্তকারীদের একাংশের অনুমান, কাচের খোলা অংশ দিয়ে গাড়ির ভিচরে হাত ঢুকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করা হয়েছে রিয়াকে ৷

আরও পড়ুন: বয়ানে অসঙ্গতি, অভিনেত্রী রিয়ার মৃত্যুতে গ্রেফতার স্বামী প্রকাশ কুমার !

গত 28 ডিসেম্বর বাগনানে 6 নম্বর জাতীয় সড়কের উপর ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারীকে গুলি করে হত্যা করা হয় ৷ খুনের ঘটনায় বৃহস্পতিবার তাঁর স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করে পুলিশ ৷ রিয়ার পরিবারের দাবি ছিল, তাঁদের মেয়েকে পরিকল্পনা করে দুষ্কৃতীদের দিয়ে খুন করানো হয়েছে ৷ খুনের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর স্বামীই ৷ প্রকাশকে জিজ্ঞাসাবাদ করার সময় একাধিক অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷

জানা গিয়েছে, ওইদিন রিয়াকে গুলি করার পর, প্রায় আড়াই কিলোমিটার দূরে গিয়ে সাহায্য চেয়েছিলেন প্রকাশ ৷ সেই বিষয়টিও তদন্তকারীদের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছে ৷ কারণ, মাঝে কোথাও প্রকাশ কুমার কোনও সাহায্য পাননি, এটা বিশ্বাস যোগ্য মনে হয়নি পুলিশের ৷ এবার সেই ঘটনায় পুলিশের জালে প্রকাশের ভাই সন্দীপ কুমারও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.