ETV Bharat / state

কোরোনা : 31 মার্চ পর্যন্ত বন্ধ বোটানিকাল গার্ডেন

সকাল থেকেই প্রাতঃভ্রমণকারী ও পর্যটকের ভিড় বাড়তে থাকে বোটানিকাল গার্ডেনে । ফলে হতে পারে কোরোনা সংক্রমণ । তাই সংক্রমণ এড়াতেই আপাতত 31মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

botanical
৩১ মার্চ পর্যন্ত বন্ধ বোটানিক্যাল গার্ডেন
author img

By

Published : Mar 18, 2020, 8:00 PM IST

শিবপুর ,18 মার্চ : কোরোনা নিয়ে সাবধানতা অবলম্বন করতে বন্ধ হচ্ছে বোটানিকাল গার্ডেন । আপাতত , 31 মার্চ পর্যন্ত এই উদ্যান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরবর্তীতে এই বন্ধ রাখার দিন বাড়ানো হবে কি না তা পর্যালোচনা করা হবে । অর্থাৎ পরবর্তী পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে ।

সকাল থেকেই বহু প্রাতঃভ্রমণকারী ও পর্যটকের ভিড় বাড়তে থাকে বোটানিকাল গার্ডেনে । ফলে বিভিন্ন মানুষের ভিড়ে হতে পারে কোরোনা সংক্রমণ । সেই সংক্রমণ এড়াতেই আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

আজ থেকে পর্যটকদের প্রবেশ বন্ধ করা হয় । অন্যদিকে, শিবপুরের এই বোটানিকাল গার্ডেন শুধু ভারতে নয়, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বোটানিকাল গার্ডেন । ফলত এখানে বহু বিদেশি পর্যটক আসেন । তাই বিদেশি পর্যটকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

শিবপুর ,18 মার্চ : কোরোনা নিয়ে সাবধানতা অবলম্বন করতে বন্ধ হচ্ছে বোটানিকাল গার্ডেন । আপাতত , 31 মার্চ পর্যন্ত এই উদ্যান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পরবর্তীতে এই বন্ধ রাখার দিন বাড়ানো হবে কি না তা পর্যালোচনা করা হবে । অর্থাৎ পরবর্তী পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে ।

সকাল থেকেই বহু প্রাতঃভ্রমণকারী ও পর্যটকের ভিড় বাড়তে থাকে বোটানিকাল গার্ডেনে । ফলে বিভিন্ন মানুষের ভিড়ে হতে পারে কোরোনা সংক্রমণ । সেই সংক্রমণ এড়াতেই আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।

আজ থেকে পর্যটকদের প্রবেশ বন্ধ করা হয় । অন্যদিকে, শিবপুরের এই বোটানিকাল গার্ডেন শুধু ভারতে নয়, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বোটানিকাল গার্ডেন । ফলত এখানে বহু বিদেশি পর্যটক আসেন । তাই বিদেশি পর্যটকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.