বেলুড়, 19 জুলাই : এক প্রোমোটারকে লক্ষ্য করে বোমাবাজি ৷ হাওড়ার বেলুড় থানার এস কে চ্যাটার্জি স্ট্রিটের ঘটনা ৷
শনিবার রাত 9টা নাগাদ এস কে চ্যাটার্জি স্ট্রিটের একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ের নিচে মহম্মদ শাহিদকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা ৷ অভিযোগ, প্রোমোটার মহম্মদ শাহিদকে লক্ষ্য করে চারটি বোমা ছোড়া হয় ৷ খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় হাওড়া সিটি ও বেলুড় থানার থানার পুলিশ ৷ পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAF ।
এদিকে মহম্মদ শাহিদের দাবি, এলাকার অপর প্রোমোটার আফরোজ়ের নির্দেশেই তাঁর উপর হামলা চালানো হয় ৷ মহম্মদ শাহিদ ও মহম্মদ আফরোজ় একই সঙ্গে কাজ শুরু করেছিলেন ৷ কিন্তু, এরপরই দু'জনের মধ্যে ঝামেলা হওয়ায় আলদা হয়ে যান তাঁরা ৷
যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ৷