ETV Bharat / state

Rajib Banerjee : রাজীবকে নিয়ে ক্ষতিই হয়েছিল বিজেপি'র, প্রতিক্রিয়া পদ্ম শিবিরের - রাজীব বন্দ্য়োপাধ্যায়

2021 রাজ্য বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসের শেষে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । নতুন দলে যোগ দিয়েই সেসময় নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে বহু উক্তি করেছিলেন তিনি।

Rajib Banerjee
রাজীবকে দলে নেওয়ায় ক্ষতি হয়েছে বিজেপি'র, প্রতিক্রিয়া পদ্ম শিবিরের
author img

By

Published : Oct 31, 2021, 10:01 PM IST

Updated : Oct 31, 2021, 10:42 PM IST

হাওড়া, 31 অক্টোবর : বিধানসভা নির্বাচনে হেরে ফের দল বদল রাজীব বন্দ্য়োপাধ্যায়ের । রবিবারই আগরতলায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে নিজের পুরনো দল তৃণমূলে ফিরেছেন তিনি । রাজীবের এই ঘরে ফেরা নিয়ে তৃণমূল নেতৃত্ব সাবধানী প্রতিক্রিয়া দিলেও, কড়া প্রতিক্রিয়া এসেছে বিজেপি'র তরফ থেকে ৷

হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা এদিন বলেন, "রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নিয়ে হাওড়া জেলাতে বিজেপির ক্ষতি হয়েছে । আগেই দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছিল। তারা শোনেননি। উনি চলে যাওয়াতে দল বেঁচে গেল । " তিনি আরও দাবি করেন, রাজীবের নামে জেলা তৃণমূলের লোকেরাই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বিজেপি কেন তাঁকে নিল সেই প্রশ্নও করেছিলেন।

2021 রাজ্য বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসের শেষে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । নতুন দলে যোগ দিয়েই সেসময় নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে বহু উক্তি করেছিলেন তিনি । ডোমজুড়ে বিজেপি'র সভার মঞ্চ থেকে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরির নেতা পক্ষে সওয়াল করে অনেক হাততালিও কুড়িয়েছিলেন ৷ কিন্তু নির্বাচনে নিজের পুরনো কেন্দ্র থেকেই শোচনীয় পরাজয়ের পরে আর সেভাবে তাঁকে বিজেপি'র মঞ্চে দেখা যায়নি। বিজেপির থেকে ক্রমাগত দূরত্ব বাড়িয়ে গিয়েছেন।

রাজীবকে দলে নেওয়ায় ক্ষতি হয়েছিল বিজেপি'র, প্রতিক্রিয়া পদ্ম শিবিরের

আরও পড়ুন : Rajib Banerjee : রাজীবের ঘর ওয়াপসিতে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিরোধীদের

সূত্রের খবর, ভোটের পর পুরনো দলে ফিরতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি ৷ তবে তাঁর দলে ফেরা নিয়ে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে বিরোধিতা ছিল চরমে। তৃণমূলে থাকার সময়ে জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি ও বর্তমানে সদর তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের সঙ্গে রাজীবের বিবাদ সুবিদিত ছিল। পাশাপাশি, ডোমজুড়ের বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষের সঙ্গে তাঁর সাপে-নেউলের সম্পর্ক বলেই খবর । হাওড়ার বহু তৃণমূল কর্মী রাজীবের এই 'ঘর ওয়াপসি'কে ভাল ভাবে নিচ্ছেন না বলেই খবর ৷

তবে, রাজীব বন্দ্যোপাধ্যায় যে দলে ফিরছেন তার আগাম খবর হাওড়া জেলার নেতৃত্বের কাছেও দেওয়া হয়েছিল বলে তৃণমূল সূত্রের খবর । তাই অতীতে রাজীবকে নিয়ে যে তীক্ষ্ণ মন্তব্য এসেছিল তৃণমূল জেলা নেতৃত্বের তরফে রবিবার সেরকম কোনও কড়া প্রতিক্রিয়া মেলেনি জেলার নেতৃত্বের তরফ থেকে । বরং সাবধানী প্রতিক্রিয়াই দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে, ডোমজুড়ের তৃণমূল বিধায়ক ও হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ বলেন, "উচ্চতর নেতৃত্বকে জিজ্ঞাসা করুন। এই জেলাতে কোনও জয়েনিং হয়নি। তাঁকে ফেরানোর সিদ্ধান্ত দল ও সর্বোপরি তৃণমূল সুপ্রিমোর। তাই তাঁর সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত ।"

একই সুর শোনা গিয়েছে সদর তৃণমূলের চেয়ারম্যান ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের গলাতেও। তিনিও এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ।

হাওড়া, 31 অক্টোবর : বিধানসভা নির্বাচনে হেরে ফের দল বদল রাজীব বন্দ্য়োপাধ্যায়ের । রবিবারই আগরতলায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে নিজের পুরনো দল তৃণমূলে ফিরেছেন তিনি । রাজীবের এই ঘরে ফেরা নিয়ে তৃণমূল নেতৃত্ব সাবধানী প্রতিক্রিয়া দিলেও, কড়া প্রতিক্রিয়া এসেছে বিজেপি'র তরফ থেকে ৷

হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহা এদিন বলেন, "রাজীব বন্দ্যোপাধ্যায়কে দলে নিয়ে হাওড়া জেলাতে বিজেপির ক্ষতি হয়েছে । আগেই দলের কেন্দ্রীয় নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছিল। তারা শোনেননি। উনি চলে যাওয়াতে দল বেঁচে গেল । " তিনি আরও দাবি করেন, রাজীবের নামে জেলা তৃণমূলের লোকেরাই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বিজেপি কেন তাঁকে নিল সেই প্রশ্নও করেছিলেন।

2021 রাজ্য বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারি মাসের শেষে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । নতুন দলে যোগ দিয়েই সেসময় নিজের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে বহু উক্তি করেছিলেন তিনি । ডোমজুড়ে বিজেপি'র সভার মঞ্চ থেকে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরির নেতা পক্ষে সওয়াল করে অনেক হাততালিও কুড়িয়েছিলেন ৷ কিন্তু নির্বাচনে নিজের পুরনো কেন্দ্র থেকেই শোচনীয় পরাজয়ের পরে আর সেভাবে তাঁকে বিজেপি'র মঞ্চে দেখা যায়নি। বিজেপির থেকে ক্রমাগত দূরত্ব বাড়িয়ে গিয়েছেন।

রাজীবকে দলে নেওয়ায় ক্ষতি হয়েছিল বিজেপি'র, প্রতিক্রিয়া পদ্ম শিবিরের

আরও পড়ুন : Rajib Banerjee : রাজীবের ঘর ওয়াপসিতে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিরোধীদের

সূত্রের খবর, ভোটের পর পুরনো দলে ফিরতে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ শুরু করেন তিনি ৷ তবে তাঁর দলে ফেরা নিয়ে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে বিরোধিতা ছিল চরমে। তৃণমূলে থাকার সময়ে জেলার প্রাক্তন তৃণমূল সভাপতি ও বর্তমানে সদর তৃণমূলের চেয়ারম্যান অরূপ রায়ের সঙ্গে রাজীবের বিবাদ সুবিদিত ছিল। পাশাপাশি, ডোমজুড়ের বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষের সঙ্গে তাঁর সাপে-নেউলের সম্পর্ক বলেই খবর । হাওড়ার বহু তৃণমূল কর্মী রাজীবের এই 'ঘর ওয়াপসি'কে ভাল ভাবে নিচ্ছেন না বলেই খবর ৷

তবে, রাজীব বন্দ্যোপাধ্যায় যে দলে ফিরছেন তার আগাম খবর হাওড়া জেলার নেতৃত্বের কাছেও দেওয়া হয়েছিল বলে তৃণমূল সূত্রের খবর । তাই অতীতে রাজীবকে নিয়ে যে তীক্ষ্ণ মন্তব্য এসেছিল তৃণমূল জেলা নেতৃত্বের তরফে রবিবার সেরকম কোনও কড়া প্রতিক্রিয়া মেলেনি জেলার নেতৃত্বের তরফ থেকে । বরং সাবধানী প্রতিক্রিয়াই দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে, ডোমজুড়ের তৃণমূল বিধায়ক ও হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ বলেন, "উচ্চতর নেতৃত্বকে জিজ্ঞাসা করুন। এই জেলাতে কোনও জয়েনিং হয়নি। তাঁকে ফেরানোর সিদ্ধান্ত দল ও সর্বোপরি তৃণমূল সুপ্রিমোর। তাই তাঁর সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত ।"

একই সুর শোনা গিয়েছে সদর তৃণমূলের চেয়ারম্যান ও রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়ের গলাতেও। তিনিও এই বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন ।

Last Updated : Oct 31, 2021, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.