ETV Bharat / state

দলীয় কর্মীর থেকেই তোলাবাজি ? অভিযুক্ত BJP নেতা - বালিতে BJP- তোলাবাজির অভিযোগ

অভিযোগ, বালি মণ্ডল-1 এর সভাপতি রাধারঞ্জন গোস্বামী আর্থিক ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার বিনিময়ে 10 লাখ টাকা চান বালি মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ পালের কাছে ।

Howrah BJP news
মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে সৌরভ পাল
author img

By

Published : Sep 10, 2020, 7:27 PM IST

বালি, 10 সেপ্টেম্বর : দলীয় কর্মীর থেকে মোটা টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল BJP-র নেতার বিরুদ্ধে । 10 লাখ টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ । ওই BJP নেতার বিরুদ্ধে বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

বালি বাজার এলাকার গোস্বামী পাড়ার বাসিন্দা সৌরভ পাল । বালি মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদকও তিনি । ঘূর্ণিঝড় আমফানের সময়ে তাঁর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । কিন্তু যেহেতু তিনি বিরোধী দলের সঙ্গে জড়িত, তাই আমফান ক্ষতিপূরণের সরকারি আর্থিক সাহায্য থেকে তিনি বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করেছিলেন । আর সেই কারণেই শরণাপন্ন হয়েছিলেন বালি মণ্ডল-1 এর সভাপতি রাধারঞ্জন গোস্বামীর । ভেবেছিলেন, তিনি হয়ত সরকারি ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন ।

কিন্তু অভিযোগ, রাধারঞ্জন গোস্বামী আর্থিক ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার বিনিময়ে 10 লাখ টাকা চান সৌরভ পালের কাছে । এতগুলো টাকা সৌরভ দিতে পারবে না বলে জানান রাধারঞ্জনকে । কিন্তু তারপরেও মানেননি বালি মণ্ডল-1 সভাপতি । একবারে না দিতে পারলে কয়েক দফায় সেই টাকা দেওয়ার জন্য সৌরভকে চাপ দিতে থাকেন বলে অভিযোগ ।

আরও পড়ুন : আমফানের ক্ষতিপূরণ বন্টনে দুর্নীতি, এক সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

এরপর গত মাসের 28 তারিখ বাড়ি থেকে ইট-বালির গোলায় যাওয়ার পথে সৌরভকে বাধা দেন রাধারঞ্জন । সৌরভের ব্যাগে রাখা 10 হাজার টাকা তিনি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে । এমনকি তাঁকে মারধরের হুমকিও দেওয়া হয় । এই ঘটনার প্রেক্ষিতে বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বালি মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ পাল ।

এদিকে আজ আমফান ক্ষতিপূরণের টাকার জন্য সৌরভ রাজ্যের সমবায় মন্ত্রী তথা তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়ের দ্বারস্থ হন । মন্ত্রীকে তিনি গোটা বিষয়টি বিশদে জানান । এরপরই অরূপ রায় বালি থানার OC-কে নির্দেশ দেন সৌরভের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য । পাশাপাশি, হাওড়া পৌরসভা থেকে অনুমতি নিয়ে যাতে সৌরভ তাঁর বাড়ি মেরামতির ব্যবস্থা করতে পারেন, সেই বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী ।

আরও পড়ুন : আমফানে ভেঙেছে ঘর, তবু ক্ষতিপূরণের টাকা তৃণমূল নেতাদের দান করতে চান দম্পতি

এদিকে হাওড়া সদরের BJP সভাপতি সুরজিৎ সাহার দাবি, এই ঘটনার পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে । তিনি প্রশ্ন তোলেন ,ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হলে তিনি সরকারি সাহায্যের জন্য না গিয়ে কেন BJP-র কার্যকর্তার কাছে যাবেন ? এর পাশাপাশি সৌরভের বিরুদ্ধে দলের থেকেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।

বালি, 10 সেপ্টেম্বর : দলীয় কর্মীর থেকে মোটা টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল BJP-র নেতার বিরুদ্ধে । 10 লাখ টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ । ওই BJP নেতার বিরুদ্ধে বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

বালি বাজার এলাকার গোস্বামী পাড়ার বাসিন্দা সৌরভ পাল । বালি মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদকও তিনি । ঘূর্ণিঝড় আমফানের সময়ে তাঁর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । কিন্তু যেহেতু তিনি বিরোধী দলের সঙ্গে জড়িত, তাই আমফান ক্ষতিপূরণের সরকারি আর্থিক সাহায্য থেকে তিনি বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করেছিলেন । আর সেই কারণেই শরণাপন্ন হয়েছিলেন বালি মণ্ডল-1 এর সভাপতি রাধারঞ্জন গোস্বামীর । ভেবেছিলেন, তিনি হয়ত সরকারি ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন ।

কিন্তু অভিযোগ, রাধারঞ্জন গোস্বামী আর্থিক ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার বিনিময়ে 10 লাখ টাকা চান সৌরভ পালের কাছে । এতগুলো টাকা সৌরভ দিতে পারবে না বলে জানান রাধারঞ্জনকে । কিন্তু তারপরেও মানেননি বালি মণ্ডল-1 সভাপতি । একবারে না দিতে পারলে কয়েক দফায় সেই টাকা দেওয়ার জন্য সৌরভকে চাপ দিতে থাকেন বলে অভিযোগ ।

আরও পড়ুন : আমফানের ক্ষতিপূরণ বন্টনে দুর্নীতি, এক সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

এরপর গত মাসের 28 তারিখ বাড়ি থেকে ইট-বালির গোলায় যাওয়ার পথে সৌরভকে বাধা দেন রাধারঞ্জন । সৌরভের ব্যাগে রাখা 10 হাজার টাকা তিনি ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে । এমনকি তাঁকে মারধরের হুমকিও দেওয়া হয় । এই ঘটনার প্রেক্ষিতে বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বালি মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক সৌরভ পাল ।

এদিকে আজ আমফান ক্ষতিপূরণের টাকার জন্য সৌরভ রাজ্যের সমবায় মন্ত্রী তথা তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়ের দ্বারস্থ হন । মন্ত্রীকে তিনি গোটা বিষয়টি বিশদে জানান । এরপরই অরূপ রায় বালি থানার OC-কে নির্দেশ দেন সৌরভের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য । পাশাপাশি, হাওড়া পৌরসভা থেকে অনুমতি নিয়ে যাতে সৌরভ তাঁর বাড়ি মেরামতির ব্যবস্থা করতে পারেন, সেই বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দেন মন্ত্রী ।

আরও পড়ুন : আমফানে ভেঙেছে ঘর, তবু ক্ষতিপূরণের টাকা তৃণমূল নেতাদের দান করতে চান দম্পতি

এদিকে হাওড়া সদরের BJP সভাপতি সুরজিৎ সাহার দাবি, এই ঘটনার পেছনে রাজনৈতিক চক্রান্ত রয়েছে । তিনি প্রশ্ন তোলেন ,ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হলে তিনি সরকারি সাহায্যের জন্য না গিয়ে কেন BJP-র কার্যকর্তার কাছে যাবেন ? এর পাশাপাশি সৌরভের বিরুদ্ধে দলের থেকেও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.