ETV Bharat / state

PM Narendra Modi: শুধু বন্দে ভারতের উদ্বোধন নয়, বাংলাকে প্রায় 8 হাজার কোটির প্রকল্প দেবেন মোদি

শুক্রবার হাওড়া স্টেশন থেকে পশ্চিমবঙ্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ পাশাপাশি তাঁর হাত ধরে রাজ্য পাবে 7 হাজার 800 কোটি টাকার প্রকল্প ৷

PM Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
author img

By

Published : Dec 29, 2022, 5:21 PM IST

কলকাতা, 29 ডিসেম্বর: শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । প্রধানমন্ত্রীর হাত ধরেই পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সূচনা হতে চলেছে । তাছাড়া, আগামিকাল প্রধানমন্ত্রীর হাত ধরে এই রাজ্য পেতে চলেছে 7800 কোটি টাকার প্রকল্প ।

প্রধানমন্ত্রী হাওড়া স্টেশনে ট্রেনের উদ্বোধন করার পাশাপাশি কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের (National Ganga Council) বৈঠক করবেন । সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) থাকার কথা । তিনি ছাড়াও এই বৈঠকে থাকতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ।

এদিন প্রধানমন্ত্রীর এই সফরকে মাথায় রেখে নবান্ন একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা । যেহেতু আগামিকাল গঙ্গা পরিষদের বৈঠকে উপস্থিতির কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, তাই সেই বৈঠকে কী কী প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে, তা নিয়েও এক প্রস্থ আলোচনা হয়েছে এই বৈঠকে ।

ফলে এই মুহূর্তে তাঁর বাংলা সফরকে কেন্দ্র করে সাজসাজ রব কলকাতা জুড়ে । যে পথ দিয়ে প্রধানমন্ত্রী তাঁর নির্দিষ্ট কর্মসূচিতে যোগ দেবেন, সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । এসপিজির পাশাপাশি কলকাতা পুলিশ, হাওড়া জেলা পুলিশের গোয়েন্দা বাহিনী দায়িত্বে থাকছে ৷

ইতিমধ্যেই যেখানে যেখানে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে, সেখানে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়েছে । কলকাতার রাস্তার বিভিন্ন প্রান্ত যেমন নীল সাদা রঙে নতুন করে সাজছে, তেমনই পৌরনিগমের কর্মীরা যাত্রাপথে বিভিন্ন বিদ্যুতের তার পরীক্ষা করে নিচ্ছেন । একই সঙ্গে রাস্তার ধারের পার্কগুলি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে । মহানগরের রাস্তার পাশাপাশি গঙ্গা গঙ্গাবক্ষেও থাকছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ।

যে পথ দিয়ে প্রধানমন্ত্রী নিজের কর্মসূচি স্থলে পৌঁছাবেন, এদিন সেখানে এক প্রস্থ মহড়াও হয়ে গিয়েছে । শেষ প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে 10টায় কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী । এরপর 11টা 15 মিনিট নাগাদ তিনি পৌঁছাবেন হাওড়া স্টেশনে । সেখানে 45 মিনিটের একটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি ৷ এরই মধ্যে যেমন রয়েছে হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ৷ একই জায়গা থেকে ভার্চুয়ালি তারাতলা-জোকা মেট্রো প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।

এরপর সেখান থেকে সরাসরি কলকাতায় অবস্থিত নেভি হাউজ আইএনএস নেতাজী সুভাষ ভবনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী । সেখানেই তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী-সহ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে । দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা । এই বৈঠকের পর কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাংলা সফরের সূচিতে পরিবর্তন, শুক্রে কখন কোথায় থাকছেন মোদি ?

কলকাতা, 29 ডিসেম্বর: শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) । প্রধানমন্ত্রীর হাত ধরেই পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) সূচনা হতে চলেছে । তাছাড়া, আগামিকাল প্রধানমন্ত্রীর হাত ধরে এই রাজ্য পেতে চলেছে 7800 কোটি টাকার প্রকল্প ।

প্রধানমন্ত্রী হাওড়া স্টেশনে ট্রেনের উদ্বোধন করার পাশাপাশি কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের (National Ganga Council) বৈঠক করবেন । সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) থাকার কথা । তিনি ছাড়াও এই বৈঠকে থাকতে পারেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ।

এদিন প্রধানমন্ত্রীর এই সফরকে মাথায় রেখে নবান্ন একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব-সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা । যেহেতু আগামিকাল গঙ্গা পরিষদের বৈঠকে উপস্থিতির কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, তাই সেই বৈঠকে কী কী প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে, তা নিয়েও এক প্রস্থ আলোচনা হয়েছে এই বৈঠকে ।

ফলে এই মুহূর্তে তাঁর বাংলা সফরকে কেন্দ্র করে সাজসাজ রব কলকাতা জুড়ে । যে পথ দিয়ে প্রধানমন্ত্রী তাঁর নির্দিষ্ট কর্মসূচিতে যোগ দেবেন, সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । এসপিজির পাশাপাশি কলকাতা পুলিশ, হাওড়া জেলা পুলিশের গোয়েন্দা বাহিনী দায়িত্বে থাকছে ৷

ইতিমধ্যেই যেখানে যেখানে প্রধানমন্ত্রীর কর্মসূচি রয়েছে, সেখানে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়েছে । কলকাতার রাস্তার বিভিন্ন প্রান্ত যেমন নীল সাদা রঙে নতুন করে সাজছে, তেমনই পৌরনিগমের কর্মীরা যাত্রাপথে বিভিন্ন বিদ্যুতের তার পরীক্ষা করে নিচ্ছেন । একই সঙ্গে রাস্তার ধারের পার্কগুলি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে । মহানগরের রাস্তার পাশাপাশি গঙ্গা গঙ্গাবক্ষেও থাকছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ।

যে পথ দিয়ে প্রধানমন্ত্রী নিজের কর্মসূচি স্থলে পৌঁছাবেন, এদিন সেখানে এক প্রস্থ মহড়াও হয়ে গিয়েছে । শেষ প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে 10টায় কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী । এরপর 11টা 15 মিনিট নাগাদ তিনি পৌঁছাবেন হাওড়া স্টেশনে । সেখানে 45 মিনিটের একটি কর্মসূচিতে যোগ দেবেন তিনি ৷ এরই মধ্যে যেমন রয়েছে হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন ৷ একই জায়গা থেকে ভার্চুয়ালি তারাতলা-জোকা মেট্রো প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।

এরপর সেখান থেকে সরাসরি কলকাতায় অবস্থিত নেভি হাউজ আইএনএস নেতাজী সুভাষ ভবনে পৌঁছাবেন প্রধানমন্ত্রী । সেখানেই তার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী-সহ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে । দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা । এই বৈঠকের পর কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে উড়ে যাবেন প্রধানমন্ত্রী ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বাংলা সফরের সূচিতে পরিবর্তন, শুক্রে কখন কোথায় থাকছেন মোদি ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.