হাওড়া, 29 মার্চ : দুই বিজেপি প্রার্থীর ভিন্ন হোলি। একদিকে গেরুয়া আবির অপরদিকে রংয়ের বদলে ফুল। কোথাও কোভিড বিধি পালন, তো কোথাও বিধি ভাঙার অভিযোগ। রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী গোটা রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ। এর মধ্যে হাওড়াতে সংক্রমণের হার যথেষ্ট উর্ধ্বমুখী । যা চিন্তায় রেখেছে বিশেষজ্ঞদের ।
এই সংক্রমণের মাঝেই দোল ও হোলি উৎসব চলছে হাওড়ায় ৷ আজ হাওড়া সদরে বিজেপির দুই প্রার্থী ভিন্ন পদ্ধতিতে হোলি উৎসবের মাতলেন। একদিকে মধ্য হাওড়া বিজেপি প্রার্থী সঞ্জয় সিং অপরদিকে উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাই। সোমবার সকালে প্রচারে বেরিয়ে পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের হাওড়া ময়দানের মেট্রো চ্যানেল এলাকায় হোলি উৎসবে অংশগ্রহণ করেন মধ্য হাওড়ার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং। হোলি উপলক্ষে কর্মী-সমর্থকদের সঙ্গে আবির খেলে গান গেয়ে উৎসব পালন করেন তিনি। উৎসবে করোনা বিধি ভুলে সবাই মেতে ওঠেন। কারও মুখে মাক্স ছিল না ৷ এমনকি মানা হয়নি সামাজিক দূরত্বও।
এপ্রসঙ্গে সঞ্জয় সিং জানান, অতি উৎসাহে কর্মী-সমর্থকরা আজ সমস্ত কিছু ভুলে গিয়েছেন ৷ তবে, আগামীকাল থেকে আবার তাঁর প্রচার করোনার সব নিয়মবিধি মেনে চলা হবে ৷ একইসঙ্গে তিনি জানান, প্রচারে যেভাবে মানুষের সাড়া পাচ্ছেন, তাতে মধ্য হাওড়া কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত।
![bengal election 2021 There are two pictures in the BJP campaign on the occasion of Holi in Central and North Howrah assembly](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-hwh-02-holicelebrationbjp-wb10026_29032021140151_2903f_1617006711_688.jpg)
এর উল্টো ছবি দেখা গেল উত্তর হাওড়ায়। উত্তর হাওড়া কেন্দ্রে শুধু ফুল দিয়ে খেলা হল হোলি ৷ এদিন ভোট প্রচারে উত্তর হাওড়ার একটি আবাসনে উপস্থিত হয়েছিলেন বিজেপি প্রার্থী উমেশ রাই। তিনি জানান, করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সাধারণ মানুষকে আবেদন করছেন, এ বছর দোল উৎসবে সবাই যাতে করোনা বিধি মেনে চলেন। আর তাই রং ও আবিরের পরিবর্তে ফুল দিয়ে হোলি খেলা হয়েছে বলে জানিয়েছেন তিনি ।