ডোমজুড়, 24 মার্চ : শুধু ক্ষমতা ধরে রাখা নয় ৷ ডোমজুড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থীর অন্য়তম লক্ষ্য় বিজেপির প্রার্থী রাজীব বন্দ্য়োপাধ্য়ায়কে তিন নম্বরে নামানো ৷ আজ সকালে ভোট প্রচারে বেরিয়ে রাজীবকে এইভাবেই কটাক্ষ করলেন সেখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্য়াণ ঘোষ ৷
তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায় ৷ এবার ডোমজুর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি ৷ তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন কল্য়াণ ঘোষ ৷ গতনির্বাচনে ওই কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছিলেন রাজীব ৷
আরও পড়ুন- সোশাল মিডিয়ায় অশ্লীল ছবি শেয়ার, ধৃত পাঁচ যুবক
একনজরে দেখে নেওয়া যাক গত নির্বাচনের ফলাফল-
গতবার নির্বাচনে 1 লাখ 48 হাজার 768 টি ভোট পেয়েছিলেন রাজীব বন্দ্য়োপাধ্য়ায় ৷ দ্বিতীয় স্থানে ছিলেন নির্দল প্রার্থী প্রতিমা দত্ত ৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল 41 হাজার 67টি ৷ 15 হাজার 484 টি ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী জয়ন্ত দাস ৷
গতনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী এবার বিজেপির প্রার্থী ৷ তাই স্বভাবতই জয়ের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব ৷ কিন্তু আজ ভোট প্রচারে বেরিয়ে নিজের জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী বলে জানালেন এবারের তৃণমূল প্রার্থী কল্য়াণ ঘোষ ৷ আজ সকালে সাপুইপারা অঞ্চলে কয়েকশো কর্মী-সমর্থকদের নিয়ে ভোট প্রচার করেন ৷ এবং তারসঙ্গে জনসংযোগেও জোর দেন তিনি ৷
রাজীবকে গদ্দারের সঙ্গে তুলনা করে কল্য়াণবাবু জানান, এলাকার কোনও উন্নয়নই করেননি রাজীব ৷ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই সমস্ত উন্নয়ন করেছেন ৷ তাই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দিকে তাকিয়ে ভোট দেওয়ার আবেদন করেন তিনি ৷
তিনি বলেন, "ডোমজুড় কেন্দ্রের সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন রাজীব । দলের কর্মীদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন । সেকারণে সাধারণ মানুষ তাঁকে কালো পতাকা দেখাচ্ছেন ।" গুন্ডা, মস্তানদের নিয়ে এসে ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি ৷ তাই তাঁর লক্ষ্য ডোমজুর কেন্দ্র থেকে রাজীব বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় স্থানে পাঠিয়ে দেওয়া ৷