ETV Bharat / state

বিজেপির ফেস্টুন ছেঁড়ায় অভিযুক্ত তৃণমূল ও সংযুক্ত মোর্চা - bjp festoon torn

উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বাউড়িয়া ফোর্ট গ্লস্টার এলাকায় বিজেপির ফেস্টুন ছেড়া ও দলীয় পতাকা খুলে নেওয়ার অভিযোগ । ঘটনায় অভিযুক্ত তৃণমূল ও সংযুক্ত মোর্চার কোনও প্রতিক্রিয়া মেলেনি ।

ছেড়া অবস্থায় রয়েছে বিজেপির ফেস্টুন
ছেড়া অবস্থায় রয়েছে বিজেপির ফেস্টুন
author img

By

Published : Mar 29, 2021, 10:58 PM IST

উলুবেড়িয়া, 29 মার্চ : বিজেপির ফেস্টুন ছেঁড়া ও দলীয় পতাকা খুলে নেওয়ার অভিযোগ উঠল সংযুক্ত মোর্চা ও তৃণমূলের বিরুদ্ধে । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বাউড়িয়া ফোর্ট গ্লস্টার এলাকায় । এর জেরে বাউড়িয়ার ফোর্ট গ্লস্টার মোড়ে অবরোধ শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা ।

প্রসঙ্গত, রবিবার রাতে বিজেপি প্রার্থী প্রত্যুষ মণ্ডলের সমর্থনে লাগানো প্রায় ৩৫টি ব্যানার ছিড়ে দেওয়া হয় ও প্রায় 400 টি দলীয় পতাকা খুলে নেওয়া হয় বলে বিজেপির তরফে অভিযোগ ।

আরও পড়ুন : হোলিতে চুঁচুড়ায় নৌকায় প্রচার লকেটের

স্থানীয় বিজেপি নেতা বাপী রায়ের দাবি, সংযুক্ত মোর্চা ও তৃণমূলের লোকজন এই কাণ্ড ঘটিয়েছে । অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে ।

ছেড়া অবস্থায় রয়েছে বিজেপির ফেস্টুন
ছেড়া অবস্থায় রয়েছে বিজেপির ফেস্টুন

বাউড়িয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ।

বিজেপির ফেস্টুন ছেড়া ও দলীয় পতাকা খোলার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল ও সংযুক্ত মোর্চা

যদিও এই ঘটনায় তৃণমূল ও সংযুক্ত মোর্চার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

উলুবেড়িয়া, 29 মার্চ : বিজেপির ফেস্টুন ছেঁড়া ও দলীয় পতাকা খুলে নেওয়ার অভিযোগ উঠল সংযুক্ত মোর্চা ও তৃণমূলের বিরুদ্ধে । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বাউড়িয়া ফোর্ট গ্লস্টার এলাকায় । এর জেরে বাউড়িয়ার ফোর্ট গ্লস্টার মোড়ে অবরোধ শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা ।

প্রসঙ্গত, রবিবার রাতে বিজেপি প্রার্থী প্রত্যুষ মণ্ডলের সমর্থনে লাগানো প্রায় ৩৫টি ব্যানার ছিড়ে দেওয়া হয় ও প্রায় 400 টি দলীয় পতাকা খুলে নেওয়া হয় বলে বিজেপির তরফে অভিযোগ ।

আরও পড়ুন : হোলিতে চুঁচুড়ায় নৌকায় প্রচার লকেটের

স্থানীয় বিজেপি নেতা বাপী রায়ের দাবি, সংযুক্ত মোর্চা ও তৃণমূলের লোকজন এই কাণ্ড ঘটিয়েছে । অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে ।

ছেড়া অবস্থায় রয়েছে বিজেপির ফেস্টুন
ছেড়া অবস্থায় রয়েছে বিজেপির ফেস্টুন

বাউড়িয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ।

বিজেপির ফেস্টুন ছেড়া ও দলীয় পতাকা খোলার অভিযোগে কাঠগড়ায় তৃণমূল ও সংযুক্ত মোর্চা

যদিও এই ঘটনায় তৃণমূল ও সংযুক্ত মোর্চার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.