ETV Bharat / state

রাজীবের প্রচারে এসে ভাত-ডালেই মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ - BJP

এদিন হাওড়ার ডোমজুড়ে বিজেপির প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রচারে সামিল হন ৷ রোড শো করেন ৷ তার পর স্থানীয় একটি বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন ৷

প্রথম তিন দফাতেই বিজেপি 63-68টি আসন জিতবে : অমিত শাহ
প্রথম তিন দফাতেই বিজেপি 63-68টি আসন জিতবে : অমিত শাহ
author img

By

Published : Apr 7, 2021, 6:11 PM IST

Updated : Apr 7, 2021, 6:48 PM IST

হাওড়া, 7 এপ্রিল : নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জায়গা ছুঁয়ে ফেলতে চাইছেন অমিত শাহ ৷ বুধবারও তিনি হাজির হয়েছিল বঙ্গ ভোটের প্রচারে ৷ হুগলির সিঙ্গর থেকে হাওড়ার ডোমজুড় হয়ে প্রচার করলেন দক্ষিণ 24 পরগনার বেহালাতেও ৷ আর সেই প্রচারের মাঝে সেরে নিলেন মধ্যাহ্ন ভোজনও ৷

বুধবার অমিত শাহের প্রচার শুরু হয় হুগলির সিঙ্গুর দিয়ে ৷ যে সিঙ্গুরে এবার বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য ৷ যিনি সিঙ্গুর আন্দোলনের সময় ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ৷ পরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ৷

যদিও এবার তাঁকে প্রার্থী করেনি তৃণমূল ৷ সেই রাগে তিনি যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে ৷ তাঁকেই টিকিট দিয়েছে বিজেপি ৷ তৃণমূল কংগ্রেসের উত্থানের অন্যতম আঁতুরঘরে তাই এবার বিশেষ নজর দিয়েছে বিজেপি ৷ তার প্রতিফলন পড়ল অমিত শাহের নির্বাচনী প্রচারে ৷

সিঙ্গুর থেকে ডোমজুড়ে এসে নির্বাচনী প্রচার করেন অমিত শাহ ৷ সেখানে তিনি রোড শো করেন বিজেপির প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ৷ রাজীব বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন ৷ তাঁর প্রচারে এসে অমিত শাহ জানান, রাজীবের প্রতি মানুষের সমর্থন তিনি দেখেছেন ৷ ডোমজুড়ে জিতছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও ৷

রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রচারের মাঝে তিনি স্থানীয় একটি বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন ৷ সেখানে মেনু ছিল ভাত, ডাল, এঁচোড়, চাটনি, পাঁপড় ভাজা ৷ সেই বাড়ির সদস্য শিশির সানা জানান, গতকালই তাঁর বাড়িতে এসে বিজেপি নেতারা জানান যে অমিত শাহ খাবেন তাঁদের বাড়িতে ৷

রাজীবের প্রচারে এসে ভাত-ডালেই মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ

যদিও বিজেপি নেতাদের এভাবে কর্মী-সমর্থকদের বাড়িতে মধ্যহ্নভোজন নিয়ে বিতর্কও রয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে বারবার কটাক্ষ করা হয় ৷ খাবার ও জল বাইরে থেকে নিয়ে আসা হয় বলেও অভিযোগ করেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : মমতার স্বপ্নপূরণে কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন অধীর চৌধুরীর

এদিকে হাওড়ার অন্য একটি জায়গাতেও রোড শো করেন অমিত শাহ ৷ সেখান থেকে পরে বেহালায় রোড শো-তে অংশগ্রহণ করেন ৷ বেহালার দু’টি কেন্দ্রেই বিজেপি তারকা প্রার্থী দিয়েছে ৷ বেহালা পূর্বে লড়াই করছেন পায়েল সরকার ও বেহালা পশ্চিমে প্রার্থী হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷

হাওড়া, 7 এপ্রিল : নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জায়গা ছুঁয়ে ফেলতে চাইছেন অমিত শাহ ৷ বুধবারও তিনি হাজির হয়েছিল বঙ্গ ভোটের প্রচারে ৷ হুগলির সিঙ্গর থেকে হাওড়ার ডোমজুড় হয়ে প্রচার করলেন দক্ষিণ 24 পরগনার বেহালাতেও ৷ আর সেই প্রচারের মাঝে সেরে নিলেন মধ্যাহ্ন ভোজনও ৷

বুধবার অমিত শাহের প্রচার শুরু হয় হুগলির সিঙ্গুর দিয়ে ৷ যে সিঙ্গুরে এবার বিজেপির প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য ৷ যিনি সিঙ্গুর আন্দোলনের সময় ছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ৷ পরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ৷

যদিও এবার তাঁকে প্রার্থী করেনি তৃণমূল ৷ সেই রাগে তিনি যোগদান করেন ভারতীয় জনতা পার্টিতে ৷ তাঁকেই টিকিট দিয়েছে বিজেপি ৷ তৃণমূল কংগ্রেসের উত্থানের অন্যতম আঁতুরঘরে তাই এবার বিশেষ নজর দিয়েছে বিজেপি ৷ তার প্রতিফলন পড়ল অমিত শাহের নির্বাচনী প্রচারে ৷

সিঙ্গুর থেকে ডোমজুড়ে এসে নির্বাচনী প্রচার করেন অমিত শাহ ৷ সেখানে তিনি রোড শো করেন বিজেপির প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ৷ রাজীব বন্দ্যোপাধ্যায়ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন ৷ তাঁর প্রচারে এসে অমিত শাহ জানান, রাজীবের প্রতি মানুষের সমর্থন তিনি দেখেছেন ৷ ডোমজুড়ে জিতছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও ৷

রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রচারের মাঝে তিনি স্থানীয় একটি বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন ৷ সেখানে মেনু ছিল ভাত, ডাল, এঁচোড়, চাটনি, পাঁপড় ভাজা ৷ সেই বাড়ির সদস্য শিশির সানা জানান, গতকালই তাঁর বাড়িতে এসে বিজেপি নেতারা জানান যে অমিত শাহ খাবেন তাঁদের বাড়িতে ৷

রাজীবের প্রচারে এসে ভাত-ডালেই মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ

যদিও বিজেপি নেতাদের এভাবে কর্মী-সমর্থকদের বাড়িতে মধ্যহ্নভোজন নিয়ে বিতর্কও রয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের তরফে এই নিয়ে বারবার কটাক্ষ করা হয় ৷ খাবার ও জল বাইরে থেকে নিয়ে আসা হয় বলেও অভিযোগ করেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ডোমজুড়ের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : মমতার স্বপ্নপূরণে কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন অধীর চৌধুরীর

এদিকে হাওড়ার অন্য একটি জায়গাতেও রোড শো করেন অমিত শাহ ৷ সেখান থেকে পরে বেহালায় রোড শো-তে অংশগ্রহণ করেন ৷ বেহালার দু’টি কেন্দ্রেই বিজেপি তারকা প্রার্থী দিয়েছে ৷ বেহালা পূর্বে লড়াই করছেন পায়েল সরকার ও বেহালা পশ্চিমে প্রার্থী হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷

Last Updated : Apr 7, 2021, 6:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.