ETV Bharat / state

Belur Math Update : বছরের শুরুতেই 4 দিনের জন্য বন্ধ বেলুড় মঠ - Belur math will close for 4 days in january 2022

26 ডিসেম্বর শ্রীশ্রীমা সারদাদেবীর জন্মতিথিতে খোলা থাকলেও বছরের শুরুতেই মঠ বন্ধের নির্দেশিকা দিল কর্তৃপক্ষ (Belur Math will close for 4 days in January 2022) ৷ তবে 1 জানুয়ারিতে মঠের পুজো ও সন্ধ্যারতি বেলুড় মঠের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

Belur Math Update
বেলুড় মঠ
author img

By

Published : Dec 28, 2021, 3:28 PM IST

বেলুড়, 28 ডিসেম্বর : অনিবার্য কারণবশত ইংরাজি নতুন বছরের শুরুতে বন্ধ হতে চলেছে বেলুড় মঠ ৷ সোশ্যাল মিডিয়াতে তেমনই একটি নির্দেশিকা প্রকাশ করে বেলুড় মঠ কর্তৃপক্ষ । তাতে লেখা রয়েছে আগামী 1 জানুয়ারি 2022 শনিবার থেকে 4 জানুয়ারি 2022 মঙ্গলবার পর্যন্ত এই চারদিন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে (Belur Math will close for 4 days in January 2022) ।

আবার 5 জানুয়ারি 2022 বুধবার থেকে পুনরায় ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ । যদিও 1 জানুয়ারি মঠের পুজো ও সন্ধ্যারতি বেলুড় মঠের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঘরে বসে দেখতে পারবেন ভক্তরা ।

প্রসঙ্গত, গত 26 ডিসেম্বর জগজ্জননী শ্রীশ্রীমা সারদাদেবীর শুভ জন্মতিথির দিন ভক্তদের জন্য খোলা ছিল বেলুড় মঠ । ওইদিন সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকাল 3টে 30 থেকে 5টা পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠ খোলা ছিল ।

Belur Math Update
মঠের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া নির্দেশিকা

বছরের প্রথম দিন কল্পতরু উৎসবে বেলুড় মঠে ভিড় হয় প্রচুর ৷ করোনা পরিস্থিতির জেরে গত 1 জানুয়ারিও বন্ধ ছিল বেলুড় মঠ ৷ এ বছর পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় যেহেতু সারদাদেবীর জন্মতিথিতে মঠ খোলা ছিল, তাই অনেকেই ভেবেছিলেন 1 জানুয়ারি মঠ খোলা থাকবে ৷ কিন্তু কর্তৃপক্ষের এ হেন নির্দেশিকায় নতুন বছরের শুরুতে বেলুড় মঠ বন্ধে অনেক ভক্ত ও দর্শনার্থীদেরই মনখারাপ ৷

আরও পড়ুন : Belur Math : কোভিড বিধি মেনে শ্রীমার জন্ম তিথি উপলক্ষে খোলা থাকবে বেলুড় মঠ

বেলুড়, 28 ডিসেম্বর : অনিবার্য কারণবশত ইংরাজি নতুন বছরের শুরুতে বন্ধ হতে চলেছে বেলুড় মঠ ৷ সোশ্যাল মিডিয়াতে তেমনই একটি নির্দেশিকা প্রকাশ করে বেলুড় মঠ কর্তৃপক্ষ । তাতে লেখা রয়েছে আগামী 1 জানুয়ারি 2022 শনিবার থেকে 4 জানুয়ারি 2022 মঙ্গলবার পর্যন্ত এই চারদিন ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুড় মঠ বন্ধ থাকবে (Belur Math will close for 4 days in January 2022) ।

আবার 5 জানুয়ারি 2022 বুধবার থেকে পুনরায় ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ । যদিও 1 জানুয়ারি মঠের পুজো ও সন্ধ্যারতি বেলুড় মঠের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঘরে বসে দেখতে পারবেন ভক্তরা ।

প্রসঙ্গত, গত 26 ডিসেম্বর জগজ্জননী শ্রীশ্রীমা সারদাদেবীর শুভ জন্মতিথির দিন ভক্তদের জন্য খোলা ছিল বেলুড় মঠ । ওইদিন সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত এবং বিকাল 3টে 30 থেকে 5টা পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠ খোলা ছিল ।

Belur Math Update
মঠের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া নির্দেশিকা

বছরের প্রথম দিন কল্পতরু উৎসবে বেলুড় মঠে ভিড় হয় প্রচুর ৷ করোনা পরিস্থিতির জেরে গত 1 জানুয়ারিও বন্ধ ছিল বেলুড় মঠ ৷ এ বছর পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় যেহেতু সারদাদেবীর জন্মতিথিতে মঠ খোলা ছিল, তাই অনেকেই ভেবেছিলেন 1 জানুয়ারি মঠ খোলা থাকবে ৷ কিন্তু কর্তৃপক্ষের এ হেন নির্দেশিকায় নতুন বছরের শুরুতে বেলুড় মঠ বন্ধে অনেক ভক্ত ও দর্শনার্থীদেরই মনখারাপ ৷

আরও পড়ুন : Belur Math : কোভিড বিধি মেনে শ্রীমার জন্ম তিথি উপলক্ষে খোলা থাকবে বেলুড় মঠ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.