ETV Bharat / state

Belur Math : কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ায় পুরোনো ছন্দে ফিরছে বেলুড় মঠ - Belur Math reopen with full rhythm

কোভিডকালে বারংবার বন্ধ করা হয়েছিল বেলুড় মঠের দরজা ৷ তবে এবার ভক্তদের জন্য খুশির খবর শোনাল মঠ কর্তৃপক্ষ ৷ রাজ্যের কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এরপর বেলুড় মঠও খোলা হবে কোভিডের আগের সময়সূচি অনুয়ায়ী (Belur Math reopen with full rhythm) ৷

Belur Math
পুরোনো ছন্দে ফিরছে বেলুড় মঠ
author img

By

Published : Apr 4, 2022, 1:39 PM IST

বেলুড়, 4 এপ্রিল : ফের কোভিডের আগের সময়সূচি অনুয়ায়ী খোলা হবে বেলুড় মঠ (Belur Math reopen with full rhythm) । গত 31 মার্চ রাজ্য সরকার কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । সরকারি এই সিদ্ধান্তের পরই কোভিডের আগে যে সময়সূচি অনুসারে বেলুড় মঠ খোলা থাকত, সেই সময়েই পুনরায় খোলা হবে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ।

বেলুড় মঠের ভিতরে প্রবেশ করার সময়সূচিতে পরিবর্তন আনল মঠ কর্তৃপক্ষ। মঠ কর্তৃপক্ষের তরফ থেকে এদিন একটি বিশেষ নির্দেশিকাতে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। কোভিডের পর এই প্রথমবার পূর্ণ সময়ের জন্য খুলে রাখা হবে বেলুড় মঠ। পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিন থেকে এই নতুন সময়সূচি মেনেই খুলবে বেলুড় মঠ। মঠের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 15 এপ্রিল থেকে মঠ ভক্ত ও দর্শনার্থীদের জন্য নিম্নলিখিত সময়সূচি অনুসারে খোলা থাকবে।

আরও পড়ুন : 100 দিনের কর্মীদের মজুরির জন্য 12 কোটি বরাদ্দ কলকাতা পৌরনিগমের

খোলার সময় সকাল 6.30 টা থেকে 11.30টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত ৷ পাশাপাশি সকল ভক্ত ও দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে যে, তাঁরা যেন সকলেই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করেন। উল্লেখ্য, রাজ্যের কোভিডের প্রথম ঢেউয়ের সময় থেকে বারংবার বন্ধ করা হয়েছিল বেলুড় মঠ। পরবর্তীতে সংক্রমণের পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে সরকারি নির্দেশিকা মেনে খোলা হয়েছিল মঠ। তবে মঠ খুললেও সেখানে কড়া নিয়মে মেনে চলা হত কোভিড বিধি। মার্চ মাসের শেষ দিনে কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ার পর বেলুড় মঠের বর্ধিত এই সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি ভক্ত ও দর্শনার্থীরা ৷

বেলুড়, 4 এপ্রিল : ফের কোভিডের আগের সময়সূচি অনুয়ায়ী খোলা হবে বেলুড় মঠ (Belur Math reopen with full rhythm) । গত 31 মার্চ রাজ্য সরকার কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । সরকারি এই সিদ্ধান্তের পরই কোভিডের আগে যে সময়সূচি অনুসারে বেলুড় মঠ খোলা থাকত, সেই সময়েই পুনরায় খোলা হবে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ।

বেলুড় মঠের ভিতরে প্রবেশ করার সময়সূচিতে পরিবর্তন আনল মঠ কর্তৃপক্ষ। মঠ কর্তৃপক্ষের তরফ থেকে এদিন একটি বিশেষ নির্দেশিকাতে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে। কোভিডের পর এই প্রথমবার পূর্ণ সময়ের জন্য খুলে রাখা হবে বেলুড় মঠ। পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিন থেকে এই নতুন সময়সূচি মেনেই খুলবে বেলুড় মঠ। মঠের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 15 এপ্রিল থেকে মঠ ভক্ত ও দর্শনার্থীদের জন্য নিম্নলিখিত সময়সূচি অনুসারে খোলা থাকবে।

আরও পড়ুন : 100 দিনের কর্মীদের মজুরির জন্য 12 কোটি বরাদ্দ কলকাতা পৌরনিগমের

খোলার সময় সকাল 6.30 টা থেকে 11.30টা এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত ৷ পাশাপাশি সকল ভক্ত ও দর্শনার্থীদের অনুরোধ করা হয়েছে যে, তাঁরা যেন সকলেই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করেন। উল্লেখ্য, রাজ্যের কোভিডের প্রথম ঢেউয়ের সময় থেকে বারংবার বন্ধ করা হয়েছিল বেলুড় মঠ। পরবর্তীতে সংক্রমণের পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলে সরকারি নির্দেশিকা মেনে খোলা হয়েছিল মঠ। তবে মঠ খুললেও সেখানে কড়া নিয়মে মেনে চলা হত কোভিড বিধি। মার্চ মাসের শেষ দিনে কোভিড বিধিনিষেধ উঠে যাওয়ার পর বেলুড় মঠের বর্ধিত এই সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি ভক্ত ও দর্শনার্থীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.