ETV Bharat / state

Belur Math Jagadhatri Puja 2022: বেলুড় মঠের সারদা পীঠে মহাসমারোহে জগদ্ধাত্রী পুজো - Jagadhatri Puja

বেলুর মঠের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজো (Belur Math Jagadhatri Puja 2022) ৷ আজ সকাল 6টা থেকে পুজো শুরু হয়েছে ৷ সন্ধ্যে সাড়ে 6টায় আরতি হয়ে শেষ হবে পুজো ৷ আগামিকাল দশমীতে বিসর্জন ৷

Belur Math Jagadhatri Puja 2022
Belur Math Jagadhatri Puja 2022
author img

By

Published : Nov 2, 2022, 2:30 PM IST

বেলুড়, 2 নভেম্বর: বিধি মেনে মহাসমারোহে বেলুড় মঠের সারদা পীঠে আয়োজিত হয়েছে জগদ্ধাত্রী পুজো (Belur Math Jagadhatri Puja 2022) ৷ আজ নবমীর দিনে একই সঙ্গে সপ্তমী, অষ্টমী ও নবমীতিথির পুজো করা হচ্ছে বেলুড় মঠের সারদা পীঠের দেবী জগদ্ধাত্রীর ৷ আজ ভোর থেকে পুজো শুরু হয়েছে বেলুড়ে ৷

বুধবার সকাল 6 টায় পূর্বাহ্ন পুজো দিয়ে বেলুড় মঠে শুরু হয়েছে জগদ্ধাত্রী আরাধনা ৷ সকাল 11 টায় শুরু হয় মধ্যাহ্ন পুজো হয় এবং বেলা 2টো থেকে শুরু হবে অপরাহ্ন পুজো ৷ এরই মাঝে সকালে পুষ্পাঞ্জলি হয় ৷ চলে হোম যজ্ঞ, প্রসাদ বিতরণ-সহ নানা উপাচার ৷ বুধবার সন্ধ্যা সাড়ে 6টায় আরতি হয়ে জগদ্ধাত্রী পুজো শেষ হবে বলে বেলুড় মঠের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: 50তম বর্ষে দৈবকপাড়া জগদ্ধাত্রী পুজোর থিম ‘উদযাপন’, গাছের মণ্ডপসজ্জায় অভিনবত্ব

বৃহস্পতিবার সকাল 7টায় দশমীর পুজো শুরু হবে ৷ তার পর সকাল সাড়ে 8টার সময় হবে দেবীর দর্পণ বিসর্জন ৷ বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় প্রতিমা নিরঞ্জন করা হবে ৷ উল্লেখ্য কোভিডের জন্য গত দু’বছর বেলুড় মঠের ভিতরে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষিদ্ধ ছিল ৷ এ বছর সেই সব বিধিনিষেধ তুলে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুর মঠের সারদা পীঠের দরজা খুলে দেওয়া হয়েছে ৷ ফলে এ দিন সকাল থেকেই অগণিত ভক্ত এবং দর্শনার্থী বেলুর মঠের জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড় করছেন ৷ মঠের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে সারদাপীঠ কর্তৃপক্ষ ৷

বেলুড়, 2 নভেম্বর: বিধি মেনে মহাসমারোহে বেলুড় মঠের সারদা পীঠে আয়োজিত হয়েছে জগদ্ধাত্রী পুজো (Belur Math Jagadhatri Puja 2022) ৷ আজ নবমীর দিনে একই সঙ্গে সপ্তমী, অষ্টমী ও নবমীতিথির পুজো করা হচ্ছে বেলুড় মঠের সারদা পীঠের দেবী জগদ্ধাত্রীর ৷ আজ ভোর থেকে পুজো শুরু হয়েছে বেলুড়ে ৷

বুধবার সকাল 6 টায় পূর্বাহ্ন পুজো দিয়ে বেলুড় মঠে শুরু হয়েছে জগদ্ধাত্রী আরাধনা ৷ সকাল 11 টায় শুরু হয় মধ্যাহ্ন পুজো হয় এবং বেলা 2টো থেকে শুরু হবে অপরাহ্ন পুজো ৷ এরই মাঝে সকালে পুষ্পাঞ্জলি হয় ৷ চলে হোম যজ্ঞ, প্রসাদ বিতরণ-সহ নানা উপাচার ৷ বুধবার সন্ধ্যা সাড়ে 6টায় আরতি হয়ে জগদ্ধাত্রী পুজো শেষ হবে বলে বেলুড় মঠের তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন: 50তম বর্ষে দৈবকপাড়া জগদ্ধাত্রী পুজোর থিম ‘উদযাপন’, গাছের মণ্ডপসজ্জায় অভিনবত্ব

বৃহস্পতিবার সকাল 7টায় দশমীর পুজো শুরু হবে ৷ তার পর সকাল সাড়ে 8টার সময় হবে দেবীর দর্পণ বিসর্জন ৷ বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় প্রতিমা নিরঞ্জন করা হবে ৷ উল্লেখ্য কোভিডের জন্য গত দু’বছর বেলুড় মঠের ভিতরে ভক্ত এবং দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষিদ্ধ ছিল ৷ এ বছর সেই সব বিধিনিষেধ তুলে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেলুর মঠের সারদা পীঠের দরজা খুলে দেওয়া হয়েছে ৷ ফলে এ দিন সকাল থেকেই অগণিত ভক্ত এবং দর্শনার্থী বেলুর মঠের জগদ্ধাত্রী পুজো দেখতে ভিড় করছেন ৷ মঠের সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে সারদাপীঠ কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.