আমতা, 5 মার্চ : সিটকে বিশ্বাস করি না, ভরসা নেই সিটের ওপর ৷ যে পুলিশ আজও আনিশের ময়নাতদন্তের রিপোর্ট দিল না তাদের সঙ্গে আর কোনও কথা নয়। আনিশকাণ্ডে এভাবেই সিটকে দুষলেন তাঁর বাবা সালেম খান (Anish Khan Death Case) । দুই বার ময়নাতদন্ত হয়েছে, অথচ আজও একটি ময়নাতদন্তের রিপোর্ট পরিবারকে দেওয়া হয়নি। আজ এমনই অভিযোগ করলেন সালেম খান। তিনি সিটের তদন্তকারী অফিসারদের প্রতি অনাস্থা দেখিয়ে বলেন, ‘‘কোর্টকে সন্মান দিতে ১৪ দিন আমি অপেক্ষা করছি। তবে কোনওদিনই পুলিশের তদন্তের উপরে আস্থা ও ভরসা ছিল না ৷ আজও নেই। বারবার আমি সিটের থেকে আনিশের ময়নাতদন্তের রিপোর্ট চেয়েছি। দিচ্ছি দিচ্ছি করে আজও আমাকে সেই রিপোর্ট দেওয়া হয়নি।’’ তাঁর অভিযোগ, পুলিশ অনিশকে হত্যা করেছে। সেই পুলিশ সিট বানিয়ে তাঁর ছেলের হত্যাকাণ্ডের বিচার করবে না, তা তিনি জানেন (Anish Khan's father blames SIT for the autopsy report)।
আরও পড়ুন : Anish Khan Death Case : এখন সংখ্যালঘুদের প্রয়োজন নেই মুখ্য়মন্ত্রীর, আনিশ হত্যাকাণ্ডে মমতাকে তোপ অধীরের
সালেম খান বলেন, ‘‘অধীর চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছে। ১৪ দিন পর সুপ্রিম কোর্টে যাব এবং দরকার পড়লে আরও উচ্চপর্যায়ে যাব ।’’ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করারও ইঙ্গিত দেন তিনি। তিনি অভিযোগ আনেন আমতা থানার বিরুদ্ধে। তাঁর আরও অভিযোগ, আনিশের যে বন্ধুরা তাঁর বাড়িতে আসছে, তাদের আমতা থানা থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এবারে সিট এলে তিনি তাদের সঙ্গে কোনও সহযোগিতা করবেন না।
আরও পড়ুন : Anish Khan Death case : দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হল আনিশের দেহ
তিনি বলেন, ‘‘আমার ছেলেকে হত্যা করা হয়েছে। সিটের লোকেরা আমার কাছে এসে বারবার জানতে চাইছেন। তাদের তো উচিত ওসির থেকে জানতে চাওয়া। তাদের তো উচিত তদন্ত করে দোষীদের ধরা। তা না করে বারবার আমাকেই বিরক্ত করছে সিট।" সেদিন রাতে যে পুলিশের উর্দি পরে বন্দুক দেখিয়ে তাঁকে আটকে রেখেছিল, তাকে ছাড়া চিনতে পারা সম্ভব নয়। অথচ পুলিশ তাঁকে শুধু হোমগার্ড আর সিভিককেই দেখাচ্ছে বলে অভিযোগ করেন সালেম খান।