ETV Bharat / state

দলিত নয়, এবার ব্রাহ্মণ পরিবারে মধ্যাহ্নভোজন সারবেন শাহ - বেলুড়

বেলুড়ের একটি জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক অমর মুখোপাধ্যায় ৷ স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বাড়িতে খাবেন, এখনও বিশ্বাস করতে পারছে না মুখোপাধ্যায় পরিবার ।

amit-shah-will-have-lunch-in-a-brahmin-family-house-in-belur
amit-shah-will-have-lunch-in-a-brahmin-family-house-in-belur
author img

By

Published : Jan 29, 2021, 8:41 PM IST

হাওড়া, 29 জানুয়ারি : এর আগে রাজ্যে এসে বীরভূম সফরে শান্তিনিকেতনে বাসুদেব বাউলের বাড়িতে ও মেদিনীপুর সফরে বালিজুড়ি গ্রামের কৃষক সনাতন সিংহের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন অমিত শাহ ৷ এবার আর দলিত পরিবার নয়, আগামী রবিবার বেলুড়ে ব্রাহ্মণ পরিবারে মধ্যাহ্নভোজ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ ৷ তাঁর সফর নিয়ে চূড়ান্ত ব্যস্ত রাজ্য বিজেপি ৷ অন্যদিকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বেলুড়ের অমর মুখোপাধ্যায় ও তাঁর পরিবার । স্বরাষ্ট্রমন্ত্রী যে তাঁদের বাড়িতেই দুপুরের খাবার খাবেন ।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বাড়িতে খাবেন, এখনও বিশ্বাস করতে পারছে না মুখোপাধ্যায় পরিবার । তবে, স্বাভাবিকভাবেই খুশির হওয়া গোটা পরিবারে । দু'দিনের সফরে 31 জানুয়ারি বেলুড়মঠে আসবেন অমিত শাহ । সেখানে পুজো দিয়ে যাবেন মঠের পাশেই লালা বাবু সায়র রোডের অমর মুখোপাধ্যায়ের বাড়িতে । মধ্যাহ্নভোজ সারবেন সনাতন ব্রাহ্মণ পরিবারে ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বেলুড়ের একটি জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক অমর মুখোপাধ্যায় ৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নিরামিষ রান্না করবেন অমরবাবুর স্ত্রী শেফালি মুখোপাধ্যায় ৷ শেফালিদেবীকে সহযোগিতা করবেন দুই পুত্রবধূ । আপাতত মধ্যবিত্ত গৃহস্থের বাড়িতে বিশিষ্ট অতিথি আপ্যায়নে চলছে প্রস্তুতি । সাধ্যমতো সাজিয়ে তোলা হয়েছে বাড়ি ৷ কী রান্না হচ্ছে অতিথির জন্য ?

আরও পড়ুন: ভাত-ডাল-পোস্ত-বড়ায় 'শাহি' আহার

স্বরাষ্ট্রমন্ত্রীর দুপুরের পাতে থাকবে ভাত, পাঁচ রকমের ভাজা, নিরামিষ ডাল, তিন রকমের সবজির তরকারি । এখনও রাজ্যে শীতের আমেজ ৷ অতএব, ফুলকপি রাঁধা হবে ৷

আরও পড়ুন: বালিজুড়িতে কৃষক-বাড়িতে মধ্যাহ্নভোজন অমিতের

অমর মুখোপাধ্যায়ের পুত্রবধূ সোমা মুখোপাধ্যায় বলেন, "কখনও ভাবিনি যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাড়িতে আসবেন । ভীষণ ভালো লাগছে । আমরা মধ্যবিত্ত মানুষ । সাধ্যমতো খাওয়াব ৷"

গৃহকর্তা অমর মুখোপাধ্যায় বলেন, "আমার বাড়িতে অমিত শাহ আসছেন ৷ ভীষণ আনন্দিত ৷ গোটা পাড়ার গর্ব ৷ "

মুখোপাধ্যায় পরিবার যেমন ব্যস্ত অতিথির আপ্যায়নের প্রস্তুতিতে, তেমনই পুলিশ আধিকারিকরা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলছে বেলুড় মঠের পাশের লালা বাবু সায়র রোড ৷ রবিবার মুখোপাধ্যায় বাড়ি থেকেই হাওড়ার সদরের ডুমুরজলা স্টেডিয়ামের সভার উদ্দেশে রওনা দেবেন শাহ ৷

হাওড়া, 29 জানুয়ারি : এর আগে রাজ্যে এসে বীরভূম সফরে শান্তিনিকেতনে বাসুদেব বাউলের বাড়িতে ও মেদিনীপুর সফরে বালিজুড়ি গ্রামের কৃষক সনাতন সিংহের বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন অমিত শাহ ৷ এবার আর দলিত পরিবার নয়, আগামী রবিবার বেলুড়ে ব্রাহ্মণ পরিবারে মধ্যাহ্নভোজ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন অমিত শাহ ৷ তাঁর সফর নিয়ে চূড়ান্ত ব্যস্ত রাজ্য বিজেপি ৷ অন্যদিকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বেলুড়ের অমর মুখোপাধ্যায় ও তাঁর পরিবার । স্বরাষ্ট্রমন্ত্রী যে তাঁদের বাড়িতেই দুপুরের খাবার খাবেন ।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বাড়িতে খাবেন, এখনও বিশ্বাস করতে পারছে না মুখোপাধ্যায় পরিবার । তবে, স্বাভাবিকভাবেই খুশির হওয়া গোটা পরিবারে । দু'দিনের সফরে 31 জানুয়ারি বেলুড়মঠে আসবেন অমিত শাহ । সেখানে পুজো দিয়ে যাবেন মঠের পাশেই লালা বাবু সায়র রোডের অমর মুখোপাধ্যায়ের বাড়িতে । মধ্যাহ্নভোজ সারবেন সনাতন ব্রাহ্মণ পরিবারে ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বেলুড়ের একটি জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক অমর মুখোপাধ্যায় ৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নিরামিষ রান্না করবেন অমরবাবুর স্ত্রী শেফালি মুখোপাধ্যায় ৷ শেফালিদেবীকে সহযোগিতা করবেন দুই পুত্রবধূ । আপাতত মধ্যবিত্ত গৃহস্থের বাড়িতে বিশিষ্ট অতিথি আপ্যায়নে চলছে প্রস্তুতি । সাধ্যমতো সাজিয়ে তোলা হয়েছে বাড়ি ৷ কী রান্না হচ্ছে অতিথির জন্য ?

আরও পড়ুন: ভাত-ডাল-পোস্ত-বড়ায় 'শাহি' আহার

স্বরাষ্ট্রমন্ত্রীর দুপুরের পাতে থাকবে ভাত, পাঁচ রকমের ভাজা, নিরামিষ ডাল, তিন রকমের সবজির তরকারি । এখনও রাজ্যে শীতের আমেজ ৷ অতএব, ফুলকপি রাঁধা হবে ৷

আরও পড়ুন: বালিজুড়িতে কৃষক-বাড়িতে মধ্যাহ্নভোজন অমিতের

অমর মুখোপাধ্যায়ের পুত্রবধূ সোমা মুখোপাধ্যায় বলেন, "কখনও ভাবিনি যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাড়িতে আসবেন । ভীষণ ভালো লাগছে । আমরা মধ্যবিত্ত মানুষ । সাধ্যমতো খাওয়াব ৷"

গৃহকর্তা অমর মুখোপাধ্যায় বলেন, "আমার বাড়িতে অমিত শাহ আসছেন ৷ ভীষণ আনন্দিত ৷ গোটা পাড়ার গর্ব ৷ "

মুখোপাধ্যায় পরিবার যেমন ব্যস্ত অতিথির আপ্যায়নের প্রস্তুতিতে, তেমনই পুলিশ আধিকারিকরা নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলছে বেলুড় মঠের পাশের লালা বাবু সায়র রোড ৷ রবিবার মুখোপাধ্যায় বাড়ি থেকেই হাওড়ার সদরের ডুমুরজলা স্টেডিয়ামের সভার উদ্দেশে রওনা দেবেন শাহ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.