ETV Bharat / state

ডাউন পুরী-হাওড়া শতাব্দীতে পচা খাবার সরবরাহ, ক্ষোভ যাত্রীদের

author img

By

Published : Jan 27, 2020, 9:03 PM IST

ডাউন পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে পচা খাবার সরবরাহের অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে । আজ দুপুরে ট্রেন হাওড়া স্টেশন ঢুকতেই ক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা । শতাব্দীর মতো ট্রেনে খাবারের মান কেন এত খারাপ হবে ? প্রশ্ন তুলছেন যাত্রীরা ।

poor food supply in satabdi express
পুরী-হাওড়া শতাব্দীতে পচা খাবার

হাওড়া, ২৭ জানুয়ারি : ট্রেনের খাবারের মান নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যায় । কখনও যাত্রীদের পচা, বাসি খাবার সরবরাহ করা হয়, কখনও বা খাবারে পাওয়া যায় টিকটিকি, আরশোলা । এবার খাবারের মান নিয়ে অভিযোগ উঠল ডাউন পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে । আজ দুপুরে হাওড়া স্টেশনে ট্রেন ঢোকার পর যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা ।

যাত্রীদের একাংশ জানায়, পুরী থেকে ট্রেন ছাড়ার পর খড়গপুরের কাছে রেলের তরফে দুপুরের খাবার দেওয়া হয় । মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন ও তরকারি । কিন্তু সেই খাবার মুখে তুলতে পারেনি তারা । কয়েকজন জানান, খাবারের ঢাকনা খুলতেই পচা গন্ধ বেরোতে থাকে । বাসি ছিল চিলি চিকেনের মাংসও । বিষয়টি তাঁরা কর্তব্যরত IRCTC-র কর্মীদের নজরে আনেন। তাঁরা আরও জানান, খারাপ মানের খাবার দেওয়ার কথা স্বীকার করলেও বিকল্প খাবারের ব্যবস্থা করা হয়নি ৷ ফলে হাওড়া স্টেশন পৌঁছানো পর্যন্ত অভুক্ত থাকতে হয় তাঁদের ৷

পুরী-হাওড়া শতাব্দীতে পচা খাবার সরবরাহের অভিযোগ

শতাব্দীর মতো ট্রেনে যেখানে টিকিটের মূল্য অন্য ট্রেনের তুলনায় বেশি সেখানে যাত্রীদের খাবারের মান নিয়ে রেল এত উদাসীন কেন? প্রশ্ন তুলছেন যাত্রীরা । অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, "রেলে খাবার দেওয়ার দায়িত্ব থাকে IRCT-র হাতে । তাদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।"

হাওড়া, ২৭ জানুয়ারি : ট্রেনের খাবারের মান নিয়ে প্রায়ই অভিযোগ শোনা যায় । কখনও যাত্রীদের পচা, বাসি খাবার সরবরাহ করা হয়, কখনও বা খাবারে পাওয়া যায় টিকটিকি, আরশোলা । এবার খাবারের মান নিয়ে অভিযোগ উঠল ডাউন পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে । আজ দুপুরে হাওড়া স্টেশনে ট্রেন ঢোকার পর যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা ।

যাত্রীদের একাংশ জানায়, পুরী থেকে ট্রেন ছাড়ার পর খড়গপুরের কাছে রেলের তরফে দুপুরের খাবার দেওয়া হয় । মেনুতে ছিল ফ্রায়েড রাইস, চিলি চিকেন ও তরকারি । কিন্তু সেই খাবার মুখে তুলতে পারেনি তারা । কয়েকজন জানান, খাবারের ঢাকনা খুলতেই পচা গন্ধ বেরোতে থাকে । বাসি ছিল চিলি চিকেনের মাংসও । বিষয়টি তাঁরা কর্তব্যরত IRCTC-র কর্মীদের নজরে আনেন। তাঁরা আরও জানান, খারাপ মানের খাবার দেওয়ার কথা স্বীকার করলেও বিকল্প খাবারের ব্যবস্থা করা হয়নি ৷ ফলে হাওড়া স্টেশন পৌঁছানো পর্যন্ত অভুক্ত থাকতে হয় তাঁদের ৷

পুরী-হাওড়া শতাব্দীতে পচা খাবার সরবরাহের অভিযোগ

শতাব্দীর মতো ট্রেনে যেখানে টিকিটের মূল্য অন্য ট্রেনের তুলনায় বেশি সেখানে যাত্রীদের খাবারের মান নিয়ে রেল এত উদাসীন কেন? প্রশ্ন তুলছেন যাত্রীরা । অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, "রেলে খাবার দেওয়ার দায়িত্ব থাকে IRCT-র হাতে । তাদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।"

Intro:ডাউন পুরি হাওড়া শতাব্দী এক্সপ্রেসে পচা খাবার দেওয়ার অভিযোগ যাত্রীদের। এ নিয়ে আজ হাওড়া স্টেশনে ট্রেন ঢোকার পর ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, পুরি থেকে ট্রেন ছাড়ার পর খড়্গপুরে এসে তাদেরকে রেলের তরফে দুপুরের খাবার দেওয়া হয়। তাতে ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এবং তরকারি। কিন্তু সে গুলি খেতে গিয়ে তারা দেখেন খাবারগুলো থেকে পচা গন্ধ ছাড়ছে। চিলি চিকেন এর মাংস গুলিও বাসি ছিল। এরপর তারা বিষয়টি জানান কর্তব্যরত আইআরসিটিসি কর্মীদের। তারা খারাপ খাবারের অভিযোগ স্বীকার করে নিলেও পরিবর্ত কোন খাবারের ব্যবস্থা করেনি। ফলে কার্যত হাওড়া স্টেশন পর্যন্ত অভুক্ত থাকতে হয় শতাব্দী যাত্রীদের। তাদের আরও অভিযোগ, শতাব্দীর মত একটি ট্রেনে যেখানে টিকিটের মূল্য অন্যান্য ট্রেন গুলির তুলনায় এত বেশি সেখানে যাত্রীদের দেওয়া খাবারের ক্ষেত্রে রেল উদাসীন কেন। অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, রেলে খাবার দেবার দায়িত্ব থাকে আইআরসিটিসির হাতে। তাদের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।Body:BConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.