ETV Bharat / state

ডোমজুড়ে BJP-র মণ্ডল সভাপতিকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ - attack on BJP worker at Domjur

রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দুই দুষ্কৃতী BJP কর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ।

Howrah
ডোমজুরে BJP কর্মীর উপর হামলার অভিযোগ
author img

By

Published : Nov 28, 2020, 10:20 AM IST

Updated : Nov 28, 2020, 4:20 PM IST

ডোমজুড় , 28 নভেম্বর : বুথ এলাকায় ভোটার তালিকা নিয়ে কাজ করার সময় BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বাঁশ, রড, লাঠি নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ । হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ার ঘটনা । ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন BJP কর্মী । তাঁদের ঘটনাস্থান থেকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে ।

BJP সূত্রে খবর , জখমদের মধ্যে রয়েছেন ডোমজুড় 4 নম্বর মণ্ডলের সভাপতি শেখ নিজামউদ্দিনও । BJP জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহা বলেন, "আমাদের দলের কর্মীরা ভোটার লিস্ট নিয়ে কাজকর্ম করছিলেন । তখন রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দুই দুষ্কৃতী আমাদের কর্মীর উপর হামলা চালায় । বাঁশ নিয়ে তেড়ে আসে । আমাদের বুথ সভাপতিকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয় । এটা পুরোপুরিভাবে হত্যা করার চক্রান্ত ছিল । এর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব । প্রয়োজনে আন্দোলনেও নামব। "

শুনে নিন BJP কর্মীর বক্তব্য

ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ডোমজুড় , 28 নভেম্বর : বুথ এলাকায় ভোটার তালিকা নিয়ে কাজ করার সময় BJP কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । বাঁশ, রড, লাঠি নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ । হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ার ঘটনা । ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন BJP কর্মী । তাঁদের ঘটনাস্থান থেকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে ।

BJP সূত্রে খবর , জখমদের মধ্যে রয়েছেন ডোমজুড় 4 নম্বর মণ্ডলের সভাপতি শেখ নিজামউদ্দিনও । BJP জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহা বলেন, "আমাদের দলের কর্মীরা ভোটার লিস্ট নিয়ে কাজকর্ম করছিলেন । তখন রাজীব বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দুই দুষ্কৃতী আমাদের কর্মীর উপর হামলা চালায় । বাঁশ নিয়ে তেড়ে আসে । আমাদের বুথ সভাপতিকে ছাদ থেকে ঠেলে ফেলে দেওয়া হয় । এটা পুরোপুরিভাবে হত্যা করার চক্রান্ত ছিল । এর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব । প্রয়োজনে আন্দোলনেও নামব। "

শুনে নিন BJP কর্মীর বক্তব্য

ঘটনায় তৃণমূলের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Last Updated : Nov 28, 2020, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.