কলকাতা, 22 ডিসেম্বর: ভোরের আলো ফুটতে না ফুটতেই পুলিশ এবং ডিএ আন্দোলনকারীদের মধ্যে ধুন্ধুমার কাণ্ড ৷ গতকালই আন্দোলনকারীদের নবান্নের বাসস্ট্যান্ডে অবস্থানে বসার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট ৷ সেই অনুমতিকে হাতিয়ার করে রাতেই আন্দোলনকারীরা এক দফা ধরনায় বসার চেষ্টা করেন ৷ সে সময় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় তাঁদের ৷ রাতে পিছু হটলেও আন্দোলনকারীরা জানিয়ে দেন তাঁরা সকালেই আসবেন ৷ সেই অনুযায়ী আন্দোলনকারীরা শুক্রবার ভোরে অবস্থানে বসার জন্য নবান্নের কাছে পৌঁছে যান ৷
পুলিশের তরফ থেকে প্রথম দিকে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেওয়া হয় ৷ তাঁরা এই অবস্থায় পুলিশি বাধার মুখে পড়েন এবং নবান্নের সামনের রাস্তায় বসে পড়েন ৷ আন্দোলনকারীদের অভিযোগ, হাইকোর্ট তাঁদের আন্দোলনের জন্য নবান্নের বাসস্ট্যান্ডে অবস্থানের অনুমতি দিলেও পুলিশ তাঁদের সেখানে ঢুকতে দিচ্ছে না ৷ তাই আন্দোলনকারীদের রাস্তাতেই বসে পড়েন ৷ স্বাভাবিকভাবে রাস্তা আটকে যায় ৷ পুলিশের তরফ থেকে আন্দোলনকারীদের রাস্তা থেকে উঠে যাওয়ার অনুরোধ করা হলে শুরু হয় বাদানুবাদ ৷
আন্দোলনকারীদের তরফ থেকে দাবি করা হয়, হাইকোর্টের নির্ধারিত জায়গা যতক্ষণ পর্যন্ত না তাঁদের দেওয়া হবে, তাঁরা রাস্তা থেকে উঠবেন না ৷ এই সময় নবান্ন চত্বরে বাড়তে থাকে পুলিশি নিরাপত্তা ৷ যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "আমরা আদালতের নির্দেশ মেনে অবস্থানে বসতে এসেছি ৷ আদালতের নির্দেশ দিয়েছে 2 হাজার স্কোয়ার ফুট জায়গায় আমরা অবস্থান করতে পারব ৷ আমাদের সেই জায়গা না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না ৷" এই অবস্থায় প্রায় 45 মিনিট ধরে উভয়পক্ষের মধ্যেই বাদানুবাদ চলতে থাকে ৷ পরে ব্যারিকেড সরিয়ে দেয় পুলিশ ৷ নবান্ন সভাঘরের লাগোয়া পুলিশের জন্য নির্ধারিত জায়গাতেই তাঁদের অবস্থানে বসার ব্যবস্থা করে দেওয়া হয় ৷ আপাতত আন্দোলনকারীরা রাস্তা থেকে উঠে সেখানেই বসেছেন ৷
আরও পড়ুন: