ETV Bharat / state

থালা-বাটি হাতে রাস্তায় নেমে প্রতীকী ভিক্ষা হুগলি জলপথ পরিবহনের কর্মীদের - Howrah ferry service

অভিযোগ, পুজোর বোনাস-সহ আরও দুই মাসের বেতন পাননি কর্মীরা । এই অবস্থায় তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের প্রাপ্য সেই টাকা মিটিয়ে দিতে হবে ।

হাওড়া স্টেশনের খবর
রাস্তায় নেমে থালা-বাটি হাতে প্রতীকী প্রতিবাদ
author img

By

Published : Nov 6, 2020, 5:22 PM IST

হাওড়া, 6 নভেম্বর : বেতনের দাবিতে এবার থালা-বাটি হাতে রাস্তায় নেমে প্রতীকী ভিক্ষা চাইতে দেখা গেল হুগলি নদী জলপথ পরিবহনের কর্মীদের । আজ দুপুর দেড়টা নাগাদ হাওড়া জেটি ঘাট সংলগ্ন জলপথ পরিবহন ভবনের সামনে এই প্রতীকী বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ । তাঁদের দাবি, দীর্ঘদিন বেতনহীন অবস্থায় কাজ করেছেন তাঁরা । জলপথে কর্মরত প্রায় 700 কর্মীরই সংসার চালানো দায় হয়ে পড়েছে । একাধিকবার আরজির পর রাজ্য সরকারের তরফে দু'কোটি টাকা তাঁদের সাহায্য করা হয় ।

কিন্তু অভিযোগ, এরপর তাঁরা এক মাসের বেতন পেলেও পুজোর বোনাস-সহ আরও দুই মাসের বেতন পাননি । এই অবস্থায় তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের প্রাপ্য সেই টাকা মিটিয়ে দিতে হবে । পাশাপাশি তাঁরা আরও জানিয়েছেন, রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়ের কাছে তাঁরা দরবার করেছেন এর আগে । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনও ফল তাঁরা পাননি । এর পাশাপাশি জলপথ পরিবহনের অ্যাডমিনিস্ট্রেটর আমানুল ইলাল তাঁদের সঙ্গে দেখা করছেন না বলেও অভিযোগ করছেন কর্মীরা । সব মিলিয়ে তাঁদের বেতন প্রক্রিয়া এখন কার্যত বিশবাঁও জলে ।

রাস্তায় নেমে থালা-বাটি হাতে প্রতীকী প্রতিবাদ

এ প্রসঙ্গে রাজ্যের সময়বায় মন্ত্রী অরূপ রায় জানান, "রাজ্য সরকার আর্থিক সাহায্য ইতিমধ্যেই করেছে । জলপথ পরিবহনের অ্যাডমিনিস্ট্রেটরকে দায়িত্ব দেওয়া আছে । তিনি সমস্ত কিছু দেখে বেতন শীঘ্রই মিটিয়ে দেবেন । ইতিমধ্যেই বেশ কিছুটা বেতন দেওয়া হয়ে গেছে । বকেয়া বেতনও খুব শীঘ্রই পেয়ে যাবেন জলপথ পরিবহনের কর্মীরা । তবে সরকার বোনাস দিতে পারবে না ।"

এদিকে ক্যামেরার সামনে এই নিয়ে কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি । তবে সূত্রের খবর, লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ফেরি চলাচল । এরপর এখনও পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে উপযুক্ত পরিমাণ যাত্রী হচ্ছে না । এর জেরে প্রতিদিন বেশ কয়েক লাখ টাকা করে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে হুগলি নদী জলপথ পরিবহনকে । তাই বেতন জটিলতা । তবে ইতিমধ্যেই রেল রাজ্য যৌথ বৈঠকে আগামী বুধবার থেকে ফের লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাই ফের আশায় বুক বাঁধছেন কর্মীরা ।

হাওড়া, 6 নভেম্বর : বেতনের দাবিতে এবার থালা-বাটি হাতে রাস্তায় নেমে প্রতীকী ভিক্ষা চাইতে দেখা গেল হুগলি নদী জলপথ পরিবহনের কর্মীদের । আজ দুপুর দেড়টা নাগাদ হাওড়া জেটি ঘাট সংলগ্ন জলপথ পরিবহন ভবনের সামনে এই প্রতীকী বিক্ষোভ দেখান কর্মীদের একাংশ । তাঁদের দাবি, দীর্ঘদিন বেতনহীন অবস্থায় কাজ করেছেন তাঁরা । জলপথে কর্মরত প্রায় 700 কর্মীরই সংসার চালানো দায় হয়ে পড়েছে । একাধিকবার আরজির পর রাজ্য সরকারের তরফে দু'কোটি টাকা তাঁদের সাহায্য করা হয় ।

কিন্তু অভিযোগ, এরপর তাঁরা এক মাসের বেতন পেলেও পুজোর বোনাস-সহ আরও দুই মাসের বেতন পাননি । এই অবস্থায় তাঁদের দাবি, অবিলম্বে তাঁদের প্রাপ্য সেই টাকা মিটিয়ে দিতে হবে । পাশাপাশি তাঁরা আরও জানিয়েছেন, রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায়ের কাছে তাঁরা দরবার করেছেন এর আগে । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনও ফল তাঁরা পাননি । এর পাশাপাশি জলপথ পরিবহনের অ্যাডমিনিস্ট্রেটর আমানুল ইলাল তাঁদের সঙ্গে দেখা করছেন না বলেও অভিযোগ করছেন কর্মীরা । সব মিলিয়ে তাঁদের বেতন প্রক্রিয়া এখন কার্যত বিশবাঁও জলে ।

রাস্তায় নেমে থালা-বাটি হাতে প্রতীকী প্রতিবাদ

এ প্রসঙ্গে রাজ্যের সময়বায় মন্ত্রী অরূপ রায় জানান, "রাজ্য সরকার আর্থিক সাহায্য ইতিমধ্যেই করেছে । জলপথ পরিবহনের অ্যাডমিনিস্ট্রেটরকে দায়িত্ব দেওয়া আছে । তিনি সমস্ত কিছু দেখে বেতন শীঘ্রই মিটিয়ে দেবেন । ইতিমধ্যেই বেশ কিছুটা বেতন দেওয়া হয়ে গেছে । বকেয়া বেতনও খুব শীঘ্রই পেয়ে যাবেন জলপথ পরিবহনের কর্মীরা । তবে সরকার বোনাস দিতে পারবে না ।"

এদিকে ক্যামেরার সামনে এই নিয়ে কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি । তবে সূত্রের খবর, লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ফেরি চলাচল । এরপর এখনও পর্যন্ত লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে উপযুক্ত পরিমাণ যাত্রী হচ্ছে না । এর জেরে প্রতিদিন বেশ কয়েক লাখ টাকা করে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে হুগলি নদী জলপথ পরিবহনকে । তাই বেতন জটিলতা । তবে ইতিমধ্যেই রেল রাজ্য যৌথ বৈঠকে আগামী বুধবার থেকে ফের লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাই ফের আশায় বুক বাঁধছেন কর্মীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.