ETV Bharat / state

পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর ছাড়া মিলবে না টিকা, হুলুস্থূল পাঁচলায়

করোনার টিকাকরণ নিয়ে রাজনীতির অভিযোগ ৷ বেছে বেছে তৃণমূলের কর্মী ও সমর্থকদেরও টিকা দেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের ৷ এমনকী, পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর ছাড়া করোনার টিকা মিলবে না বলে নোটিসও টাঙানো হয় বলে জানান তাঁরা ৷ প্রতিবাদে বিক্ষোভে সামিল হন এলাকার সাধারণ মানুষ ৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ হাওড়ার পাঁচলার ঘটনা ৷

agitation at Covid vaccination center in howrah
টিকাকরণ নিয়ে রাজনীতির অভিযোগ, হুলুস্থূল হাওড়ার পাঁচলায়
author img

By

Published : May 31, 2021, 6:59 PM IST

হাওড়া, 31 মে : পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর ছাড়া মিলবে না করোনার টিকা ৷ এই নোটিস দেখেই প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার পাঁচলার পানিয়াড়া স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ৷

স্থানীয় সূত্রে খবর, এই স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকা দেওয়ার খবর পেয়েই আগের রাত থেকে টিকা নেওয়ার লাইনে দাঁড়ান এলাকার বাসিন্দারা ৷ কিন্তু, সেখানে গিয়ে তাঁরা দেখেন, একটি নোটিস ঝোলানো রয়েছে ৷ তাতে জানানো হয়েছে, স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর ছাড়া কাউকেই টিকা দেওয়া হবে না ৷ পাশাপাশি, করোনার টিকা দিতে আসা স্বাস্থ্যকর্মীরাও এক‌ই কথা জানান স্থানীয়দের ৷

আরও পড়ুন : করোনার টিকাকরণে রাজ্যে প্রথমস্থানে কালিম্পং

এরপরই স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন টিকা নিতে আসা মানুষজন ৷ তাঁদের দাবি, এই নির্দেশিকা অনৈতিক ৷ এমনকী, এই স্বাস্থ্যকেন্দ্র থেকে বেছে বেছে তৃণমূলের কর্মী ও সমর্থকদেরও টিকা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা ৷ এরপর পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান টিকা নিতে আসা মানুষজন ৷ পরে প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ শুরু হয় টিকাকরণের কাজ ৷

এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মিখাইল সাধুখাঁ জানান, রবিবার রাত ন’টা থেকেই টিকার লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ রবিবার টিকা পাবেন বলে আশা ছিল ৷ কিন্তু টিকা দিতে আসা স্বাস্থ্যকর্মীরা জানান, যাঁদের কাছে পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর করা শংসাপত্র আছে, একমাত্র তাঁদেরই করোনার টিকা দেওয়া হবে ৷ এরপরই বাকিদের সঙ্গে মিখাইলও প্রতিবাদে সামিল হন ৷

করোনার টিকা নিতে আসা আরও এক গ্রামবাসী সুখী রায়ও রাজনৈতিক রং দেখে টিকাকরণের অভিযোগ তোলেন ৷ তিনি বলেন, ‘‘রাতের অন্ধকারে কুপন বিলি করা হয়েছে ৷ যাঁরা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তাঁদের বাড়িতে গিয়ে কুপন বিলি করা হয়েছে ৷ আর সেই কুপন দেখেই টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা ৷ অথচ, বাকিদের টিকা দেওয়া হচ্ছে না ৷’’

আরও পড়ুন : দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়েও মিলল না টিকার কুপন, বিক্ষোভ চোপড়ায়

এদিকে, টিকাকরণকেন্দ্রে বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ ৷ বিক্ষোভ সামলাতে হিমসিম খেতে হয় তাদের ৷ যদিও বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ তাঁদের মারধর করেছে ৷ কিন্তু এ বিষয়ে পুলিশর কোনও বয়ান মেলেনি ৷ পাশাপাশি, স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফে কোনও সাড়া মেলেনি ৷

হাওড়া, 31 মে : পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর ছাড়া মিলবে না করোনার টিকা ৷ এই নোটিস দেখেই প্রতিবাদে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার পাঁচলার পানিয়াড়া স্বাস্থ্যকেন্দ্রের বাইরে ৷

স্থানীয় সূত্রে খবর, এই স্বাস্থ্যকেন্দ্রে করোনার টিকা দেওয়ার খবর পেয়েই আগের রাত থেকে টিকা নেওয়ার লাইনে দাঁড়ান এলাকার বাসিন্দারা ৷ কিন্তু, সেখানে গিয়ে তাঁরা দেখেন, একটি নোটিস ঝোলানো রয়েছে ৷ তাতে জানানো হয়েছে, স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর ছাড়া কাউকেই টিকা দেওয়া হবে না ৷ পাশাপাশি, করোনার টিকা দিতে আসা স্বাস্থ্যকর্মীরাও এক‌ই কথা জানান স্থানীয়দের ৷

আরও পড়ুন : করোনার টিকাকরণে রাজ্যে প্রথমস্থানে কালিম্পং

এরপরই স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন টিকা নিতে আসা মানুষজন ৷ তাঁদের দাবি, এই নির্দেশিকা অনৈতিক ৷ এমনকী, এই স্বাস্থ্যকেন্দ্র থেকে বেছে বেছে তৃণমূলের কর্মী ও সমর্থকদেরও টিকা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা ৷ এরপর পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখান টিকা নিতে আসা মানুষজন ৷ পরে প্রশাসনিক হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ শুরু হয় টিকাকরণের কাজ ৷

এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা মিখাইল সাধুখাঁ জানান, রবিবার রাত ন’টা থেকেই টিকার লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি ৷ রবিবার টিকা পাবেন বলে আশা ছিল ৷ কিন্তু টিকা দিতে আসা স্বাস্থ্যকর্মীরা জানান, যাঁদের কাছে পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর করা শংসাপত্র আছে, একমাত্র তাঁদেরই করোনার টিকা দেওয়া হবে ৷ এরপরই বাকিদের সঙ্গে মিখাইলও প্রতিবাদে সামিল হন ৷

করোনার টিকা নিতে আসা আরও এক গ্রামবাসী সুখী রায়ও রাজনৈতিক রং দেখে টিকাকরণের অভিযোগ তোলেন ৷ তিনি বলেন, ‘‘রাতের অন্ধকারে কুপন বিলি করা হয়েছে ৷ যাঁরা তৃণমূল কংগ্রেসের সমর্থক, তাঁদের বাড়িতে গিয়ে কুপন বিলি করা হয়েছে ৷ আর সেই কুপন দেখেই টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা ৷ অথচ, বাকিদের টিকা দেওয়া হচ্ছে না ৷’’

আরও পড়ুন : দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়েও মিলল না টিকার কুপন, বিক্ষোভ চোপড়ায়

এদিকে, টিকাকরণকেন্দ্রে বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ ৷ বিক্ষোভ সামলাতে হিমসিম খেতে হয় তাদের ৷ যদিও বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ তাঁদের মারধর করেছে ৷ কিন্তু এ বিষয়ে পুলিশর কোনও বয়ান মেলেনি ৷ পাশাপাশি, স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তরফে কোনও সাড়া মেলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.