হাওড়া, 31 জানুয়ারি : হাওড়ার প্রাক্তন মেয়র বিজেপিতে যোগ দেওয়ায় বাড়ির সামনে পোস্টার পড়ল । বাঁকড়া এলাকায় রাজীবের ছবিতে জুটল জুতোর মালা । রথীন চক্রবর্তীর বাড়ির সামনে যে পোস্টার পড়েছে তাতে লেখা রয়েছে, "চিনে রাখুন লোভী, ধান্দাবাজ, বর্বর এই চিকিৎসককে ।"
এদিকে বাঁকড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালার সঙ্গে নিচে লেখা রয়েছে "মীরজ়াফর" ।
আজ ডুমুরজলা ময়দানে বিজেপির মহা যোগদান কর্মসূচি রয়েছে । থাকছেন স্মৃতি ইরানি । উপস্থিত থাকবেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী সহ অনেকে । এরই মাঝে প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর বিরুদ্ধে পোস্টার লাগানো হল । তাঁর বাড়ির সামনে কয়েকটি জায়গায় আজ সকালে পোস্টার চোখে পড়ে । হাওড়া নাগরিক সমাজের নামে এই ব্যানারে লেখা হয়, "লোভী, ধান্দাবাজ চিকিৎসককে চিনে রাখুন । যিনি বামফ্রন্ট আমলে সুবিধা নিয়েছেন, তৃণমূল আমলে মেয়র থাকার সময় ঠিকাদারদের থেকে টাকা লুট করেছেন আর এখন গেরুয়া শিবিরের পথে পা বাড়িয়েছেন ।"
আরও পড়ুন : অমিতের বাসভবনে বিজেপিতে যোগ রাজীব-প্রবীরদের
গতকাল রাত প্রায় সাড়ে 9 টা নাগাদ রাজীব-রথীনদের সঙ্গে ছবি টুইটারে পোস্ট করেন অমিত শাহ । নিশ্চিত হয় রাজীব, রথীনদের 'বেসুরো' পরবর্তী রাজনৈতিক পথ । এর কয়েক ঘণ্টা পর রাজীবের ফেসবুক হ্যান্ডেলের কভার ফটো বদলে যায় । যে মুখ্যমন্ত্রীর ছবি সঙ্গে নিয়ে তিনি বিধানসভা ছেড়েছিলেন, সেই মুখ্যমন্ত্রীর ছবিই এতদিন ছিল রাজীবের ফেসবুক কভারে । গতকাল তা বদলে নিজের ছবি দেন তিনি । সঙ্গে লেখা রয়েছে, "মানুষের সাথে, মানুষের পাশে ।" আর ঠিক সেই সময় হাওড়ার বাঁকড়ায় তাঁর ছবিতে জুটল জুতোর মালা । সঙ্গে মীরজ়াফর তকমা ।