ETV Bharat / state

হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হচ্ছে সেফ হোম

হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হতে চলেছে সেফ হোম । দিনক্ষণ ঠিক না হলেও খুব শীঘ্রই চালু হবে এই সেফ হোম ।

হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হচ্ছে সেফ হোম
হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হচ্ছে সেফ হোম
author img

By

Published : May 8, 2021, 8:46 AM IST

Updated : May 8, 2021, 9:09 AM IST

হাওড়া , 8 মে : যাবতীয় সরকারি স্বাস্থ্যবিধি মেনেই এবার হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হতে চলেছে সেফ হোম । দিনক্ষণ ঠিক না হলেও খুব শীঘ্রই চালু হবে এই সেফ হোম ।

রাজ্যে লাগামছাড়া করোনা সংক্রমণ ৷ তার উপর বেডের অভাব ৷ সেই অভাবেই রাশ টানতে এবার আগের বছরের ন্যায় , এ বছরও হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হতে চলেছে সেফ হোম ।

উল্লেখ্য , আগের বছর 150 টি বেডের কোয়ারান্টাইন সেন্টারে পরিণত করা হয়েছিল ডুমুরজলা স্টেডিয়ামকে ৷

আরও পড়ুন : বিধানসভার অধ্যক্ষ নির্বাচন বয়কটের পথে বিজেপি

এবছর করোনার গতিবিধি দেখে আগে ভাগেই সচেতন হয়ে গেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস ৷ তিনি জানান , ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামকে সেফ হোম করার জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছেন তিনি । তবে কবে থেকে এটি চালু হবে তা জানানো না হলেও খুব শীঘ্রই চালু হওয়ার কথা ভাবছে প্রশাসন ।

হাওড়া , 8 মে : যাবতীয় সরকারি স্বাস্থ্যবিধি মেনেই এবার হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হতে চলেছে সেফ হোম । দিনক্ষণ ঠিক না হলেও খুব শীঘ্রই চালু হবে এই সেফ হোম ।

রাজ্যে লাগামছাড়া করোনা সংক্রমণ ৷ তার উপর বেডের অভাব ৷ সেই অভাবেই রাশ টানতে এবার আগের বছরের ন্যায় , এ বছরও হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হতে চলেছে সেফ হোম ।

উল্লেখ্য , আগের বছর 150 টি বেডের কোয়ারান্টাইন সেন্টারে পরিণত করা হয়েছিল ডুমুরজলা স্টেডিয়ামকে ৷

আরও পড়ুন : বিধানসভার অধ্যক্ষ নির্বাচন বয়কটের পথে বিজেপি

এবছর করোনার গতিবিধি দেখে আগে ভাগেই সচেতন হয়ে গেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস ৷ তিনি জানান , ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামকে সেফ হোম করার জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছেন তিনি । তবে কবে থেকে এটি চালু হবে তা জানানো না হলেও খুব শীঘ্রই চালু হওয়ার কথা ভাবছে প্রশাসন ।

Last Updated : May 8, 2021, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.