ETV Bharat / state

Road Accident in Howrah: হাওড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশ কর্মী-সহ 3 জনের - A policeman dies in road accident in Howrah

পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পুলিশ কর্মী-সহ তিন জনের (Road Accident in Howrah) ৷ ঘটনাটি ঘটেছে হাওড়া রাণীহাটিতে ৷ পুলিশ রাস্তার মাঝখানে একটি কন্টেনারকে দাড় করিয়ে টাকা তুলছিল বলে অভিযোগ ৷ যার ফলে দুর্ঘটনাটি ঘটে ৷

Road Accident in Howrah
A policeman dies in road accident in Howrah
author img

By

Published : Sep 22, 2022, 9:43 AM IST

Updated : Sep 22, 2022, 11:47 AM IST

হাওড়া, 22 সেপ্টেম্বর: বুধবার রাতে হাওড়া রাণীহাটির কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে (Road Accident) । এই ঘটনায় তিনজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে । এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি । আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনায় একজন পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে (A policeman dies in road accident in Howrah) । এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এসেছে পুলিশের টাকা তোলার বিষয়টি ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর 4টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে । সেই সময় পুলিশ রাস্তার মাঝখানে একটি কন্টেনারকে দাঁড় করিয়ে টাকা তুলছিল ৷ পিছন দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি লরি ৷ সেই লরিটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই কন্টেনারের পিছনে ধাক্কা মারে ৷ সেসময় কন্টেনারের সামনে দাড়িয়ে ছিলেন এক পুলিশ কর্মী ৷ এরপরেই ঘটনাস্থলে মারা যায় লরির চালক, পুলিশ কর্মী-সহ তিনজন ৷ কন্টেনারের চালক পলাতক ৷ মৃত তিনজন হলেন লরির চালক আকতার আনসারি ৷ সিভিক ভলান্টিয়ার অরিন্দম বিশ্বাস ও পুলিশ আধিকারিক উজ্জ্বল জানা ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 5টি গাড়িকে ধাক্কা মারল পণ্যবাহী কন্টেনার, আহত একাধিক

রাণীহাটির এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তিও গুরুতর আহত হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর । তাঁদের মধ্যে একজনকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ বাকিদেরকে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে । আজকে পরিবহণ মন্ত্রী দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে হাওড়া হাসপাতালে আসবেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে (Howrah Road Accident) ।

হাওড়া, 22 সেপ্টেম্বর: বুধবার রাতে হাওড়া রাণীহাটির কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে (Road Accident) । এই ঘটনায় তিনজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে । এই দুর্ঘটনায় আহত হয়েছেন একাধিক ব্যক্তি । আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনায় একজন পুলিশ কর্মীরও মৃত্যু হয়েছে (A policeman dies in road accident in Howrah) । এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ফের সামনে এসেছে পুলিশের টাকা তোলার বিষয়টি ৷

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ভোর 4টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে । সেই সময় পুলিশ রাস্তার মাঝখানে একটি কন্টেনারকে দাঁড় করিয়ে টাকা তুলছিল ৷ পিছন দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছিল একটি লরি ৷ সেই লরিটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই কন্টেনারের পিছনে ধাক্কা মারে ৷ সেসময় কন্টেনারের সামনে দাড়িয়ে ছিলেন এক পুলিশ কর্মী ৷ এরপরেই ঘটনাস্থলে মারা যায় লরির চালক, পুলিশ কর্মী-সহ তিনজন ৷ কন্টেনারের চালক পলাতক ৷ মৃত তিনজন হলেন লরির চালক আকতার আনসারি ৷ সিভিক ভলান্টিয়ার অরিন্দম বিশ্বাস ও পুলিশ আধিকারিক উজ্জ্বল জানা ৷

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে পরপর 5টি গাড়িকে ধাক্কা মারল পণ্যবাহী কন্টেনার, আহত একাধিক

রাণীহাটির এই দুর্ঘটনায় একাধিক ব্যক্তিও গুরুতর আহত হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর । তাঁদের মধ্যে একজনকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ বাকিদেরকে হাওড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে । আজকে পরিবহণ মন্ত্রী দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে হাওড়া হাসপাতালে আসবেন বলে সূত্র মারফৎ জানা গিয়েছে (Howrah Road Accident) ।

Last Updated : Sep 22, 2022, 11:47 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.