হাওড়া, 10 ফেব্রুয়ারি : মানসিক অবসাদে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। আজ দুপুরে বারোটা পঞ্চাশ মিনিট নাগাদ কুটিঘাট থেকে লঞ্চে ওঠেন ওই ব্যক্তি ৷ তারপরেই হুগলি নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
আরও পড়ুন : লকডাউনে বেতনহীন হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মীরা
বেলুড়মঠ আসার পথে 12নম্বর লঞ্চ থেকে ঝাঁপ দেন বিশ্বজিৎ দাস নামের ওই ব্যক্তি ৷ পুলিশ সূত্রের খবর, ওই লঞ্চে অন্যান্য যাত্রীদের মধ্যে ছিলেন তিনি। তাঁর বাড়ি কলকাতার হরিদেবপুরে কালিপুর কাচা রোডে। তিনি গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন বলেই জানা যাচ্ছে। তাঁর চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর, তিনি ওই সংস্থায় আবারও চাকরির জন্য চেষ্টা করেন ৷ কিন্তু সেখানে কাজ না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর।
তাঁকে লঞ্চ থেকে ঝাঁপ মারতে দেখে পাশে থাকা 15 নম্বর লঞ্চ থেকে দু’জন ঝাঁপ দেয় তাঁকে বাঁচানোর জন্য। কিছুক্ষণের মধ্যে তাকে জল থেকে উদ্ধার করে আনেন তাঁরা। ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর বাড়িতে খবর পাঠানো হলে বাড়ির লোকজন বালি থানায় ছুটে আসেন। বালি থানার পক্ষ থেকে বিশ্বজিৎ দাসকে বাঁচানোর জন্য, শেখর ও নিমাই নামে ওই দুই ব্যক্তিকে পুরস্কৃত করা হয় ৷