ETV Bharat / state

Road Accident in Howrah : হাওড়ার জোড়া পথ দুর্ঘটনায় মৃত্যু দম্পতি-সহ তিনজনের - Road Accident in Howrah

হাওড়ায় জোড়া দুর্ঘটনায় প্রাণ গেল এক দম্পতি-সহ এক যুবকের। হাওড়ার সার্ভিস রোডের পার্কিং-এর জেরেই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা ৷ তাঁরা আরও জানিয়েছেন এই দুর্ঘটনার সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে (Road Accident in Howrah) ৷

Road Accident in Howrah
পথ দুর্ঘটনায় মৃত্যু এক দম্পতি-সহ তিনজনের
author img

By

Published : May 8, 2022, 8:25 PM IST

হাওড়া, 8 মে : রবিবার হাওড়ার 6 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পাশাপাশি ওই একই জাতীয় সড়কে আরও এক পথ দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে এক দম্পতির (Road Accident in Howrah) ৷ আর এই মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার পাকুরিয়া এলাকায়। সার্ভিস রোডের পার্কিংকে ঘিরে এদিন ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা ।

এদিন সাইকেল চালিয়ে আসার সময় জাতীয় সড়কের পাকুড়িয়া এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় বাপি মণ্ডলের । এরপর উত্তেজিত এলাকার মানুষ রাস্তার ধারে থাকা বেআইনি মদের ঠেক ভাঙচুর করে । তাঁদের অভিযোগ এইসব মদের ঠেক থেকে নেশা করে বেরোনোর সময় গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটে প্রায়শই । পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি । এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুর থানার পুলিশ । মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘাতক লরিটি আটক করা হলেও লরির চালক এখন পলাতক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

অন্যদিকে বোনের বাড়ি যাওয়ার পথে আরও এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির । বাইকে করে যাওয়ার সময় ওই 6 নম্বর জাতীয় সড়কের রিফিল পেট্রল পাম্প সংলগ্ন রাস্তায় তাঁদের পিষে দেয় একটি ডাম্পার । মৃত দম্পতির নাম চন্দন রায় এবং সন্তর্শি রায় । তাঁরা বালির নিশ্চিন্দা থানা এলাকার বসুকাটির বাসিন্দা । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।

আরও পড়ুন : জরিমানা করায় ট্রাফিক সার্জেন্টকে খুনের হুমকি ! বেহালায় গ্রেফতার অভিযুক্ত

স্থানীয় বাসিন্দা মন্টু সাঁতরা অভিযোগ করেন, "আজকে লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। এখানে এই ধরনের দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে ওই যুবক যখন সাইকেল চালিয়ে যাচ্ছিল তখন একটি লরি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।" তিনি আরও অভিযোগ করে বলেন, "রাস্তার ধারে গাড়ি পার্কিংয়ের জন্য রাস্তা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। পাশাপাশি রাস্তার ধারে রয়েছে মদ, গাঁজার ঠেক ৷ এখানে আর তা রাখা হবে না ।"

পুলিশ সূত্রে খবর, মোটরবাইকে ওই দম্পতি মন্দিরতলার উদ্দেশে যাচ্ছিলেন। রিফিল পাম্পের কাছে তাঁদের পিছন থেকে পিষে দেয় ডাম্পার। প্রথমে মৃত্যু হয় চন্দন বাবুর । পরে হাসপাতালে মৃত্যু হয় স্ত্রী সন্তর্শির। এই ঘটনার পরই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন।

হাওড়া, 8 মে : রবিবার হাওড়ার 6 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। পাশাপাশি ওই একই জাতীয় সড়কে আরও এক পথ দুর্ঘটনাতে মৃত্যু হয়েছে এক দম্পতির (Road Accident in Howrah) ৷ আর এই মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল হাওড়ার পাকুরিয়া এলাকায়। সার্ভিস রোডের পার্কিংকে ঘিরে এদিন ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার বাসিন্দারা ।

এদিন সাইকেল চালিয়ে আসার সময় জাতীয় সড়কের পাকুড়িয়া এলাকায় লরির ধাক্কায় মৃত্যু হয় বাপি মণ্ডলের । এরপর উত্তেজিত এলাকার মানুষ রাস্তার ধারে থাকা বেআইনি মদের ঠেক ভাঙচুর করে । তাঁদের অভিযোগ এইসব মদের ঠেক থেকে নেশা করে বেরোনোর সময় গাড়ির ধাক্কায় দুর্ঘটনা ঘটে প্রায়শই । পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি । এদিন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুর থানার পুলিশ । মৃত যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘাতক লরিটি আটক করা হলেও লরির চালক এখন পলাতক । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

অন্যদিকে বোনের বাড়ি যাওয়ার পথে আরও এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির । বাইকে করে যাওয়ার সময় ওই 6 নম্বর জাতীয় সড়কের রিফিল পেট্রল পাম্প সংলগ্ন রাস্তায় তাঁদের পিষে দেয় একটি ডাম্পার । মৃত দম্পতির নাম চন্দন রায় এবং সন্তর্শি রায় । তাঁরা বালির নিশ্চিন্দা থানা এলাকার বসুকাটির বাসিন্দা । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক ।

আরও পড়ুন : জরিমানা করায় ট্রাফিক সার্জেন্টকে খুনের হুমকি ! বেহালায় গ্রেফতার অভিযুক্ত

স্থানীয় বাসিন্দা মন্টু সাঁতরা অভিযোগ করেন, "আজকে লরির ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়। এখানে এই ধরনের দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আজকে ওই যুবক যখন সাইকেল চালিয়ে যাচ্ছিল তখন একটি লরি পিছন থেকে তাঁকে ধাক্কা মারে । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।" তিনি আরও অভিযোগ করে বলেন, "রাস্তার ধারে গাড়ি পার্কিংয়ের জন্য রাস্তা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। পাশাপাশি রাস্তার ধারে রয়েছে মদ, গাঁজার ঠেক ৷ এখানে আর তা রাখা হবে না ।"

পুলিশ সূত্রে খবর, মোটরবাইকে ওই দম্পতি মন্দিরতলার উদ্দেশে যাচ্ছিলেন। রিফিল পাম্পের কাছে তাঁদের পিছন থেকে পিষে দেয় ডাম্পার। প্রথমে মৃত্যু হয় চন্দন বাবুর । পরে হাসপাতালে মৃত্যু হয় স্ত্রী সন্তর্শির। এই ঘটনার পরই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.