ETV Bharat / state

Tortoise Recover: হাওড়া স্টেশন থেকে উদ্ধার স্টার প্রজাতির কচ্ছপ - হাওড়া স্টেশন থেকে উদ্ধার ষ্টার প্রজাতির কচ্ছপ

25টি স্টার প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হল হাওড়া স্টেশন থেকে (25 Tortoise Recover by RPF)। কচ্ছপ উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।

Tortoise Recover
হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ
author img

By

Published : Jul 28, 2022, 10:43 PM IST

হাওড়া, 28 জুলাই: হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ। মোট 25টি কচ্ছপ উদ্ধার করেন কর্তব্যরত আরপিএফের আধিকারিকরা (25 Tortoise Recover by RPF)। এই প্রজাতির কচ্ছপগুলি স্টার কচ্ছপ নামেই পরিচিত বলে, সূত্রের খবর । কচ্ছপ উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।

হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করা হয় কচ্ছপগুলি। রেলের আন্টি ক্রাইম ডিউটি চলাকালীন উদ্ধার করা হয় কচ্ছপগুলোকে। কচ্ছপ পাচারের এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে একজনকে গ্রেফতারও করে আরপিএফ। হাওড়া জিআরপির তরফ থেকে মামলাও রুজু করা হয়েছে ওই ধৃত ব্যক্তির বিরুদ্ধে।

আরপিএফ সূত্রের খবর, বুধবার হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে কয়েকটি ব্যাগ দেখতে পান কর্তব্যরত কর্মীরা। সন্দেহ হওয়াতে ব্যাগ খুলে তল্লাশি চালাতেই এই কচ্ছপগুলোকে উদ্ধার করা হয়। তারপরই খবর দেওয়া হয় বনদফতরে ৷ কচ্ছপগুলোকে আদালতের মাধ্যমে বন দফতরের হাতেই তুলে দেওয়া হয় বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: মাছের ভেড়ি থেকে উদ্ধার 32 কেজির কচ্ছপ

ধৃতকে জেরা করে এই ঘটনার সঙ্গে অন্তরাজ্য বা আন্তর্জাতিক পাচার চক্র জড়িয়ে আছে কি না, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি কচ্ছপগুলোকে কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ওই ধৃত ব্যক্তির কাছে থেকে জানার চেষ্টা চলছে। ঘটনা প্রসঙ্গে, হাওড়া জিআরপির আইসি সিদ্ধার্থ রায় জানান, কচ্ছপগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এগুলো চেন্নাই থেকে আনা হয়েছিল। নির্ধারিত আইনে মামলা করা হয়েছে। বন দফতরকেও জানানো হয়েছে।

হাওড়া, 28 জুলাই: হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ। মোট 25টি কচ্ছপ উদ্ধার করেন কর্তব্যরত আরপিএফের আধিকারিকরা (25 Tortoise Recover by RPF)। এই প্রজাতির কচ্ছপগুলি স্টার কচ্ছপ নামেই পরিচিত বলে, সূত্রের খবর । কচ্ছপ উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে।

হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্ধার করা হয় কচ্ছপগুলি। রেলের আন্টি ক্রাইম ডিউটি চলাকালীন উদ্ধার করা হয় কচ্ছপগুলোকে। কচ্ছপ পাচারের এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে একজনকে গ্রেফতারও করে আরপিএফ। হাওড়া জিআরপির তরফ থেকে মামলাও রুজু করা হয়েছে ওই ধৃত ব্যক্তির বিরুদ্ধে।

আরপিএফ সূত্রের খবর, বুধবার হাওড়া স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে কয়েকটি ব্যাগ দেখতে পান কর্তব্যরত কর্মীরা। সন্দেহ হওয়াতে ব্যাগ খুলে তল্লাশি চালাতেই এই কচ্ছপগুলোকে উদ্ধার করা হয়। তারপরই খবর দেওয়া হয় বনদফতরে ৷ কচ্ছপগুলোকে আদালতের মাধ্যমে বন দফতরের হাতেই তুলে দেওয়া হয় বলেই সূত্রের খবর।

আরও পড়ুন: মাছের ভেড়ি থেকে উদ্ধার 32 কেজির কচ্ছপ

ধৃতকে জেরা করে এই ঘটনার সঙ্গে অন্তরাজ্য বা আন্তর্জাতিক পাচার চক্র জড়িয়ে আছে কি না, তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি কচ্ছপগুলোকে কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা ওই ধৃত ব্যক্তির কাছে থেকে জানার চেষ্টা চলছে। ঘটনা প্রসঙ্গে, হাওড়া জিআরপির আইসি সিদ্ধার্থ রায় জানান, কচ্ছপগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে ৷ এগুলো চেন্নাই থেকে আনা হয়েছিল। নির্ধারিত আইনে মামলা করা হয়েছে। বন দফতরকেও জানানো হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.