ETV Bharat / state

শ্রীরামপুরে দুর্ঘটনার জেরে বাতিল 22টি ট্রেন, যাত্রীরা দুর্ভোগে - train accident

হাওড়া থেকে 22 টি ট্রেন বাতিল হয়েছে। কিছু ট্রেন দেরিতে চলছে। এখনও ডাউন লাইনে মেরামতির কাজ চলছে।

হাওড়া স্টেশন
author img

By

Published : Apr 6, 2019, 10:53 PM IST

হাওড়া, 6 এপ্রিল : শ্রীরামপুরের কাছে ট্রেন দুর্ঘটনার জেরে ব্যাহত হাওড়া থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, একাধিক ট্রেন দেরিতে চলছে। 22 টি ট্রেন বাতিল হয়েছে।

আজ সন্ধেবেলা হাওড়া-শেওড়াফুলি লোকাল শ্রীরামপুর স্টেশনে ঢোকার মুখে ইন্সপেকশন কারে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় 9 জন। হাওড়ার DRM ও ADRM-এর তত্ত্বাবধানে দ্রুত উদ্ধার কাজ ও ডাউন লাইনে মেরামতির কাজ শুরু হয়। মেরামতির জন্য শ্রীরামপুর স্টেশনের ডাউন লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পূর্ব রেল সূত্রে খবর, আপ ও ডাউন মিলিয়ে 22 টি ট্রেন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যান্ডেল লোকাল, বেলুড় মঠ লোকাল, তারকেশ্বর লোকাল ইত্যাদি।

ট্রেন বাতিলের জেরে হাওড়া স্টেশনে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। প্রায় হাজারখানেক যাত্রী আটকে পড়েছেন স্টেশনে। ডাউন লাইনে ট্রেনগুলি না আসার জন্য রেক কম পড়ছে। ফলে আপ লাইনে ট্রেন চালাতেও সমস্যা হচ্ছে। এখনও ডাউন লাইনে কাজ হচ্ছে।

হাওড়া, 6 এপ্রিল : শ্রীরামপুরের কাছে ট্রেন দুর্ঘটনার জেরে ব্যাহত হাওড়া থেকে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, একাধিক ট্রেন দেরিতে চলছে। 22 টি ট্রেন বাতিল হয়েছে।

আজ সন্ধেবেলা হাওড়া-শেওড়াফুলি লোকাল শ্রীরামপুর স্টেশনে ঢোকার মুখে ইন্সপেকশন কারে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় 9 জন। হাওড়ার DRM ও ADRM-এর তত্ত্বাবধানে দ্রুত উদ্ধার কাজ ও ডাউন লাইনে মেরামতির কাজ শুরু হয়। মেরামতির জন্য শ্রীরামপুর স্টেশনের ডাউন লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
পূর্ব রেল সূত্রে খবর, আপ ও ডাউন মিলিয়ে 22 টি ট্রেন বাতিল হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যান্ডেল লোকাল, বেলুড় মঠ লোকাল, তারকেশ্বর লোকাল ইত্যাদি।

ট্রেন বাতিলের জেরে হাওড়া স্টেশনে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। প্রায় হাজারখানেক যাত্রী আটকে পড়েছেন স্টেশনে। ডাউন লাইনে ট্রেনগুলি না আসার জন্য রেক কম পড়ছে। ফলে আপ লাইনে ট্রেন চালাতেও সমস্যা হচ্ছে। এখনও ডাউন লাইনে কাজ হচ্ছে।

Intro:আজ মোদির ব্রিগেড। কিন্তু এখনও পর্যন্ত হাওড়া ব্রিজে এবং সংলগ্ন রাস্তায় স্বাভাবিক যানচলাচল। বিজেপি কর্মী সমর্থকদের ভিড়ও সেভাবে চোখে পড়ছে না। তবে হাওড়া সদর বিজেপি সুরজিৎ সাহা ও রন্তিদেব সেনগুপ্তের নেতৃত্বে একটি মিছিল রওনা দিয়েছে ব্রিগেডের উদ্দেশ্যে।


Body:বিজেপির একটি মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে রও
না দিল।। এট্রিটবে ছিলেন হাওড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত এবঙ হাওড়ার বিজেপি সভাপ
তি সুরজিৎ সাহা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.