ডোমজুড়, 30 জানুয়ারি : কুয়ো খুঁড়তে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু ৷ ডোমজুড়ের ঝাপড়দহ এলাকার ঘটনা ৷ দমকলের 20 জন শ্রমিক প্রায় 6 ঘণ্টার চেষ্টায় মৃতদেহ দুটি উদ্ধার করে ৷
আরও পড়ুন : অমিতের বাসভবনে বিজেপিতে যোগ রাজীব-প্রবীরদের
জানা গিয়েছে, এদিন কুয়ো খোঁড়ার কাজ কাজ শুরু করেন 5 জন শ্রমিক ৷ কাজ চলাকালীন আচমকাই সেখান থেকে গ্যাস বেরোতে থাকে বলে জানা গিয়েছে ৷ এরপরেই এক শ্রমিক জ্ঞান হারিয়ে পড়ে যান ৷ তাঁকে উদ্ধারের চেষ্টা করেন আরেক শ্রমিক ৷ পরিস্থিতি বেগতিক বুঝে বাকি শ্রমিকেরা উপরে উঠে আসে ৷ এরপরেই তাঁরা স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন ৷ খবর পেয়েই সেখানে ডোমজুড় থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা এসে পৌঁছায় ৷ দমকলের 20 জন কর্মীর তল্লাশি শুরু করেন ৷ প্রায় 6 ঘণ্টার চেষ্টায় 2 জনের দেহ উদ্ধার করেন তাঁরা ৷