হাওড়া, 9 জানুয়ারি : আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সহ গ্রেপ্তার দুই ৷ হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে রাজ্য এসটিএফ ৷ জানা গিয়েছে, ধৃতদের নাম আবদুল কাদির ও গুলাম ওয়ারিশ ৷ বিহারের ভাগলপুর থেকে দুই দুষ্কৃতী এসেছিল বলে জানা গিয়েছে ৷ ধৃতদের গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷
গোপন সূত্রের খবর পেয়ে শুক্রবার রাতে তল্লাশি চালান রাজ্য এসটিএফের সদস্যরা ৷ গোলাবাড়ি এলাকায় তল্লাশি চালায় এসটিএফ ৷ সেখানেই ওই দু'জনকে গ্রেপ্তার করে এসটিএফ ৷ সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিস্ফোরক তৈরির পাউডার ৷ উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ৷ এসটিএফ সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে 15 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে ৷ 4টি 7এমএম পিস্তল উদ্ধার করেছে এসটিএফ ৷