ETV Bharat / state

করোনার থাবা এবার পূর্ব রেলের হাওড়ার বেস কিচেনে, আক্রান্ত ১০ - করোনাভাইরাস

স্বাভাবিক সময়ে এই কিচেনে মোট কর্মীর সংখ্যা ছিল ৬০ জন । তিনটি শিফটে চলত কাজ । কিন্তু করোনার সময়ে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ফের চালু করা হয় আইআরসিটিসি পরিচালিত এই বেস কিচেন । এখন মাত্র এক তৃতীয়াংশ কর্মী নিয়েই চলছে পরিষেবা ।

পূর্ব রেলের হাওড়ার বেস কিচেন
পূর্ব রেলের হাওড়ার বেস কিচেন
author img

By

Published : Apr 20, 2021, 10:57 PM IST

হাওড়া, 20 এপ্রিল : করোনার থাবা এবার পূর্ব রেলের হাওড়ার বেস কিচেনে ৷ করোনায় আক্রান্ত 10 জন রেলের কর্মী । এর জেরে পরিষেবাতে ব্যাঘাত ঘটছে । তাই 18-20 জন কর্মী নিয়েই পরিষেবা চালু রাখার চেষ্টা করছেন কিচেনের সদস্যরা ।

সংস্থা সূত্রে খবর, স্বাভাবিক সময়ে এই কিচেনে মোট কর্মীর সংখ্যা ছিল ৬০ জন । তিনটি শিফটে চলত কাজ । কিন্তু করোনার সময়ে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ফের চালু করা হয় আইআরসিটিসি পরিচালিত এই বেস কিচেন । এখন মাত্র এক তৃতীয়াংশ কর্মী নিয়েই চলছে পরিষেবা । সম্প্রতি পরপর 10 জনের করোনা পজিটিভ হওয়ার কারণে চিন্তায় রয়েছে কর্তৃপক্ষ । সংক্রমিত কর্মীদেরকে হোম আইশলেশনে রাখা হয়েছে । চিকিৎসার পরে কোভিড রিপোর্ট নেগেটিভ এলে তবেই মিলবে কাজ করার ছাড়পত্র ।

কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে পরিষেবা বন্ধ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কর্তৃপক্ষ । কর্মী সংখ্যা ঠিক রাখার জন্য বিভিন্ন জায়গা থেকে অন্য দফতরের কর্মী নিয়ে এসে পরিস্থিতি সামাল দিচ্ছেন তারা । আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে আগামী দিনে আরও বেশি সংখ্যক কর্মী সংক্রমিত হতেই পারে সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা । সেক্ষেত্রে আইআরসিটিসির পূর্বাঞ্চলের অন্যান্য জায়গা থেকে কর্মী নিয়ে এসে পরিষেবা চালু রাখার চেষ্টা করা হবে বলে সংস্থা সূত্রে খবর ।

পূর্ব রেলের হাওড়ার বেস কিচেনে এবার করোনার থাবা

পূর্ব রেলের এই বেস কিচেন থেকেই স্বাভাবিক সময়ে খাবার সরবরাহ করা হতো রাজধানী, শতাব্দীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনে । কিন্তু করোনার জন্য ট্রেনে খাবার দেওয়ার পরিষেবা আপাতত বন্ধ রেখেছে রেল । এখন শুধু জন আহারের মাধ্যমেই যাত্রীদের পরিষেবা দিচ্ছে বেস কিচেন । এই প্রসঙ্গে হাওড়ার পূর্ব রেলের বেস কিচেনের ইউনিট ইনচার্জ বাবলু আইচ জানান, "করোনার কারণে ইতিমধ্যে তাদের বিক্রি কমেছে প্রায় 50% এর বেশি । এখন কম লোক নিয়ে পরিষেবা চালু রাখাটাই একটা চ্যালেঞ্জ তাদের কাছে ।"

আরও পড়ুন : জীবিত করোনা রোগীকে মৃত বলে ঘোষণা, কাঠগড়ায় হাওড়ার এক সরকারি হাসপাতাল

হাওড়া, 20 এপ্রিল : করোনার থাবা এবার পূর্ব রেলের হাওড়ার বেস কিচেনে ৷ করোনায় আক্রান্ত 10 জন রেলের কর্মী । এর জেরে পরিষেবাতে ব্যাঘাত ঘটছে । তাই 18-20 জন কর্মী নিয়েই পরিষেবা চালু রাখার চেষ্টা করছেন কিচেনের সদস্যরা ।

সংস্থা সূত্রে খবর, স্বাভাবিক সময়ে এই কিচেনে মোট কর্মীর সংখ্যা ছিল ৬০ জন । তিনটি শিফটে চলত কাজ । কিন্তু করোনার সময়ে দীর্ঘদিন বন্ধ থাকার পরে ফের চালু করা হয় আইআরসিটিসি পরিচালিত এই বেস কিচেন । এখন মাত্র এক তৃতীয়াংশ কর্মী নিয়েই চলছে পরিষেবা । সম্প্রতি পরপর 10 জনের করোনা পজিটিভ হওয়ার কারণে চিন্তায় রয়েছে কর্তৃপক্ষ । সংক্রমিত কর্মীদেরকে হোম আইশলেশনে রাখা হয়েছে । চিকিৎসার পরে কোভিড রিপোর্ট নেগেটিভ এলে তবেই মিলবে কাজ করার ছাড়পত্র ।

কিন্তু এভাবে যদি চলতে থাকে তাহলে পরিষেবা বন্ধ হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না কর্তৃপক্ষ । কর্মী সংখ্যা ঠিক রাখার জন্য বিভিন্ন জায়গা থেকে অন্য দফতরের কর্মী নিয়ে এসে পরিস্থিতি সামাল দিচ্ছেন তারা । আক্রান্তের সংখ্যা যে ভাবে বাড়ছে তাতে আগামী দিনে আরও বেশি সংখ্যক কর্মী সংক্রমিত হতেই পারে সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা । সেক্ষেত্রে আইআরসিটিসির পূর্বাঞ্চলের অন্যান্য জায়গা থেকে কর্মী নিয়ে এসে পরিষেবা চালু রাখার চেষ্টা করা হবে বলে সংস্থা সূত্রে খবর ।

পূর্ব রেলের হাওড়ার বেস কিচেনে এবার করোনার থাবা

পূর্ব রেলের এই বেস কিচেন থেকেই স্বাভাবিক সময়ে খাবার সরবরাহ করা হতো রাজধানী, শতাব্দীসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেনে । কিন্তু করোনার জন্য ট্রেনে খাবার দেওয়ার পরিষেবা আপাতত বন্ধ রেখেছে রেল । এখন শুধু জন আহারের মাধ্যমেই যাত্রীদের পরিষেবা দিচ্ছে বেস কিচেন । এই প্রসঙ্গে হাওড়ার পূর্ব রেলের বেস কিচেনের ইউনিট ইনচার্জ বাবলু আইচ জানান, "করোনার কারণে ইতিমধ্যে তাদের বিক্রি কমেছে প্রায় 50% এর বেশি । এখন কম লোক নিয়ে পরিষেবা চালু রাখাটাই একটা চ্যালেঞ্জ তাদের কাছে ।"

আরও পড়ুন : জীবিত করোনা রোগীকে মৃত বলে ঘোষণা, কাঠগড়ায় হাওড়ার এক সরকারি হাসপাতাল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.