হাওড়া, 17 এপ্রিল : শেষ 24 ঘণ্টায় হাওড়ায় নতুন করে কোরোনা আক্রান্ত বেড়ে 10 । ফলে মনে করা হচ্ছে হাওড়ায় কোরোনার প্রকোপ অনেকটাই বাড়ল । কিন্তু নতুন এই তালিকায় সংযোজিত হয়নি কোনও স্বাস্থ্য কর্মীর নাম । সেই সঙ্গে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, আক্রান্তের খোঁজ মিললেও নতুন করে মৃত্যুর কোনও খবর নেই । চিকিৎসাধীন অন্য আক্রান্তরাও ।
এই বিষয়ে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানান, স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যের পাশাপাশি কোরোনা সংক্রমণ হয়েছে হাওড়াতেও । শেষ 24 ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে 10। তাঁরা প্রত্যেকেই চিকিৎসাধীন । আক্রান্তদের সত্যবালা ID, ILS হাওড়া ও M R বাঙুর হাসপাতালে ভরতি করা হয়েছে । পাশাপাশি শহরজুড়ে নতুন করে সচেতনতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে ।
ইতিমধ্যেই ঘোষিত হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে হাওড়া । কোরোনা ম্যাপে ইতিমধ্যেই হাওড়া রেড জো়নের অন্তর্গত । সবচেয়ে বেশি আক্রান্ত হাওড়া সালকিয়া, শিবপুর, টিকিয়াপাড়া সহ একাধিক জায়গা । পাশাপাশি আক্রান্ত হাওড়া হাসপাতালের সুপার সহ 3 স্বাস্থ্যকর্মীও । আক্রান্তের তালিকায় আছেন জয়সওয়াল হাসপাতালে এক নার্সও। এমতাবস্থায় প্রশাসনিক কড়াকড়ি চলছে হাওড়া শহরজুড়েই ।