টিকিয়াপাড়া, 29 এপ্রিল : হাওড়ার টিকিয়াপাড়া ঘটনায় যে 14 জনকে আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদের পরে তাদের মধ্যে থেকেই 10 জনকে গ্রেপ্তার করল পুলিশ। আজ তাদের হাওড়া আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। বাকি চারজনকে এখনও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে ঘটনার সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছেন। তাই তাদের খোঁজে জিজ্ঞাসাবাদ এবং তদন্ত চলবে। এই 10 জনের গ্রেপ্তারি নিয়ে হাওড়া পুলিশের কমিশনার কুণাল আগারওয়াল একটি টুইট করেন । এছাড়াও গ্রেপ্তারির কথা স্বীকার করেন ডেপুটি কমিশনার সেন্ট্রাল জবি থমাস। পাশাপাশি এলাকার পরিস্থিতি আয়ত্তে রাখতে রুট মার্চ চলবে। চলছে ড্রোন দিয়ে নজরদারিও ৷
বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে সিটি পুলিশের DC সেন্ট্রাল জবি থমাস জানিয়েছেন," পুলিশের উপর হামলা স্বতঃস্ফূর্ত ছিল। এই ঘটনায় এখনও পর্যন্ত 14 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এছাড়া ওই ঘটনার ছবি পুলিশের হাতে এসেছে । সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে । আর কে কে এই ঘটনার সঙ্গে যুক্ত আছে তাও খতিয়ে দেখা হচ্ছে । আজ সকাল থেকেই বেলিলিয়াস রোডকে সিল করে দেওয়া হয়েছে। চলছে নাকা চেকিং। পুলিশ এবং রাফ এলাকায় রুট মার্চ এবং এরিয়া ডমিনেশনের কাজ করছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আগেই বেলিলিয়াস রোড এবং তার আশপাশ এলাকাকে সংক্রামিত এলাকা হিসাবে চিহ্নিত করেছে। এখন পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ লকডাউন মেনে চলার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে। বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি।" যদিও এই বিষয়ে এলাকার মানুষ জানিয়েছে , "রাস্তা বন্ধ করার ফলে যাতায়াত এবং কেনাকাটায় অসুবিধা হচ্ছে ।"
উল্লেখ্য, টিকিয়াপাড়ায় পুলিশ এবং RAF এর উপর হামলার ঘটনাকে নিয়ে জোর চর্চা রাজ্য রাজনীতিতেও ৷ গতকালের ঘটনাকে সামান্য ঘটনা ও পূর্বপরিকল্পিত বলে মনে করেন রাজ্যের সমবায় মন্ত্রী এবং মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরূপ রায় । অন্যদিকে অরূপ রায়ের পালটা BJP এর হাওড়া জেলা সদর সভাপতি সুরজিৎ সাহা বলেন ,"পুলিশ কর্মীদের উপর হামলা যদি সামান্য ঘটনা হয় তাহলে কি মন্ত্রীদের উপর আক্রমণটা অসামান্য ঘটনা বলব বা বিরল ঘটনা বলব?" পাশাপাশি ঘটনার 24 ঘণ্টা পরেও কেউ গ্রেপ্তার না হওয়ায় তিনি প্রশ্ন তোলেন।