কোন্নগর, 9 জানুয়ারি : বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিন্ন করতে চাওয়ায় মহিলার উপর অ্যাসিড হামলা ৷ গ্রেফতার অভিযুক্ত যুবক ৷ যুবকের নাম বিশ্বনাথ ভান্ডারী । সে কোন্নগর ক্রাইপার রোডের বাসিন্দা । শুক্রবার রাত নটা নাগাদ এই কাণ্ড ঘটায় বিশ্বনাথ (Acid Attack due to Extra marital affair)।
পুলিশ সূত্রে খবর, কোন্নগর সূর্যসেন রোডের বাসিন্দা এক 42 বছর বয়সি মহিলাকে অ্যাসিড ছুড়ে মারে বিশ্বনাথ । মহিলা ও তাঁর বৃদ্ধা শাশুড়ির গায়ে লাগে সেই অ্যাসিড । আর তাতেই আহত হন তাঁরা । এরপর ওই যুবকের নামে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা ৷ তার ভিত্তিতে তদন্তে নেমে শনিবার ভোর রাতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ । অভিযুক্তের বিরুদ্ধে আইপিসি সেকশন 448/323/325/326 এ/506/307 ধারায় মামলা রুজু করা হয়েছে ।
আরও পড়ুন : অন্তঃসত্ত্বাকে ছাদ থেকে ফেলে খুনের অভিযোগ পাড়ুইয়ে
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, মহিলার সঙ্গে তার সম্পর্ক ছিল । সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়াতে মহিলাকে শিক্ষা দিতেই অ্যাসিড হামলা করে সে । তবে এই ঘটনা সম্পর্কে মুখ খুলতে চাননি আক্রান্ত মহিলা । মহিলার শাশুড়ি বলেন, "শুক্রবার রাত নটা নাগাদ ওই যুবক পিছন দিয়ে বাড়িতে ঢোকে । বউমার ঘরে ঢুকে অ্যাসিড ছোড়ে, বউমা মুখ লুকিয়ে নেওয়ায় তার গায়ে লাগে অ্যাসিড । অ্যাসিড ছুড়ে ওই যুবক পালিয়ে যায় । কী কারণে এই হামলা তা জানি না । বউমার সঙ্গে ওর সম্পর্ক থাকতে পারে সে বিষয়ে আমি কিছু জানি না । আমরা ওর শাস্তি চাই ।"
আক্রান্ত মহিলার এক আত্মীয় বলেন, "চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে আসি আমি । তারপর শুনি ঘরে ঢুকে অ্যাসিড মেরেছে । ওই যুবকের সঙ্গে পূর্ব পরিচয় আছে কি না তা আমি বলতে পারব না ।"