ETV Bharat / state

জ্বরে ভুগে যুবকের মৃত্যু ; ডেঙ্গি নয়, বললেন CMOH - youth died in fever

কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল রিষড়ার গণেশ কুমার ৷ আজ সকালে মৃত্যু হয় তাঁর ৷ এরপর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসাপাতালের বিরুদ্ধে সরব হয় পরিবারের লোকজন ৷

ছবি
author img

By

Published : Oct 22, 2019, 3:15 PM IST

শ্রীরামপুর , 22 অক্টোবর : চিকিৎসায় গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগে উত্তেজনা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ৷ মৃতের নাম গণেশ কুমার (21) ৷ বাড়ি রিষড়া নয়াবস্তি এলাকায় ৷

মৃতের পরিবার জানিয়েছে , কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন গণেশ ৷ সোমবার রাত আটটা নাগাদ তাঁকে ভরতি করা হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে । আজ ভোরে মৃত্যু হয় তাঁর ৷ এরপরই হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় মৃতের পরিবারের লোকজন ৷ তাঁদের দাবি, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ রক্ত পরীক্ষাতেও প্রমাণ রয়েছে ৷ অথচ প্লেটলেট কমে গেলেও হাসপাতাল থেকে মৃতের পরিবারকে কোনও খবর দেওয়া হয়নি ৷

ঘটনার পরই উত্তেজিত হয়ে পড়ে নয়াবস্তির বাসিন্দারা । হাসপাতালে যায় শ্রীরামপুর থানার পুলিশ । রোগীর আত্মীয়ের দাবি, গণেশকে যখন হাসপাতালে ভরতি করা হয় তখন তাঁর প্লেটলেট বেশি ছিল । কিন্তু প্লেটলেট কমার পরও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কিছু জানায়নি । জানালে অন্য ব্যবস্থা নেওয়া যেত ।

হুগলির CMOH শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ডেঙ্গির কারণে মৃত্যু হয়নি। ইনফেকশন হয়ে অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোমের কারণে মৃত্যু হয় যুবকের ।

একই কথা বলা হয় হাসপাতালের তরফে ৷ তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ রিষড়া পৌরসভার কাউন্সিলর চন্দ্র মনি সিং বলেন, " রিষড়া পৌরসভার তরফে আমার ওয়ার্ড পরিষ্কার রাখা হয় । ব্লিচিং ও ছড়ানো হচ্ছে । "

শ্রীরামপুর , 22 অক্টোবর : চিকিৎসায় গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগে উত্তেজনা শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ৷ মৃতের নাম গণেশ কুমার (21) ৷ বাড়ি রিষড়া নয়াবস্তি এলাকায় ৷

মৃতের পরিবার জানিয়েছে , কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন গণেশ ৷ সোমবার রাত আটটা নাগাদ তাঁকে ভরতি করা হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে । আজ ভোরে মৃত্যু হয় তাঁর ৷ এরপরই হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় মৃতের পরিবারের লোকজন ৷ তাঁদের দাবি, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ৷ রক্ত পরীক্ষাতেও প্রমাণ রয়েছে ৷ অথচ প্লেটলেট কমে গেলেও হাসপাতাল থেকে মৃতের পরিবারকে কোনও খবর দেওয়া হয়নি ৷

ঘটনার পরই উত্তেজিত হয়ে পড়ে নয়াবস্তির বাসিন্দারা । হাসপাতালে যায় শ্রীরামপুর থানার পুলিশ । রোগীর আত্মীয়ের দাবি, গণেশকে যখন হাসপাতালে ভরতি করা হয় তখন তাঁর প্লেটলেট বেশি ছিল । কিন্তু প্লেটলেট কমার পরও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কিছু জানায়নি । জানালে অন্য ব্যবস্থা নেওয়া যেত ।

হুগলির CMOH শুভ্রাংশু চক্রবর্তী বলেন, ডেঙ্গির কারণে মৃত্যু হয়নি। ইনফেকশন হয়ে অ্যাকিউট এনসেফ্যালাইটিস সিনড্রোমের কারণে মৃত্যু হয় যুবকের ।

একই কথা বলা হয় হাসপাতালের তরফে ৷ তবে চিকিৎসায় গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ রিষড়া পৌরসভার কাউন্সিলর চন্দ্র মনি সিং বলেন, " রিষড়া পৌরসভার তরফে আমার ওয়ার্ড পরিষ্কার রাখা হয় । ব্লিচিং ও ছড়ানো হচ্ছে । "

Intro:ডেঙ্গুতে মৃত্যু যুবকের।চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে রোগী মৃত্যুতে উত্তেজনা।মৃত যুবকের নাম গনেশ কুমার(২১)।বাড়ি রিষড়া নয়াবস্তির বাসিন্দা এলাকায়।গত কয়েকদিন এর জ্বরে ডেঙ্গি ধরা পড়ে।গতকাল ভর্তি করে ওয়ালস হাসপাতালে।মঙ্গলবার ভোরে ডেঙ্গুতে মৃত্যু হয় বলে দাবী পরিবারের।চিকিৎসায় গাফলতির অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ হাসপাতালে।সামলাতে আসে পুলিশ।তবে পৌরসভার ও হাসপাতালের গাফিলতির অভিযোগ করে।বিষয়টি খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।
গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল।গতকাল রাত আটটা নাগাদ তাকে ভর্তি করা হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে।আজ ভোরে তার মৃত্যু হয়।রক্ত পরীক্ষায় মৃতের শরীরে ডেঙ্গুর প্রমান মেলে বলে দাবী পরিবারের।প্লেটলেট কমে গেলেও পরিবারকে খবর দেওয়া হয়নি।তাই উত্তেজিত হয়ে পরে নয়াবস্তির বাসিন্দারা।হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয়।খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হয় শ্রীরামপুর থানার পুলিশ।
রোগীর আত্মীয়ের দাবি গণেশ কে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন 2000 প্লেট লেট ছিল।কিন্তু প্লেটলেট কমার পরও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কিছু জানায়নি।জানালে আমরা ব্যবস্থা নিতাম।এখানে সবার গাফিলতি আছে।
রিষড়া পৌরসভার কাউন্সিলার চন্দ্র মনি সিং বলেন রিষড়া পৌরসভার তরফে আমার ওয়ার্ডে পরিষ্কার রাখা হয়।ব্লিচিং ও ছড়ানো হচ্ছে।18 ই অক্টোবর থেকে ভুগছিল তখন কি করছিল।এখানে ডাক্তার যা বলবে তাই তো হবে।
Body:WB_HGL_SRIRAMPUR DENGUE AGITATION_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.