সিঙ্গুর, 29 মে : নাবালিকা প্রেমিকাকে বিয়ে করায় শ্বশুরবাড়ি থেকে লাগাতার মিলছিল হুমকি ৷ সঙ্গে ছিল পুলিশের ভয় ৷ তার জেরেই হয়তো চরম সিদ্ধান্ত নিলেন এক যুগল ৷ রবিবার কামারকুণ্ডু ও বলরামবাটি স্টেশনের মাঝে রেললাইন থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয় যুবক ও তাঁর নাবালিকা স্ত্রীকে (Body of Youth Recovered near Railway Track at Singur)। স্থানীয়দের চেষ্টায় প্রথমে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা যুবককে মৃত ঘোষণা করেন ৷ মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতার একটি হাসপাতালে ৷ ভর্তি করা হয় নাবালিকা স্ত্রীকে ৷
মৃত যুবকের নাম মিলন বারিক (22) ৷ বাড়ি হরিপাল সহদেব গ্রাম পঞ্চায়েতের বোড়াইপুর শিবতলা এলাকায় । বেশ কিছুদিন আগে মিলনের সঙ্গে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে পাশের বাড়ির এক কিশোরীর । গত বৃহস্পতিবার বাড়ির অমতেই মিলনের হাত ধরে বেরিয়ে যায় নাবালিকা ৷ দু'জনে বিয়েও করে ৷ এই ঘটনা জানাজানি হতেই মেয়েটির পরিবারের তরফে হরিপাল থানায় লিখিত অভিযোগ জানানো হয় । ফোনে যোগাযোগ করে তাঁদের দু'জনকে বাড়ি ফিরে আসার জন্য বলা হয় ৷
এই ঘটনায় মিলনের বাবাকে আটক করে পুলিশ । শনিবার রাতে দু'জনেই বাড়ি ফিরে আসছে বলে পরিবারকে জানায় ৷ কিন্তু রাত 10টার পর ফোন বন্ধ হয়ে যায় দু'জনের । এরপর রবিবার সকালে দু'জনকে রেললাইন থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রেল পুলিশ ।
আরও পড়ুন : Couple's Body recovered From Malda: মালদা বিমানবন্দরে যুগলের মৃতদেহ উদ্ধার, কারণ নিয়ে ধন্দ