ETV Bharat / state

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ পাণ্ডুয়ায় - BJP

শ্রাবণী চট্টোপাধ্যায়কে রাখি কার্ড দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় । যার মাধ্যমে তিনি সরকারি সুযোগ-সুবিধা পাবেন বলেও আশ্বাস দেওয়া হয় । কিন্তু, অভিযোগ, তিনি এসে দেখেন ব্যানারে লেখা রয়েছে "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ।" এরপরেই ওই মহিলা আপত্তি জানান । সেই কারণে তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ তোলেন ।

pandua
মহিলাকে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ পাণ্ডুয়ায়
author img

By

Published : Dec 27, 2020, 7:59 PM IST

পাণ্ডুয়া, 27 ডিসেম্বর : মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ । সেই সঙ্গে ওই মহিলাকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । রবিবার পাণ্ডুয়া হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী স্কুল মাঠে তৃণমূলের যোগদানের অনুষ্ঠান ছিল । উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র । আর সেখানেই ভুল বুঝিয়ে যোগদান করাতে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ তুললেন ওই মহিলা ।

শ্রাবণী চট্টোপাধ্যায় থৈপাড়ার বাসিন্দা । তাঁকে রাখি কার্ড দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় । যার মাধ্যমে তিনি সরকারি সুযোগ-সুবিধা পাবেন বলেও আশ্বাস দেওয়া হয় । কিন্তু, অভিযোগ, তিনি এসে দেখেন ব্যানারে লেখা রয়েছে "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ।" এরপরেই ওই মহিলা আপত্তি জানান । সেই কারণে তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ । পরে পাণ্ডুয়া থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে যায় । তবে তৃণমূলের তরফে দাবি, তিনি বিজেপি করেন । সেই কারণে তিনি ঝামেলা করেছেন ।

আজ পান্ডুয়া স্কুলের মাঠে তৃণমূলে যোগদান কর্মসূচিতে হুগলির এগারোটা ব্লক থেকে তপশিলি জাতি-উপজাতির মহিলারা আসেন । সেখানে ওমপ্রকাশ মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব , ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় । তাঁদের সামনে অভিযোগ করেন ওই মহিলা । এই নিয়ে আপত্তি জানানোয় তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করেন শ্রাবণী চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন, মেদিনীপুরে বিশ্বাসঘাতকরা জন্মায় না, অভিষেককে জবাব শুভেন্দুর


এই বিষয়ে ওমপ্রকাশ মিশ্র বলেন , "সবার চাহিদা থাকে তাঁরা সরকারি সুযোগ-সুবিধা পাবেন । স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও ঘোষণা করা হয়েছে । রাখি শ্রমিকদের সম্পর্কে আমরা জানিয়েছি, আমাদের সামাজিক নিরাপত্তা প্রকল্প রয়েছে । তবে উনি ভাবছেন এখানে সেই সুবিধা পাওয়া যাবে । দুয়ারে সরকারের মাধ্যমে তা পাওয়া যাবে । উনি যদি তিন ঘণ্টার পর একথা বলেন তা ঠিক নয় । তিনি কোনও উদ্দেশ্য নিয়ে এটাকে সামনে রাখছেন । ওঁকে কেউ চেনেও না । তাই স্টেজে উঠতে দেওয়া হয়নি ।" পাণ্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন , "ওঁকে কেউ ডাকেনি । বিজেপির লোক হয়ে এখানে অশান্তি পাকাতে এসেছেন । "

পাণ্ডুয়া বিজেপি নেতা অশোক দত্ত বলেন, "তৃণমূল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আগাগোড়াই যোগ দেওয়াচ্ছে । তৃণমূলের রাজ্য নেতার সামনে দেখাতে চাইছে দলে মহিলারা যোগ দিচ্ছে । এটা পুরোপুরি ভাঁওতা । উনি আমাদের দলের কেউ না । "

পাণ্ডুয়া, 27 ডিসেম্বর : মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে তৃণমূলে যোগ দেওয়ানোর অভিযোগ । সেই সঙ্গে ওই মহিলাকে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । রবিবার পাণ্ডুয়া হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী স্কুল মাঠে তৃণমূলের যোগদানের অনুষ্ঠান ছিল । উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র ওমপ্রকাশ মিশ্র । আর সেখানেই ভুল বুঝিয়ে যোগদান করাতে নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ তুললেন ওই মহিলা ।

শ্রাবণী চট্টোপাধ্যায় থৈপাড়ার বাসিন্দা । তাঁকে রাখি কার্ড দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় । যার মাধ্যমে তিনি সরকারি সুযোগ-সুবিধা পাবেন বলেও আশ্বাস দেওয়া হয় । কিন্তু, অভিযোগ, তিনি এসে দেখেন ব্যানারে লেখা রয়েছে "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হতে আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ।" এরপরেই ওই মহিলা আপত্তি জানান । সেই কারণে তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ । পরে পাণ্ডুয়া থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে যায় । তবে তৃণমূলের তরফে দাবি, তিনি বিজেপি করেন । সেই কারণে তিনি ঝামেলা করেছেন ।

আজ পান্ডুয়া স্কুলের মাঠে তৃণমূলে যোগদান কর্মসূচিতে হুগলির এগারোটা ব্লক থেকে তপশিলি জাতি-উপজাতির মহিলারা আসেন । সেখানে ওমপ্রকাশ মিশ্র ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব , ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় । তাঁদের সামনে অভিযোগ করেন ওই মহিলা । এই নিয়ে আপত্তি জানানোয় তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ করেন শ্রাবণী চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন, মেদিনীপুরে বিশ্বাসঘাতকরা জন্মায় না, অভিষেককে জবাব শুভেন্দুর


এই বিষয়ে ওমপ্রকাশ মিশ্র বলেন , "সবার চাহিদা থাকে তাঁরা সরকারি সুযোগ-সুবিধা পাবেন । স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও ঘোষণা করা হয়েছে । রাখি শ্রমিকদের সম্পর্কে আমরা জানিয়েছি, আমাদের সামাজিক নিরাপত্তা প্রকল্প রয়েছে । তবে উনি ভাবছেন এখানে সেই সুবিধা পাওয়া যাবে । দুয়ারে সরকারের মাধ্যমে তা পাওয়া যাবে । উনি যদি তিন ঘণ্টার পর একথা বলেন তা ঠিক নয় । তিনি কোনও উদ্দেশ্য নিয়ে এটাকে সামনে রাখছেন । ওঁকে কেউ চেনেও না । তাই স্টেজে উঠতে দেওয়া হয়নি ।" পাণ্ডুয়া ব্লক তৃণমূল সভাপতি অসিত চট্টোপাধ্যায় বলেন , "ওঁকে কেউ ডাকেনি । বিজেপির লোক হয়ে এখানে অশান্তি পাকাতে এসেছেন । "

পাণ্ডুয়া বিজেপি নেতা অশোক দত্ত বলেন, "তৃণমূল মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আগাগোড়াই যোগ দেওয়াচ্ছে । তৃণমূলের রাজ্য নেতার সামনে দেখাতে চাইছে দলে মহিলারা যোগ দিচ্ছে । এটা পুরোপুরি ভাঁওতা । উনি আমাদের দলের কেউ না । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.