ETV Bharat / state

বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তাল খানাকুল গ্রামীণ হাসপাতাল

author img

By

Published : May 27, 2021, 5:31 PM IST

খানাকুল গ্রামীণ হাসপাতালে বিনা চিকিৎসায় এক রোগীকে ফেলে রাখার অভিযোগ পরিবারের ৷ পরবর্তী সময়ে হাসপাতালেই ওই রোগীর মৃত্যু হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল খানাকুল গ্রামীণ হাসপাতাল ৷

without-treatment-a-patient-die-in-khanakul-rural-hospital-in-hooghly
বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে উত্তাল খানাকুল গ্রামীণ হাসপাতাল

হুগলি, 27 মে : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতাল । বিনা চিকিৎসায় রাফিয়া বেগম নামে এক বৃদ্ধাকে ফেলে রাখার অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে ৷ ঘটনার প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের পরিজনেরা ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

খানাকুলের অনন্তনগরের বাসিন্দা রাফিয়া বেগমকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ হাসপাতালে ওই বৃদ্ধাকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হলেও, ভর্তি নেওয়া হয়নি ৷ এমনকি চিকিৎসক ও নার্সদের অনুরোধ করেও কোনও লাভ হয়নি ৷ বৃদ্ধার ছেলের অভিযোগ, তাঁর মাকে বিনা চিকিৎসায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল ৷ বারবার চিকিৎসকদের কাছে অনুরোধ করেও কোনও লাভ হয়নি ৷ তাঁর অসুস্থ মাকে বিনা চিকিৎসায় ফেলে রেখে মেরে ফেলা হয়েছে ৷

আরও পড়ুন : চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

খবরটি জানাজানি হতেই মৃতের আত্মীয়রা হাসাপাতালে ভীড় করে ৷ তাঁরা হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে ৷ খবর পেয়ে খানাকুল থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পুলিশ দ্রুত সেখানে পৌঁছে মৃত রোগীর পরিবারের সঙ্গে কথা বলে ৷ তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷

হুগলি, 27 মে : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতাল । বিনা চিকিৎসায় রাফিয়া বেগম নামে এক বৃদ্ধাকে ফেলে রাখার অভিযোগ উঠেছে হাসপাতালের বিরুদ্ধে ৷ ঘটনার প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ দেখান মৃতের পরিজনেরা ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

খানাকুলের অনন্তনগরের বাসিন্দা রাফিয়া বেগমকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ হাসপাতালে ওই বৃদ্ধাকে দীর্ঘক্ষণ ফেলে রাখা হলেও, ভর্তি নেওয়া হয়নি ৷ এমনকি চিকিৎসক ও নার্সদের অনুরোধ করেও কোনও লাভ হয়নি ৷ বৃদ্ধার ছেলের অভিযোগ, তাঁর মাকে বিনা চিকিৎসায় দীর্ঘক্ষণ ফেলে রাখা হয়েছিল ৷ বারবার চিকিৎসকদের কাছে অনুরোধ করেও কোনও লাভ হয়নি ৷ তাঁর অসুস্থ মাকে বিনা চিকিৎসায় ফেলে রেখে মেরে ফেলা হয়েছে ৷

আরও পড়ুন : চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

খবরটি জানাজানি হতেই মৃতের আত্মীয়রা হাসাপাতালে ভীড় করে ৷ তাঁরা হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে থাকে ৷ খবর পেয়ে খানাকুল থানায় খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ পুলিশ দ্রুত সেখানে পৌঁছে মৃত রোগীর পরিবারের সঙ্গে কথা বলে ৷ তাঁদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.