দাদপুর(হুগলি), 22 ফেব্রুয়ারি: বিংশ শতাব্দীতে এসেও ডাইনি অপবাদে ঘরছাড়া দম্পতি। আত্মীয়ের বাড়িতেও ঠাঁই হয়নি বৃদ্ধ দম্পতির ৷ বয়স যথাক্রমে 64 বছর এবং 57 বছর ৷ কখনও রেলস্টেশনে দিন কাটিয়েছেন তাঁরা। তবে এখন এক সহৃদয় ব্যক্তির বাড়িতে দিন কাটাচ্ছেন দু'জনে। নিজের বাড়িতে ঢুকতে পারছেন না তাঁরা (Witch Slander Makes life Hard for Hooghly couple)। গত 13 ফ্রেব্রুয়ারি ডাইনি অপবাদে দাদপুর গ্রাম পঞ্চায়েতের চক কৃষ্ণপুরের দম্পতিকে তাড়িয়ে দেয় গ্রামবাসীরা ।
জানা গিয়েছে, এক প্রতিবেশী সনৎ দুর্লভ তাঁর মেয়ের জ্বর আসার কারণে ওঝা এনেছিলেন গ্রামে। অভিযোগ, ওই প্রতিবে কথায় গ্রামের মানুষকে জড়ো করে দুই স্বামী স্ত্রীকে মারধর করা হয়। এরপরই পরিস্থিতি বেগতিক বুঝে স্থানীয় মানুষজন পুলিশকে খবর দেয়। দাদপুর থানার পুলিশ গিয়ে দু'জনকে উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি পুলিশকে জানালেও কোন প্রতিকার পাননি দম্পতি । বিভিন্ন জায়গায় ঘুরে তারপর দম্পতির ঠাঁই হয়েছে দাদপুরের এক প্রাক্তন শিক্ষক সাফিউল ইসলামের বাড়িতে। তিনিও চান এই অসহায় মানুষগুলোর প্রতিকার হোক । বর্তমানে ওই নিগৃহীত দম্পতি ঠিকাতে পাঁচ বিঘা আলু ও ধান চাষ করেছেন। জমিতে না-যেতে পেরে প্রবল ক্ষতির মুখে পড়েছে চাষবাস বলে জানিয়েছেন তাঁরা । কাতর অনুরোধ, পোলবা দাদপুরের বিডিও ও পুলিশের তরফে তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করানো হোক ।
দাদপুর পুলিশ সূত্রে খবর, আগামিকাল গ্রামের মানুষকে বুঝিয়ে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হবে । কিন্তু গত সোমবার থেকে দম্পতি এভাবে কুসংস্কারের কারণে দুর্বিসহ জীবনযাপন করছেন। প্রশাসন তৎপরতা না হলে এই ঘটনা আরও বিভিন্ন জায়গায় দেখা যাবে । ধনেখালির এক ওঝা এসে টাকার বিনিময়ে মিথ্যা অপবাদ দিয়ে কুসংস্কার ছড়িয়ে এই উত্তেজনা ছড়িয়েছে বলে অভিযোগ । নিগৃহীতা বলেন, "আমি বাড়ি থেকে বেরিয়ে ছিলাম তখন সনৎ দুর্লভের মেয়ের হাত ধরেছিলাম। তারপর জ্বর আসে। সেখান থেকেই আমাকে ডাইনি অপবাদ দিতে থাকে। সকলকে জানিয়ে কোন সুফল হয়নি । অনুরোধ আমার বাড়ি জিনিসপত্র জমি সবকিছু নষ্ট হচ্ছে, তার জন্য কিছু ব্যবস্থা করুক প্রশাসন ।"
দুই দম্পতির আশ্রয়দাতা সাফিউল ইসলামের বক্তব্য, তিনি দাদপুর পঞ্চায়েতে গিয়ে জানতে পারেন এই ঘটনা। চুঁচুড়ার রাস্তায় রাস্তায় ঘুরছিল দম্পত্তি। তাঁদেরকে তিনি ঘরে নিয়ে আসেন। পুলিশ সেদিনকে উদ্ধার না-করলে আরও বড় ঘটনা ঘটতে পারত দম্পত্তির সঙ্গে বলে তিনি জানান। সাফিউল ইসলাম বলেন, "আমি চাই পুলিশ প্রশাসন দ্রুত তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করুক। ওঝার বিরুদ্ধেও ব্যবস্থা নিক পুলিশ। বিজ্ঞানের যুগে এই কুসংস্কার মানা যায় না। গ্রামবাসীদের শান্তিপূর্ণভাবে বোঝানো হোক।" দাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়া মিদ্যা জানান, এই ঘটনা তিনি শুনেছেন । পোলবা দাদপুর বিডিও ও পুলিশের সঙ্গে কথা হয়েছে তাঁর। আগামিকাল গ্রামের মানুষকে বুঝিয়ে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হবে তাঁদের ।
আরও পড়ুন: ডাইনি অপবাদে মারধর, পোড়ানোর চেষ্টা, আতঙ্কে গ্রামছাড়া আদিবাসী পরিবার
সূত্রের খবর, এ দিন পঞ্চায়েতের তরফে একটি বৈঠক হয়েছে গ্রামবাসীদের নিয়ে ৷ তারপর পঞ্চায়েতের তরফে জানিয়েছে, দম্পত্তি বাড়ি ফিরতে পারেন ৷ তবে সেখানে গিয়ে বাড়ির মধ্যেই থাকতে হবে তাঁদের ৷ কারও সঙ্গে বেশি কথা বলতে পারবে না তাঁরা ৷