ETV Bharat / state

করোনাকালে ভাত জোগাড়েই ব্যস্ত, পড়াশোনা ’বিলাসিতা’ সোনালি-আকবরদের কাছে - দরিদ্র পরিবারের পড়ুয়াদের শিক্ষার অধিকার

গতবার লকডাউনের সময় থেকেই পড়াশোনার সঙ্গে সঙ্গে একটি বেসরকারি সংস্থায় কাজ করতে বাধ্য হয়েছেন সোনালি । এবার পরিস্থিতি আরও খারাপ । একে তো পড়াশোনা লাটে উঠেছে, অন্য দিকে কাজও পাচ্ছেন না ৷

will Corona take away right to education of poor families students?
will Corona take away right to education of poor families students?
author img

By

Published : May 15, 2021, 3:37 PM IST

Updated : May 15, 2021, 3:46 PM IST

হুগলি, 14 মে : করোনার কবলে অনিশ্চিত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ । বন্ধ স্কুল, পড়াশোনা ৷ প্রশ্ন উঠছে, পড়ুয়াদের ভবিষ্যৎ কী ? রাজ্যের শিক্ষা ব্যবস্থা থমকে গেছে বছর দেড়েক হল ৷ বেসরকারি স্কুল ও কিছু সরকারি স্কুলে অনলাইন ক্লাসের ব্যবস্থা করলেও সেই পরিষেবা সব ছাত্রছাত্রীরা পাচ্ছেন না ৷ এই অবস্থায় কলেজ পড়ুয়া তো বটেই, দরিদ্র পরিবারের স্কুলে পড়া ছেলেমেয়েরাও পেটের তাগিদে উপার্জনের খোঁজে । প্রশ্ন উঠছে, করোনা আর লকডাউন কী কেড়ে নেবে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার 'বিলাসিতা'?

পাণ্ডুয়া কলবাজারের বাসিন্দা আকবর আলি ৷ স্থানীয় রাস্তার ধারের শসা বিক্রেতা । ছেলে ইসমাইল ক্লাস সিক্সের ছাত্র । আগে পাণ্ডুয়া শশীভূষণ স্কুলে পড়ত । এখন বাবার সঙ্গে শসা বিক্রি করছে ।

দরিদ্র পড়ুয়াদের শিক্ষার অধিকার যেন বিলাসিতা !

আরও পড়ুন: 136 ! দৈনিক মৃত্যুতে ফের নয়া রেকর্ড রাজ্যে

চন্দননগর পৌরনিগমের 4 নম্বর ওয়ার্ডে বাড়ি কলেজ ছাত্রী সোনালি দত্তর ৷ কঠিন লড়াই করছেন । গড়িয়াহাট আইটিআই-এর ছাত্রী । একই সঙ্গে নেতাজি মুক্ত বিশ্ব বিদ্যালয়ের ইতিহাসে অনার্সের পড়ুয়া । কিন্তু আপাতত সবকিছু বন্ধ ৷ কোন্নগরে আইটিআই-এর শিক্ষানবীশ হিসেবে কাজ শিখছিলেন । কিন্তু করোনায় বন্ধ লোকাল ট্রেন ৷ ফলে থমকে গেছে ট্রেনিং ৷ এদিকে বাবা নরেন্দ্রনাথ দত্ত বিএনএল-এর অবসরপ্রাপ্ত ঠিকা শ্রমিক । তিনি অসুস্থ ৷ ফলে রয়েছে ওষুধের বড় খরচ ৷ এই অবস্থায় গতবার লকডাউনের সময় থেকেই পড়াশোনার সঙ্গে সঙ্গে একটি বেসরকারি সংস্থায় কাজ করতে বাধ্য হয়েছিলেন সোনালি । এবার পরিস্থিতি আরও খারাপ । একে তো পড়াশোনা লাটে উঠেছে, অন্য দিকে কাজও পাচ্ছেন না ৷ এদিকে সংসার চালান দুষ্কর ৷ কোনওরকমে সংসারের পেট ভরে সরকারের দেওয়া রেশনে ৷

করোনা পাল্টে দিচ্ছে চারপাশ ! বদলে যাচ্ছে চেনা জীবন ৷ ইসমাইলের মতো, সোনালির মতো দরিদ্র, মধ্যবিত্ত ঘরের পড়ুয়াদের কাছে পড়াশোনা চালিয়ে যাওয়া আজ বাস্তবিকই বিলাসিতা ৷

হুগলি, 14 মে : করোনার কবলে অনিশ্চিত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ । বন্ধ স্কুল, পড়াশোনা ৷ প্রশ্ন উঠছে, পড়ুয়াদের ভবিষ্যৎ কী ? রাজ্যের শিক্ষা ব্যবস্থা থমকে গেছে বছর দেড়েক হল ৷ বেসরকারি স্কুল ও কিছু সরকারি স্কুলে অনলাইন ক্লাসের ব্যবস্থা করলেও সেই পরিষেবা সব ছাত্রছাত্রীরা পাচ্ছেন না ৷ এই অবস্থায় কলেজ পড়ুয়া তো বটেই, দরিদ্র পরিবারের স্কুলে পড়া ছেলেমেয়েরাও পেটের তাগিদে উপার্জনের খোঁজে । প্রশ্ন উঠছে, করোনা আর লকডাউন কী কেড়ে নেবে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার 'বিলাসিতা'?

পাণ্ডুয়া কলবাজারের বাসিন্দা আকবর আলি ৷ স্থানীয় রাস্তার ধারের শসা বিক্রেতা । ছেলে ইসমাইল ক্লাস সিক্সের ছাত্র । আগে পাণ্ডুয়া শশীভূষণ স্কুলে পড়ত । এখন বাবার সঙ্গে শসা বিক্রি করছে ।

দরিদ্র পড়ুয়াদের শিক্ষার অধিকার যেন বিলাসিতা !

আরও পড়ুন: 136 ! দৈনিক মৃত্যুতে ফের নয়া রেকর্ড রাজ্যে

চন্দননগর পৌরনিগমের 4 নম্বর ওয়ার্ডে বাড়ি কলেজ ছাত্রী সোনালি দত্তর ৷ কঠিন লড়াই করছেন । গড়িয়াহাট আইটিআই-এর ছাত্রী । একই সঙ্গে নেতাজি মুক্ত বিশ্ব বিদ্যালয়ের ইতিহাসে অনার্সের পড়ুয়া । কিন্তু আপাতত সবকিছু বন্ধ ৷ কোন্নগরে আইটিআই-এর শিক্ষানবীশ হিসেবে কাজ শিখছিলেন । কিন্তু করোনায় বন্ধ লোকাল ট্রেন ৷ ফলে থমকে গেছে ট্রেনিং ৷ এদিকে বাবা নরেন্দ্রনাথ দত্ত বিএনএল-এর অবসরপ্রাপ্ত ঠিকা শ্রমিক । তিনি অসুস্থ ৷ ফলে রয়েছে ওষুধের বড় খরচ ৷ এই অবস্থায় গতবার লকডাউনের সময় থেকেই পড়াশোনার সঙ্গে সঙ্গে একটি বেসরকারি সংস্থায় কাজ করতে বাধ্য হয়েছিলেন সোনালি । এবার পরিস্থিতি আরও খারাপ । একে তো পড়াশোনা লাটে উঠেছে, অন্য দিকে কাজও পাচ্ছেন না ৷ এদিকে সংসার চালান দুষ্কর ৷ কোনওরকমে সংসারের পেট ভরে সরকারের দেওয়া রেশনে ৷

করোনা পাল্টে দিচ্ছে চারপাশ ! বদলে যাচ্ছে চেনা জীবন ৷ ইসমাইলের মতো, সোনালির মতো দরিদ্র, মধ্যবিত্ত ঘরের পড়ুয়াদের কাছে পড়াশোনা চালিয়ে যাওয়া আজ বাস্তবিকই বিলাসিতা ৷

Last Updated : May 15, 2021, 3:46 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.