ETV Bharat / state

Show Cause Letter to Retired Teachers: ডিএ'র ধর্মঘটের জের, অবসরপ্রাপ্ত শিক্ষক ও মৃত কর্মীদের শো কজ ! - স্কুল শিক্ষা দফতর

বকেয়া ডিএ'র দাবিতে ধর্মঘটে যোগ দিলে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল রাজ্য সরকার ৷ সেই নির্দেশ অনুযায়ী যেসব সরকারি কর্মী ও শিক্ষকরা ধর্মঘটে যোগ দিয়েছিলেন তাঁদের শোকজ করছে স্কুল শিক্ষা দফতর ৷ সেই তালিকায় এবার দেখা গেল একাধিক অবসরপ্রাপ্ত এমনকী মৃত শিক্ষক ও কর্মীর নাম আছে ৷

DA Issue
প্রাক্তন শিক্ষক কিশোর চট্টোপাধ্যায়
author img

By

Published : Mar 25, 2023, 10:31 AM IST

অবসরপ্রাপ্ত শিক্ষক ও মৃত কর্মীদের শোকজ মধ্যশিক্ষা পর্ষদের

চুঁচুড়া, 25 মার্চ: বকেয়া ডিএ'র দাবিতে ধর্মঘট (Controversy regarding DA strike) করায় এবার শো কজ করা হল একাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মীকে । তাঁদের কেউ কেউ 2016 সাল অবসর নিয়েছেন ৷ সেই প্রাক্তন শিক্ষকদেরa শো কজের চিঠি পাঠাল স্কুল শিক্ষা দফতর । এতে হতবাক ও বিস্মিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা । এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে প্রাক্তন শিক্ষক কিশোর চট্টোপাধ্যায়ের সঙ্গেও । তিনি হুগলির মগড়ার আদি সপ্তগ্রাম হাইস্কুলের শিক্ষক ছিলেন । 36 বছর চাকরি করার পর 2016 সালে অবসর নিয়েছেন । আট বছর হয়ে গিয়েছে তিনি চাকরি ছেড়েছেন ৷ তারপর এদিন এই শোকজ চিঠি পেলেন কিশোর চট্টোপাধ্যায় ।

তবে শুধু তিনিই নন, তাঁর স্কুলের একাধিক শিক্ষক ও কর্মীদের সঙ্গে একই ঘটনা ঘটেছে । এমনকী 2019 সালে মৃত এক কর্মীর সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ । তাঁকেও শো কজ করা হয়েছে। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী রাজ্য স্কুল শিক্ষা পর্ষদের কাছে সরকারি কর্মী বা শিক্ষকদের তথ্যই নেই । কে অবসর নিলেন বা কার মৃত্যু হল কোনও কিছুরই কি খবর রাখে না শিক্ষা দফতর ?

Show Cause Letter to Retired Teachers
প্রাক্তন শিক্ষকদের শোকজের চিঠি পাঠাল স্কুল শিক্ষা দফতর

ডিএ ও শূন্যপদ পূরণ-সহ কয়েক দফা দাবিতে গত 10 মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিল সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ । সেই ধর্মঘটে সামিল হয়েছিলেন বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা । এই ধর্মঘটে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে শো কজ করে রাজ্য সরকার । তাঁর জবাবও দিয়েছেন । এর ফলে এক দিনের বেতন কাটা, সার্ভিস ব্রেক পর্যন্ত হতে পারে।

প্রাক্তন শিক্ষক কিশোর চট্টোপাধ্যায় জানান, শোকজ নোটিশ দেখে তিনি অবাক হয়েছেন । স্কুলে ফিজিক্যাল এডুকেশানের শিক্ষক ছিলেন। 2016 সালে তিনি অবসর নিয়েছেন । এত বছর পর তাঁকে শোকজ চিঠি পাঠানো হয়েছে । তিনি বলেন, "10 মার্চ ডিএ'র দাবিতে যে ধর্মঘট হয়েছিল তাতে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে । এটাতে আমি বিস্মিত । আমার স্কুলের যারা আমাদের আগেও অবসর নিয়েছেন সেরকম বেশ কয়েকজনকে শোকজ করা হয়েছে বলে শুনেছি । যারা মারা গিয়েছে তাঁদেরকেও চিঠি পাঠানো হয়েছে । এই ধর্মঘটকে সমর্থন করি । কিন্ত অবসরের পরও শো কজের চিঠি পাওয়া হাস্যকর । স্কুল শিক্ষা দফতর কি জানে না এই ঘটনার কথা । তারা কোনও তথ্য রাখে না ।" এবিটিএ হুগলি জেলা সম্পাদক প্রিয়রঞ্জন ঘটক এই প্রসঙ্গে বলেন, "প্রশাসন স্থবির হয়ে গিয়েছে । কী চলছে বোঝাই যাচ্ছে !"

আরও পড়ুন: ধর্মঘটে স্কুলে না-আসার শাস্তি ! দুই শিক্ষককে আজ স্কুলে ঢুকতে না-দেওয়ার অভিযোগ

অবসরপ্রাপ্ত শিক্ষক ও মৃত কর্মীদের শোকজ মধ্যশিক্ষা পর্ষদের

চুঁচুড়া, 25 মার্চ: বকেয়া ডিএ'র দাবিতে ধর্মঘট (Controversy regarding DA strike) করায় এবার শো কজ করা হল একাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মীকে । তাঁদের কেউ কেউ 2016 সাল অবসর নিয়েছেন ৷ সেই প্রাক্তন শিক্ষকদেরa শো কজের চিঠি পাঠাল স্কুল শিক্ষা দফতর । এতে হতবাক ও বিস্মিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা । এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে প্রাক্তন শিক্ষক কিশোর চট্টোপাধ্যায়ের সঙ্গেও । তিনি হুগলির মগড়ার আদি সপ্তগ্রাম হাইস্কুলের শিক্ষক ছিলেন । 36 বছর চাকরি করার পর 2016 সালে অবসর নিয়েছেন । আট বছর হয়ে গিয়েছে তিনি চাকরি ছেড়েছেন ৷ তারপর এদিন এই শোকজ চিঠি পেলেন কিশোর চট্টোপাধ্যায় ।

তবে শুধু তিনিই নন, তাঁর স্কুলের একাধিক শিক্ষক ও কর্মীদের সঙ্গে একই ঘটনা ঘটেছে । এমনকী 2019 সালে মৃত এক কর্মীর সঙ্গেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ । তাঁকেও শো কজ করা হয়েছে। আর এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কী রাজ্য স্কুল শিক্ষা পর্ষদের কাছে সরকারি কর্মী বা শিক্ষকদের তথ্যই নেই । কে অবসর নিলেন বা কার মৃত্যু হল কোনও কিছুরই কি খবর রাখে না শিক্ষা দফতর ?

Show Cause Letter to Retired Teachers
প্রাক্তন শিক্ষকদের শোকজের চিঠি পাঠাল স্কুল শিক্ষা দফতর

ডিএ ও শূন্যপদ পূরণ-সহ কয়েক দফা দাবিতে গত 10 মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিল সরকারি কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চ । সেই ধর্মঘটে সামিল হয়েছিলেন বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা । এই ধর্মঘটে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে শো কজ করে রাজ্য সরকার । তাঁর জবাবও দিয়েছেন । এর ফলে এক দিনের বেতন কাটা, সার্ভিস ব্রেক পর্যন্ত হতে পারে।

প্রাক্তন শিক্ষক কিশোর চট্টোপাধ্যায় জানান, শোকজ নোটিশ দেখে তিনি অবাক হয়েছেন । স্কুলে ফিজিক্যাল এডুকেশানের শিক্ষক ছিলেন। 2016 সালে তিনি অবসর নিয়েছেন । এত বছর পর তাঁকে শোকজ চিঠি পাঠানো হয়েছে । তিনি বলেন, "10 মার্চ ডিএ'র দাবিতে যে ধর্মঘট হয়েছিল তাতে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে । এটাতে আমি বিস্মিত । আমার স্কুলের যারা আমাদের আগেও অবসর নিয়েছেন সেরকম বেশ কয়েকজনকে শোকজ করা হয়েছে বলে শুনেছি । যারা মারা গিয়েছে তাঁদেরকেও চিঠি পাঠানো হয়েছে । এই ধর্মঘটকে সমর্থন করি । কিন্ত অবসরের পরও শো কজের চিঠি পাওয়া হাস্যকর । স্কুল শিক্ষা দফতর কি জানে না এই ঘটনার কথা । তারা কোনও তথ্য রাখে না ।" এবিটিএ হুগলি জেলা সম্পাদক প্রিয়রঞ্জন ঘটক এই প্রসঙ্গে বলেন, "প্রশাসন স্থবির হয়ে গিয়েছে । কী চলছে বোঝাই যাচ্ছে !"

আরও পড়ুন: ধর্মঘটে স্কুলে না-আসার শাস্তি ! দুই শিক্ষককে আজ স্কুলে ঢুকতে না-দেওয়ার অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.