ETV Bharat / state

সিঙ্গুরে প্রার্থীকে সমর্থন করায় বিজেপির জেলা সহ সভাপতি বাড়িতে হামলা - বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য

প্রার্থী প্রত্যাহারের দাবিতে সিঙ্গুরে অনশন মঞ্চে আন্দোলন করছেন বিজেপির ক্ষুব্ধ সমর্থকরা । আর এবার মাস্টারমশাইকে সাহায্য করার জন্য এক বিজেপি সহ সভাপতির বাড়িতে হামলা চালাল আন্দোলনরত বিজেপি কর্মীরা ।

বাড়িতে হামলা বিজেপি নেতাকর্মীদের
বাড়িতে হামলা বিজেপি নেতাকর্মীদের
author img

By

Published : Mar 20, 2021, 4:18 PM IST

সিঙ্গুর, 20 মার্চ : বিজেপি প্রার্থীকে সমর্থন করায় বিজেপি নেতার বাড়িতেই হামলা । ঘটনাটি ঘটেছে সিঙ্গুরে । বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাহায্যের জন্য বিজেপি জেলা সহ-সভাপতি সঞ্জয় পান্ডের স্ত্রীর উপর হামলা চালায় বিজেপির-ই মন্ডল সভাপতি ও কর্মীরা ।

বিজেপির পক্ষ থেকে সিঙ্গুরে প্রার্থী করা হয় তৃণমূল থেকে বিজেপি যোগ দেওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে মাস্টারমশাইকে । আর এতেই ক্ষুব্ধ বিজেপির একাংশের কর্মী সমর্থকরা । প্রার্থী প্রত্যাহারের দাবিতে সিঙ্গুরে অনশন মঞ্চে আন্দোলন করছেন বিজেপির ক্ষুব্ধ সমর্থকরা । আর এবার মাস্টারমশাইকে সাহায্য করার জন্য এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালাল আন্দোলনরত বিজেপি কর্মীরা । সঞ্জয় নামে ওই বিজেপি নেতা, প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হয়ে কাজ করছেন বলে অভিযোগ । রবীন্দ্রনাথবাবুকে কেন সমর্থন করছেন ওই নেতা, সেই অভিযোগেই সঞ্জয়ের বাড়িতে চড়াও হয় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা । হেনস্থা করা হয় স্ত্রী ও বৃদ্ধ বাবাকে ।

হামলাকারীদের বিরুদ্ধে সিঙ্গুর থানায় অভিযোগ জানিয়েছেন সঞ্জয় পান্ডে । তাঁর বক্তব্য, "বিজেপির নামে তৃণমূল দালালরা আমার বাড়িতে হামলা চালিয়েছে । এর জন্য প্রশাসনের কাছে আমি অভিযোগ জানিয়েছি ।" তিনি সাফ জানিয়ে দেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রার্থী হোক বা অন্য কেউ, বিজেপির নির্দেশে তিনি কাজ করবেন । অন্যদিকে সিঙ্গুরের বিজেপি অনশন মঞ্চের তরফে মন্ডল সভাপতি গৌতম মোদক বলেন, "আমরা কোনও হামলা বা ভাঙচুর করিনি । উনি মিথ্যা কথা বলেছেন । পুলিশের সামনেই আমাদের মহিলা কর্মীরা ওনার স্ত্রীকে বোঝান ।" উল্টোদিকে তাদের কার্যকর্তাদের উপর হামলা হয় বলেও অভিযোগ করা হয় । তিনি আরও বলেন," সঞ্জয়বাবু, রবীন্দ্রনাথ বাবুর হয়ে প্রচার করছেন । অন্যদের ডাকাডাকি করছেন । আমরা বিজেপির বিরুদ্ধে নই । প্রার্থীর বিরুদ্ধে ।"

আরও পড়ুন : মমতাময়ী সংসারে মহিলাদের মাসে 500 টাকার হাতখরচা

হুগলির বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, "কিছু উৎশৃঙ্খল লোক এসব করছে । বাইরে থেকে কিছু লোকের মদতে বিজেপিকে বদনাম করার চেষ্টা চলছে । সঞ্জয় পান্ডে দলের বিরুদ্ধে গিয়ে কিছু করেননি । দুই একদিনের মধ্যে ঝামেলা মিটে যাবে ।"

সিঙ্গুর, 20 মার্চ : বিজেপি প্রার্থীকে সমর্থন করায় বিজেপি নেতার বাড়িতেই হামলা । ঘটনাটি ঘটেছে সিঙ্গুরে । বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে সাহায্যের জন্য বিজেপি জেলা সহ-সভাপতি সঞ্জয় পান্ডের স্ত্রীর উপর হামলা চালায় বিজেপির-ই মন্ডল সভাপতি ও কর্মীরা ।

বিজেপির পক্ষ থেকে সিঙ্গুরে প্রার্থী করা হয় তৃণমূল থেকে বিজেপি যোগ দেওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে মাস্টারমশাইকে । আর এতেই ক্ষুব্ধ বিজেপির একাংশের কর্মী সমর্থকরা । প্রার্থী প্রত্যাহারের দাবিতে সিঙ্গুরে অনশন মঞ্চে আন্দোলন করছেন বিজেপির ক্ষুব্ধ সমর্থকরা । আর এবার মাস্টারমশাইকে সাহায্য করার জন্য এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালাল আন্দোলনরত বিজেপি কর্মীরা । সঞ্জয় নামে ওই বিজেপি নেতা, প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হয়ে কাজ করছেন বলে অভিযোগ । রবীন্দ্রনাথবাবুকে কেন সমর্থন করছেন ওই নেতা, সেই অভিযোগেই সঞ্জয়ের বাড়িতে চড়াও হয় ক্ষুব্ধ বিজেপি কর্মীরা । হেনস্থা করা হয় স্ত্রী ও বৃদ্ধ বাবাকে ।

হামলাকারীদের বিরুদ্ধে সিঙ্গুর থানায় অভিযোগ জানিয়েছেন সঞ্জয় পান্ডে । তাঁর বক্তব্য, "বিজেপির নামে তৃণমূল দালালরা আমার বাড়িতে হামলা চালিয়েছে । এর জন্য প্রশাসনের কাছে আমি অভিযোগ জানিয়েছি ।" তিনি সাফ জানিয়ে দেন, রবীন্দ্রনাথ ভট্টাচার্য প্রার্থী হোক বা অন্য কেউ, বিজেপির নির্দেশে তিনি কাজ করবেন । অন্যদিকে সিঙ্গুরের বিজেপি অনশন মঞ্চের তরফে মন্ডল সভাপতি গৌতম মোদক বলেন, "আমরা কোনও হামলা বা ভাঙচুর করিনি । উনি মিথ্যা কথা বলেছেন । পুলিশের সামনেই আমাদের মহিলা কর্মীরা ওনার স্ত্রীকে বোঝান ।" উল্টোদিকে তাদের কার্যকর্তাদের উপর হামলা হয় বলেও অভিযোগ করা হয় । তিনি আরও বলেন," সঞ্জয়বাবু, রবীন্দ্রনাথ বাবুর হয়ে প্রচার করছেন । অন্যদের ডাকাডাকি করছেন । আমরা বিজেপির বিরুদ্ধে নই । প্রার্থীর বিরুদ্ধে ।"

আরও পড়ুন : মমতাময়ী সংসারে মহিলাদের মাসে 500 টাকার হাতখরচা

হুগলির বিজেপি জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, "কিছু উৎশৃঙ্খল লোক এসব করছে । বাইরে থেকে কিছু লোকের মদতে বিজেপিকে বদনাম করার চেষ্টা চলছে । সঞ্জয় পান্ডে দলের বিরুদ্ধে গিয়ে কিছু করেননি । দুই একদিনের মধ্যে ঝামেলা মিটে যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.