গোঘাট, 6 এপ্রিল: গোঘাটে ধাক্কাধাক্কিতে পড়ে মৃত্যু হল তৃণমূলের এক বুথ সভাপতির ৷ মৃত ওই নেতার নাম সুনীল রায় (75) ৷ ঘটনায় খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ তাদের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়েছেন সুনীল রায় ৷ তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে ।
গোঘাটে বদনগঞ্জ 1 নম্বর তৃণমূল বুথ সভাপতি সুনীল রায়কে মারধর করে খুন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ অভিযোগ, তিনি এদিন হাটপুকুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ থেকে বেরোবার সময় বেশ কিছু দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায় ৷ তাঁকে মারধর করে, ধাক্কা দেয় ৷ তাতেই পড়ে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ৷
মৃত বুথ সভাপতির ছেলে বিকাশ রায়ের অভিযোগ, "তৃণমূলের এজেন্ট হওয়ার কারণে কয়েকদিন আগে থেকেই আমাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছিল বারবার ৷ আমার বাবাকে আজ সকালবেলা পর্যন্ত হুমকি দেয় বিজেপি ৷ তারপর বাবা যখন বুথে আসেন সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তাঁকে ধাক্কাধাক্কি করে ফেলে দেয় ৷ তাতেই আমার বাবার মৃত্যু হয়েছে ৷ আমি এই দুষ্কৃতীদের শাস্তি চাই ৷"
তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ৷ তাদের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে সুনীল রায়ের মৃত্যু হয়েছে ৷
এদিকে এদিন হরিপাল বিধানসভার সিপাইগাছি 228 নম্বর বুথে বিজেপিকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ৷