ETV Bharat / state

দুয়ারে দুয়ারে দিদির দূত নয়, যমের দূত যাচ্ছে : লকেট - west bengal assembly election 2021

হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় তৃণমূলকে কটাক্ষ করে বলেন, যারা একাধিক অপরাধ, পাচারের সঙ্গে যুক্ত তারা যাচ্ছে মানুষের ঘরে ৷ তারা কী বার্তা দেবে ?

ছবি
ছবি
author img

By

Published : Feb 14, 2021, 10:28 PM IST

হুগলি, 14 ফেব্রুয়ারি : আর কয়েকদিনের অপেক্ষা ৷ তারপরই হুগলিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বিকেলে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় মাঠ পরিদর্শন করেন ৷ সেখান থেকে তৃণমূলকে আক্রমণ করে বলেন, " দুয়ারে দুয়ারে দিদির দূত যাচ্ছে না , যমের দূত যাচ্ছে । সেটা সবাই বুঝতে পারছে । যারা তৃণমূলের প্রশংসা করছে তারা ভূরি ভূরি দুর্নীতিতে ভরতি রয়েছে । কয়লা পাচারে গোরু পাচারে ভরতি । তারাই আবার দিদির দূত হিসাবে পৌঁছাচ্ছে বাড়িতে ৷ তারা কী বার্তা দেবে ? 10 বছরে তারা কিছু করতে পারেনি ৷ দুয়ারে দুয়ারে সরকার ফেল । বাংলার গর্ব ফেল, এবার দিদির দূত টাও পুরোপুরি ফেল । "

আরও পড়ুন :পিকের 'বুদ্ধি'তে মমতার ভোট-হাতিয়ার ‘দিদির দূত’

ডানলপ মাঠে প্রধানমন্ত্রীর সভার তাৎপর্য প্রসঙ্গে বিজেপি নেত্রীর বক্তব্য, শিল্প নিয়ে বার্তা বিজেপি সরকার আগেই দিয়েছে৷ আমরাও চাই যে ডানলপের জট রয়েছে সেটা মিটুক । আবার নতুন করে ডানলপ চলুক । বিশেষ করে বাংলার যুবকরা আবার চাকরি পাবে । বাংলায় বিজেপি সরকার এলে শিল্প আসবে কৃষি ও আসবে । বেকারত্ব দূর হবে ।"

লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

এরপর তাঁর আক্রমণের তির ঘোরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ৷ বলেন," ভোটের আগে অভিষেক জেলের বাইরে থাকে না ভেতরে থাকে সেটাই এখন দেখার । মানুষ বুঝে গিয়েছে ডবল ইঞ্জিনের সরকার কতটা শক্তিশালী ৷ গুজরাত অথবা উত্তরপ্রদেশ সেটা তার উদাহরণ । বাংলার মানুষও এই ডবল ইঞ্জিনের সরকারটা চাইছে । এখানে সিঙ্গল ইঞ্জিনটাও নেই এখানে শুধু কাঠামোটাই পড়ে আছে । ইঞ্জিনটা অনেকদিন আগেই নষ্ট হয়ে গিয়েছে ৷ "

হুগলি, 14 ফেব্রুয়ারি : আর কয়েকদিনের অপেক্ষা ৷ তারপরই হুগলিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ বিকেলে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় মাঠ পরিদর্শন করেন ৷ সেখান থেকে তৃণমূলকে আক্রমণ করে বলেন, " দুয়ারে দুয়ারে দিদির দূত যাচ্ছে না , যমের দূত যাচ্ছে । সেটা সবাই বুঝতে পারছে । যারা তৃণমূলের প্রশংসা করছে তারা ভূরি ভূরি দুর্নীতিতে ভরতি রয়েছে । কয়লা পাচারে গোরু পাচারে ভরতি । তারাই আবার দিদির দূত হিসাবে পৌঁছাচ্ছে বাড়িতে ৷ তারা কী বার্তা দেবে ? 10 বছরে তারা কিছু করতে পারেনি ৷ দুয়ারে দুয়ারে সরকার ফেল । বাংলার গর্ব ফেল, এবার দিদির দূত টাও পুরোপুরি ফেল । "

আরও পড়ুন :পিকের 'বুদ্ধি'তে মমতার ভোট-হাতিয়ার ‘দিদির দূত’

ডানলপ মাঠে প্রধানমন্ত্রীর সভার তাৎপর্য প্রসঙ্গে বিজেপি নেত্রীর বক্তব্য, শিল্প নিয়ে বার্তা বিজেপি সরকার আগেই দিয়েছে৷ আমরাও চাই যে ডানলপের জট রয়েছে সেটা মিটুক । আবার নতুন করে ডানলপ চলুক । বিশেষ করে বাংলার যুবকরা আবার চাকরি পাবে । বাংলায় বিজেপি সরকার এলে শিল্প আসবে কৃষি ও আসবে । বেকারত্ব দূর হবে ।"

লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

এরপর তাঁর আক্রমণের তির ঘোরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ৷ বলেন," ভোটের আগে অভিষেক জেলের বাইরে থাকে না ভেতরে থাকে সেটাই এখন দেখার । মানুষ বুঝে গিয়েছে ডবল ইঞ্জিনের সরকার কতটা শক্তিশালী ৷ গুজরাত অথবা উত্তরপ্রদেশ সেটা তার উদাহরণ । বাংলার মানুষও এই ডবল ইঞ্জিনের সরকারটা চাইছে । এখানে সিঙ্গল ইঞ্জিনটাও নেই এখানে শুধু কাঠামোটাই পড়ে আছে । ইঞ্জিনটা অনেকদিন আগেই নষ্ট হয়ে গিয়েছে ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.