ETV Bharat / state

সিমলাগড়ে বিজেপির পরিবর্তন যাত্রায় লকেটের নিশানায় মমতা

author img

By

Published : Feb 26, 2021, 3:42 PM IST

সিমলাগড়ে বিজেপির পরিবর্তন যাত্রায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় । ডানলপ নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন বলে অভিযোগ করেন তিনি ।

west bengal assembly election 2021: locket chatterjee attacks mamata banerjee at bjp paribartan yatra at pandua
সিমলাগড়ে বিজেপির পরিবর্তন যাত্রায় লকেটের নিশানায় মমতা

হুগলি, 26 ফেব্রুয়ারি: ডানলপ নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন । বিজেপি ক্ষমতায় এলে ডানলপ-সহ রাজ্যে শিল্পের হাব তৈরি হবে । সিমলাগড়ে বিজেপির পরিবর্তন যাত্রা থেকে এ ভাবেই সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।

এ দিন তৃণমূলকে একহাত নিয়ে লকেট বলেন, ''একদিকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছেন ডানলপ কারখানাটা দেখতে । কিন্তু এই কারখানাকে আদালতে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাতের অন্ধকারে ডানলপ কারখানা থেকে যন্ত্রপাতি চুরি হয়ে গিয়েছে । রুপোর বড় বড় সরঞ্জাম চুরি হয়েছে । এখান থেকে লিকুইডেটর যে সম্পত্তি ডানলপের বিক্রি করবে, সেটাও কিছু রাখেনি । কারখানা থেকে তৃণমূলের লোকজনই জিনিসগুলো চুরি করেছে । সেখান থেকেও তারা টাকা খেয়েছে। মোদীজি বারবার বলেছেন বিজেপি সরকার গড়লে, ডানলপ কেন সিঙ্গুর পর্যন্ত বিভিন্ন শিল্পের হাব তৈরি হবে। হুগলি জেলাতে সবচেয়ে বেশি জুট মিল আছে । একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে।'' লকেটের দাবি, ''আমি সাংসদ হওয়ার পর কেন গোন্দলপাড়া জুটমিল খোলা হল ? এতদিন কেন খোলা হয়নি? নরেন্দ্র মোদীজি বারবার বলেছেন বিজেপি সরকার এলে শিল্প আসবে । বেকাররা চাকরি পাবেন ।'' শুক্রবার বিজেপির পরিবর্তন যাত্রায় লকেটের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথাগত রায়।

অভিনেতা অভিনেত্রী থেকে খেলোয়াড়ের তৃণমূলে যোগদান নিয়ে লকেট বলেন, ''সবাই এতদিন তৃণমূলেই ছিলেন । তাঁদের নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় দত্তক নিয়েছেন । মহিলা কমিশনের একজন ছিলেন লিলুয়ায় দেখা করতে গিয়েছিলাম । একটা কথা বলেননি তিনি । আমি জানি তিনি তৃণমূলেই আছেন ।''

আরও পড়ুন: স্মৃতির সরণী বেয়ে আজ বঙ্গ-সফরে রাজনাথও

পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দাম নিয়ে প্রশ্নকে রাজ্যের ঘাড়ে ঠেলে দিয়ে লকেটের দাবি, ''এ গুলির দাম নিয়ন্ত্রণ আন্তর্জাতিক ক্ষেত্রের উপ নির্ভর করে । গ্যাস ও পেট্রলে সবসময়ই রাজ্যের একটা জিএসটি থাকে । গ্যাস ও পেট্রল নিয়ে সবাই রাস্তায় নামবে বলছে । আসল কারণ হল রাজ্য সরকার পেট্রোপণ্যের উপর 28 টাকা জিএসটি করে রেখে দিয়েছেন । সেখানে কেন্দ্র সরকারও এত জিএসটি নেয় না ।যদি তাঁরা বিক্ষোভ আন্দোলনে নামেন, তাহলে নিজেদের জিএসটি আগে পুরো মকুব করে দিক। তারপর তাঁরা আন্দোলন করুক।''

এ দিন লকেটের নিশানার কেন্দ্রবিন্দুতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ বলেন, ''মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু মহিলাদের ভালো কিছু হয়নি । তাই মহিলারা পরিবর্তনের পরিবর্তন চাইছেন ।আজ মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মেয়েরা দূর দূর থেকে জল নিয়ে আসে কাঁকে কলসি নিয়ে । জলের সমস্যার জন্য প্রধানমন্ত্রী করেছেন । কিন্তু আমাদের দিদি করেননি । মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের বলে দিচ্ছেন কয়লা চোর । নিজের বৌমা কয়লা চোর সেইজন্য বাংলার মহিলাদের কয়লা চোর বলছেন । উনি বাংলার মহিলাদের কেন টানছেন? আপনার বাড়ির ঝামেলা আপনার বাড়ির ভিতরে রাখুন । এত দিন যখন টাকা চুরি করেছিলেন তখন কি বাংলার মহিলাদের দিয়েছিলেন? বৌমাকে বললে সবাই চোর হয়ে যাবে? ভালো ভালো নেতা যোগ দিয়েছেন । দুর্নীতির ভাইপোর সঙ্গে থাকতে কেউ চান না ।''

হুগলি, 26 ফেব্রুয়ারি: ডানলপ নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন । বিজেপি ক্ষমতায় এলে ডানলপ-সহ রাজ্যে শিল্পের হাব তৈরি হবে । সিমলাগড়ে বিজেপির পরিবর্তন যাত্রা থেকে এ ভাবেই সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।

এ দিন তৃণমূলকে একহাত নিয়ে লকেট বলেন, ''একদিকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলছেন ডানলপ কারখানাটা দেখতে । কিন্তু এই কারখানাকে আদালতে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাতের অন্ধকারে ডানলপ কারখানা থেকে যন্ত্রপাতি চুরি হয়ে গিয়েছে । রুপোর বড় বড় সরঞ্জাম চুরি হয়েছে । এখান থেকে লিকুইডেটর যে সম্পত্তি ডানলপের বিক্রি করবে, সেটাও কিছু রাখেনি । কারখানা থেকে তৃণমূলের লোকজনই জিনিসগুলো চুরি করেছে । সেখান থেকেও তারা টাকা খেয়েছে। মোদীজি বারবার বলেছেন বিজেপি সরকার গড়লে, ডানলপ কেন সিঙ্গুর পর্যন্ত বিভিন্ন শিল্পের হাব তৈরি হবে। হুগলি জেলাতে সবচেয়ে বেশি জুট মিল আছে । একের পর এক কারখানা বন্ধ হয়ে গিয়েছে।'' লকেটের দাবি, ''আমি সাংসদ হওয়ার পর কেন গোন্দলপাড়া জুটমিল খোলা হল ? এতদিন কেন খোলা হয়নি? নরেন্দ্র মোদীজি বারবার বলেছেন বিজেপি সরকার এলে শিল্প আসবে । বেকাররা চাকরি পাবেন ।'' শুক্রবার বিজেপির পরিবর্তন যাত্রায় লকেটের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথাগত রায়।

অভিনেতা অভিনেত্রী থেকে খেলোয়াড়ের তৃণমূলে যোগদান নিয়ে লকেট বলেন, ''সবাই এতদিন তৃণমূলেই ছিলেন । তাঁদের নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় দত্তক নিয়েছেন । মহিলা কমিশনের একজন ছিলেন লিলুয়ায় দেখা করতে গিয়েছিলাম । একটা কথা বলেননি তিনি । আমি জানি তিনি তৃণমূলেই আছেন ।''

আরও পড়ুন: স্মৃতির সরণী বেয়ে আজ বঙ্গ-সফরে রাজনাথও

পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দাম নিয়ে প্রশ্নকে রাজ্যের ঘাড়ে ঠেলে দিয়ে লকেটের দাবি, ''এ গুলির দাম নিয়ন্ত্রণ আন্তর্জাতিক ক্ষেত্রের উপ নির্ভর করে । গ্যাস ও পেট্রলে সবসময়ই রাজ্যের একটা জিএসটি থাকে । গ্যাস ও পেট্রল নিয়ে সবাই রাস্তায় নামবে বলছে । আসল কারণ হল রাজ্য সরকার পেট্রোপণ্যের উপর 28 টাকা জিএসটি করে রেখে দিয়েছেন । সেখানে কেন্দ্র সরকারও এত জিএসটি নেয় না ।যদি তাঁরা বিক্ষোভ আন্দোলনে নামেন, তাহলে নিজেদের জিএসটি আগে পুরো মকুব করে দিক। তারপর তাঁরা আন্দোলন করুক।''

এ দিন লকেটের নিশানার কেন্দ্রবিন্দুতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সাংসদ বলেন, ''মহিলা মুখ্যমন্ত্রী হয়েছে কিন্তু মহিলাদের ভালো কিছু হয়নি । তাই মহিলারা পরিবর্তনের পরিবর্তন চাইছেন ।আজ মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মেয়েরা দূর দূর থেকে জল নিয়ে আসে কাঁকে কলসি নিয়ে । জলের সমস্যার জন্য প্রধানমন্ত্রী করেছেন । কিন্তু আমাদের দিদি করেননি । মুখ্যমন্ত্রী বাংলার মহিলাদের বলে দিচ্ছেন কয়লা চোর । নিজের বৌমা কয়লা চোর সেইজন্য বাংলার মহিলাদের কয়লা চোর বলছেন । উনি বাংলার মহিলাদের কেন টানছেন? আপনার বাড়ির ঝামেলা আপনার বাড়ির ভিতরে রাখুন । এত দিন যখন টাকা চুরি করেছিলেন তখন কি বাংলার মহিলাদের দিয়েছিলেন? বৌমাকে বললে সবাই চোর হয়ে যাবে? ভালো ভালো নেতা যোগ দিয়েছেন । দুর্নীতির ভাইপোর সঙ্গে থাকতে কেউ চান না ।''

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.