ETV Bharat / state

প্রবীর ঘোষাল প্রার্থী হওয়ায় কোন্নগরে বিক্ষোভ বিজেপি কর্মীদের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

উত্তরপাড়ার বিজেপি প্রার্থী হিসেবে প্রবীর ঘোষালের নাম ঘোষণা হতেই বিক্ষোভ কোন্নগড় সহ উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় ৷ প্রবীর ঘোষালকে বিজেপির প্রার্থী হিসেবে মানেন না বলে জানিয়েছে দিয়েছেন সেখানকার নেতা-কর্মীরা ৷ দলীয় প্রতীক মুছে দিয়ে প্রতিবাদ জানায় বিজেপির কর্মীরা ৷

west-bengal-assembly-election-2021-bjp-workers-showing-agitation-against-candidature-of-prabir-ghoshal
প্রবীর ঘোষালের বিরুদ্ধে পোস্টার
author img

By

Published : Mar 15, 2021, 10:21 PM IST

হুগলি, 15 মার্চ : রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পর এবার প্রবীর ঘোষাল ৷ উত্তরপাড়ার বিজেপি প্রার্থীকে ঘিরে বিদ্রোহ উত্তরপাড়ায় ৷ আজ সকাল থেকে কোন্নগড়ে বিজেপির প্রতীক মুছে বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা ৷ হুগলির প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণা ভট্টাচার্যের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা ৷ তিনি জানিয়েছেন প্রয়োজনে উত্তরপাড়া থেকে নির্দল প্রার্থী হিসেবে বিধানসভায় লড়বেন ৷

এতদিন তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব ছিল রাজনৈতিক মহলের আলোচনার বিষয় ৷ কিন্তু, তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রকাশ্যে বিজেপির মধ্যে কার ভেদাভেদ ৷ এবার প্রীবর ঘোষালকে উত্তরপাড়া কেন্দ্র থেকে বিজেপির টিকিট দেওয়া নিয়ে প্রতিবাদে কোন্নগড়ের বিজেপি কর্মীরা ৷ তাদের অভিযোগ প্রীবর ঘোষালের মতো অপরাধিকে তারা প্রার্থী হিসেবে মানেন না ৷ প্রীবর ঘোষাল মধুচক্র, ফেরীঘাটের দালালীর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন তারা ৷ দলীয় প্রতীক মুছে দিয়ে প্রতিবাদ জানায় বিজেপির কর্মীরা ৷ এমনকি তাঁর বিরুদ্ধে পোস্টারও, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় তারা ৷ এদিন বিজেপির কোন্নগড়ের বর্ষীয়ান নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য আজকের এই বিক্ষোভের নেতৃত্ব দেন ৷ তিনি অভিযোগ করেছেন, প্রবীর ঘোষালের মতো নেতা একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত ৷ আর সেই লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেই প্রার্থী হয়ে গেল ৷ আর তাঁরা 30 বছর ধরে বিজেপির হয়ে কাজ করে যোগ্য সম্মান পেলেন না বলে অভিযোগ করেছেন কৃষ্ণা ভট্টাচার্য৷

আরও পড়ুন : প্রার্থী হিসেবে রবীন্দ্রনাথকে অপছন্দ, সিঙ্গুরে বিক্ষোভের পর বিজেপি কর্মীদের গণইস্তফা

কোন্নগড়ের এই বিজেপি নেত্রীর কথায় স্পষ্ট ৷ ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হতেই পুরনো এবং নব্য বিজেপির মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে ৷ যে দ্বন্দ্ব এতদিন তৃণমূলের মধ্যে ছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা হতো ৷ প্রসঙ্গত, গতকাল বিজেপি তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই সিঙ্গুরের প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য তথা মাস্টারমশাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মীরা ৷ সেই এক ছবি এবার উত্তরপাড়ার প্রার্থীর ক্ষেত্রেও ৷

প্রবীর ঘোষাল প্রার্থী হওয়ায় কোন্নগড়ে বিক্ষোভ বিজেপিকর্মীদের

প্রবীর ঘোষালের প্রার্থী হওয়া নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বে কার্যত হাতে চাঁদ পেয়ে গিয়েছে উত্তরপাড়ার তৃণমূল নেতৃত্ব ৷ তাদের মতে শুধু প্রবীর ঘোষাল নন ৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই যারা প্রার্থী হয়েছেন, তাঁদের সবার বিরুদ্ধেই আদি বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে বলে জানিয়েছে শাসক শিবির ৷

হুগলি, 15 মার্চ : রবীন্দ্রনাথ ভট্টাচার্যের পর এবার প্রবীর ঘোষাল ৷ উত্তরপাড়ার বিজেপি প্রার্থীকে ঘিরে বিদ্রোহ উত্তরপাড়ায় ৷ আজ সকাল থেকে কোন্নগড়ে বিজেপির প্রতীক মুছে বিক্ষোভ দেখাতে শুরু করেছে স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা ৷ হুগলির প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণা ভট্টাচার্যের নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মীরা ৷ তিনি জানিয়েছেন প্রয়োজনে উত্তরপাড়া থেকে নির্দল প্রার্থী হিসেবে বিধানসভায় লড়বেন ৷

এতদিন তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব ছিল রাজনৈতিক মহলের আলোচনার বিষয় ৷ কিন্তু, তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী ঘোষণা হওয়ার পর প্রকাশ্যে বিজেপির মধ্যে কার ভেদাভেদ ৷ এবার প্রীবর ঘোষালকে উত্তরপাড়া কেন্দ্র থেকে বিজেপির টিকিট দেওয়া নিয়ে প্রতিবাদে কোন্নগড়ের বিজেপি কর্মীরা ৷ তাদের অভিযোগ প্রীবর ঘোষালের মতো অপরাধিকে তারা প্রার্থী হিসেবে মানেন না ৷ প্রীবর ঘোষাল মধুচক্র, ফেরীঘাটের দালালীর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন তারা ৷ দলীয় প্রতীক মুছে দিয়ে প্রতিবাদ জানায় বিজেপির কর্মীরা ৷ এমনকি তাঁর বিরুদ্ধে পোস্টারও, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় তারা ৷ এদিন বিজেপির কোন্নগড়ের বর্ষীয়ান নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য আজকের এই বিক্ষোভের নেতৃত্ব দেন ৷ তিনি অভিযোগ করেছেন, প্রবীর ঘোষালের মতো নেতা একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত ৷ আর সেই লোক তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেই প্রার্থী হয়ে গেল ৷ আর তাঁরা 30 বছর ধরে বিজেপির হয়ে কাজ করে যোগ্য সম্মান পেলেন না বলে অভিযোগ করেছেন কৃষ্ণা ভট্টাচার্য৷

আরও পড়ুন : প্রার্থী হিসেবে রবীন্দ্রনাথকে অপছন্দ, সিঙ্গুরে বিক্ষোভের পর বিজেপি কর্মীদের গণইস্তফা

কোন্নগড়ের এই বিজেপি নেত্রীর কথায় স্পষ্ট ৷ ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হতেই পুরনো এবং নব্য বিজেপির মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে ৷ যে দ্বন্দ্ব এতদিন তৃণমূলের মধ্যে ছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা হতো ৷ প্রসঙ্গত, গতকাল বিজেপি তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই সিঙ্গুরের প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য তথা মাস্টারমশাইয়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মীরা ৷ সেই এক ছবি এবার উত্তরপাড়ার প্রার্থীর ক্ষেত্রেও ৷

প্রবীর ঘোষাল প্রার্থী হওয়ায় কোন্নগড়ে বিক্ষোভ বিজেপিকর্মীদের

প্রবীর ঘোষালের প্রার্থী হওয়া নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বে কার্যত হাতে চাঁদ পেয়ে গিয়েছে উত্তরপাড়ার তৃণমূল নেতৃত্ব ৷ তাদের মতে শুধু প্রবীর ঘোষাল নন ৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েই যারা প্রার্থী হয়েছেন, তাঁদের সবার বিরুদ্ধেই আদি বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে বলে জানিয়েছে শাসক শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.