ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত খানাকুল - তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

এলাকা দখলকে কেন্দ্র করে খানাকুলের দুই তৃণমূল নেতা তথা খানাকুল নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নঈমুল হকের সঙ্গে বর্তমান তৃণমূল প্রার্থী মুন্সি নজবুল করিমের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের । বারবারই প্রকাশ্যে এসেছে এই গোষ্ঠী দ্বন্দ্ব ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত খানাকুল
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত খানাকুল
author img

By

Published : Mar 13, 2021, 6:02 PM IST

খানাকুল, 13 মার্চ : ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের অশান্ত হুগলির খানাকুল । ক্ষমতা দখলকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজির অভিযোগ উভয়পক্ষের মধ্যে । পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।

এলাকা দখলকে কেন্দ্র করে খানাকুলের দুই তৃণমূল নেতা তথা খানাকুল নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নঈমুল হকের সঙ্গে বর্তমান তৃণমূল প্রার্থী মুন্সি নজবুল করিমের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের । বারবারই প্রকাশ্যে এসেছে এই গোষ্ঠী দ্বন্দ্ব । শনিবার বেলায় খানাকুলের অনন্তনগর এলাকায়,নঈমুল হক ঘনিষ্ঠ বাদসার সঙ্গে মুন্সি নজবুল করিম ঘনিষ্ঠ রহমত আলির মধ্যে প্রথমে শুরু হয় বচসা । অভিযোগ তারপর হঠাৎই বোমাবাজি শুরু করে দেয় উভয়পক্ষ । নিমেষেই ফাঁকা হয়ে যায় গোটা এলাকা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুপক্ষকেই হটিয়ে দেয় ।

রহমত আলির অভিযোগ, কয়েকদিন আগে এলাকায় বেআইনিভাবে বাড়ি তৈরি বন্ধ করে দেওয়া হয় । সেই রাগেই আজ এলাকায় পতাকা লাগানোর সময় হঠাৎ বোমাবাজি করে রাঙ্গা ওরফে নঈমুল ও রমেন প্রামাণিকের দলবল । অন্যদিকে নঈমুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য রমেন প্রামাণিকের পাল্টা অভিযোগ, মিথ্যাভাবে তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে । নিজেরাই এলাকা অশান্ত করে আমাদের নামে চাপাচ্ছে ।

তৃণমূলের দুইপক্ষের মধ্যে বিবাদের জেরে বিবাদ খানাকুলে

আরও পড়ুন : কয়লাকাণ্ডে গ্রেফতার লালার সঙ্গী রণধীর সিং

গোটা ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । ঘটনায় জড়িত অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে পুলিশ ।

খানাকুল, 13 মার্চ : ভোটের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের অশান্ত হুগলির খানাকুল । ক্ষমতা দখলকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজির অভিযোগ উভয়পক্ষের মধ্যে । পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ।

এলাকা দখলকে কেন্দ্র করে খানাকুলের দুই তৃণমূল নেতা তথা খানাকুল নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নঈমুল হকের সঙ্গে বর্তমান তৃণমূল প্রার্থী মুন্সি নজবুল করিমের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের । বারবারই প্রকাশ্যে এসেছে এই গোষ্ঠী দ্বন্দ্ব । শনিবার বেলায় খানাকুলের অনন্তনগর এলাকায়,নঈমুল হক ঘনিষ্ঠ বাদসার সঙ্গে মুন্সি নজবুল করিম ঘনিষ্ঠ রহমত আলির মধ্যে প্রথমে শুরু হয় বচসা । অভিযোগ তারপর হঠাৎই বোমাবাজি শুরু করে দেয় উভয়পক্ষ । নিমেষেই ফাঁকা হয়ে যায় গোটা এলাকা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় খানাকুল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুপক্ষকেই হটিয়ে দেয় ।

রহমত আলির অভিযোগ, কয়েকদিন আগে এলাকায় বেআইনিভাবে বাড়ি তৈরি বন্ধ করে দেওয়া হয় । সেই রাগেই আজ এলাকায় পতাকা লাগানোর সময় হঠাৎ বোমাবাজি করে রাঙ্গা ওরফে নঈমুল ও রমেন প্রামাণিকের দলবল । অন্যদিকে নঈমুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য রমেন প্রামাণিকের পাল্টা অভিযোগ, মিথ্যাভাবে তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে । নিজেরাই এলাকা অশান্ত করে আমাদের নামে চাপাচ্ছে ।

তৃণমূলের দুইপক্ষের মধ্যে বিবাদের জেরে বিবাদ খানাকুলে

আরও পড়ুন : কয়লাকাণ্ডে গ্রেফতার লালার সঙ্গী রণধীর সিং

গোটা ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে । ঘটনায় জড়িত অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.