ETV Bharat / state

শ্রীরামপুরের প্রশাসকের পদ ছাড়লেন অমিয়

author img

By

Published : Mar 6, 2021, 6:35 PM IST

তৃণমূল প্রার্থী তালিকায় নাম না থাকাই পদত্যাগের মূল কারণ বলে মনে করা হচ্ছে । বিজেপিতে যোগদানের জল্পনা উঠলেও তা পরিষ্কার করেননি তিনি ।

অমিয় মুখার্জি
অমিয় মুখার্জি

শ্রীরামপুর, 6 মার্চ : তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই শ্রীরামপুরের পুর প্রশাসকের পদ থেকে পদত্যাগ করলেন অমিয় মুখোপাধ্যায় । শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রশাসক পদ থেকে ইস্তফা দেন তিনি । আজ জেলা তৃণমূলের কাছেই তাঁর পদত্যাগপত্র জমা দেন অমিয়বাবু ।

জেলা ও টাউন সভাপতির কাছে পদত্যাগের চিঠি দিয়েছেন অমিয় বাবু । শ্রীরামপুর পুরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান বর্তমান সময়ে মেয়াদ উত্তীর্ণ পুরসভার প্রশাসক হিসাবে দ্বায়িত্ব সামলাচ্ছিলেন । সোমবার যুক্তি পরামর্শ করেই মহকুমা শাসকের কাছে পদত্যগের আবেদন করবেন বলে জানা যায় । তৃণমূল প্রার্থী তালিকায় নাম না থাকাই তার পদত্যাগের মূল কারণ বলে মনে করেছেন রাজনৈতিক মহল । বিজেপিতে যোগদানের জল্পনা উঠলেও তা পরিষ্কার করেননি তিনি । উল্লেখ্য এর আগেও কয়েকবার পদত্যাগ করতে চেয়েছিলেন । কিন্তু দল তা মানেনি । তাহলে হঠাৎ কেন এই পদত্যাগ? এবং তাও প্রার্থী তালিকা ঘোষণার পরদিন? অমিয় বাবুর মতে এটা নেহাতই কাকতালীও ।

আরও পড়ুন : প্রার্থী করেনি দল, "রহস্য" দেখছেন সিঙ্গুরের মাস্টারমশাই

যদিও বিরোধীদের মতে প্রার্থী হতে না পারাতেই অভিমানে পদ ছাড়ছেন তৃণমূল নেতারা । শ্রীরামপুর বিধানসভায় এবার বিধায়ক পদের প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন অমিয় মুখোপাধ্যায় । কিন্তু শেষ ল্যাপে এগিয়ে যান দু'বারের বিধায়ক সুদীপ্ত রায় । সেই অভিমান থেকেই পদত্যাগ কিনা সেই বিষয়ে নিয়ে প্রশ্ন করায় অমিয় বাবু জানান, সেরকম কোনও বিষয় নয় ।

শ্রীরামপুর, 6 মার্চ : তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই শ্রীরামপুরের পুর প্রশাসকের পদ থেকে পদত্যাগ করলেন অমিয় মুখোপাধ্যায় । শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রশাসক পদ থেকে ইস্তফা দেন তিনি । আজ জেলা তৃণমূলের কাছেই তাঁর পদত্যাগপত্র জমা দেন অমিয়বাবু ।

জেলা ও টাউন সভাপতির কাছে পদত্যাগের চিঠি দিয়েছেন অমিয় বাবু । শ্রীরামপুর পুরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান বর্তমান সময়ে মেয়াদ উত্তীর্ণ পুরসভার প্রশাসক হিসাবে দ্বায়িত্ব সামলাচ্ছিলেন । সোমবার যুক্তি পরামর্শ করেই মহকুমা শাসকের কাছে পদত্যগের আবেদন করবেন বলে জানা যায় । তৃণমূল প্রার্থী তালিকায় নাম না থাকাই তার পদত্যাগের মূল কারণ বলে মনে করেছেন রাজনৈতিক মহল । বিজেপিতে যোগদানের জল্পনা উঠলেও তা পরিষ্কার করেননি তিনি । উল্লেখ্য এর আগেও কয়েকবার পদত্যাগ করতে চেয়েছিলেন । কিন্তু দল তা মানেনি । তাহলে হঠাৎ কেন এই পদত্যাগ? এবং তাও প্রার্থী তালিকা ঘোষণার পরদিন? অমিয় বাবুর মতে এটা নেহাতই কাকতালীও ।

আরও পড়ুন : প্রার্থী করেনি দল, "রহস্য" দেখছেন সিঙ্গুরের মাস্টারমশাই

যদিও বিরোধীদের মতে প্রার্থী হতে না পারাতেই অভিমানে পদ ছাড়ছেন তৃণমূল নেতারা । শ্রীরামপুর বিধানসভায় এবার বিধায়ক পদের প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ছিলেন অমিয় মুখোপাধ্যায় । কিন্তু শেষ ল্যাপে এগিয়ে যান দু'বারের বিধায়ক সুদীপ্ত রায় । সেই অভিমান থেকেই পদত্যাগ কিনা সেই বিষয়ে নিয়ে প্রশ্ন করায় অমিয় বাবু জানান, সেরকম কোনও বিষয় নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.