ETV Bharat / state

ব্যান্ডেলে তৃণমূল সদস্যের বাড়িতে গুলি - ব্যান্ডেলে তৃণমূল সদস্যের বাড়িতে গুলি

রাত 10 টা 20 নাগাদ পঞ্চায়েত সদস্য বিজন মল্লিক বাড়িতে ছিলেন না। সেই সময় তাঁর বাড়ির বাইরে থেকে গুলি চালানো হয় । এই ঘটনায় কেউ আহত হননি ।

তৃণমূল সদস্যের বাড়িতে গুলি
তৃণমূল সদস্যের বাড়িতে গুলি
author img

By

Published : Feb 16, 2021, 4:34 PM IST

চুঁচুড়া, 16 ফেব্রুয়ারি : তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে গুলির ঘটনা ঘিরে চাঞ্চল্য । অভিযোগ রাতে অন্ধকারে কে বা কারা গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি কোদালিয়া-২ নং গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল নলডাঙায়।

রাত 10 টা 20 নাগাদ পঞ্চায়েত সদস্য বিজন মল্লিক বাড়িতে ছিলেন না। সেই সময় তাঁর বাড়ির বাইরে থেকে গুলি চালানো হয় । একটি গুলি দরজার কাঁচ ভেঙে বাড়ির ভিতর ঢুকে যায় । এই ঘটনায় কেউ আহত হননি । তবে হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনার তদন্তে যান চুঁচু্ড়া থানার আই সি অনুপম চক্রবর্তী । কী জন্য গুলি চালানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান ভয় দেখাতেই গুলি ছোঁড়া হয়েছে ।

পঞ্চায়েত সদস্যের বাড়িতে গুলি

বিজন মল্লিকের বাবা বলেন, তাঁদের কারও সঙ্গে কোনও শত্রুতা নেই । সুতরাং, রাজনৈতিক কারণেই এই হামলা । বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব জেরেই এই গুলি চালনা হয়েছে । অপরদিকে তৃণমূলের তরফ থেকে জানানো হয়, পুলিশ প্রশাসনকে ঘটনা জানানো হয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে ।

আরও পড়ুন : প্রেমিক-প্রেমিকার রহস্যমৃত্যুতে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের

তবে ব্যান্ডেল এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ চলে । এর আগেও 2019 সালে 29 জুন ব্যান্ডেল স্টেশনে প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা দিলীপ রাম খুন হন । এবার তৃণমূল সদস্যের বাড়িতে গুলি চলার ঘটনা আতঙ্কিত সকলেই ।

চুঁচুড়া, 16 ফেব্রুয়ারি : তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে গুলির ঘটনা ঘিরে চাঞ্চল্য । অভিযোগ রাতে অন্ধকারে কে বা কারা গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি কোদালিয়া-২ নং গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল নলডাঙায়।

রাত 10 টা 20 নাগাদ পঞ্চায়েত সদস্য বিজন মল্লিক বাড়িতে ছিলেন না। সেই সময় তাঁর বাড়ির বাইরে থেকে গুলি চালানো হয় । একটি গুলি দরজার কাঁচ ভেঙে বাড়ির ভিতর ঢুকে যায় । এই ঘটনায় কেউ আহত হননি । তবে হঠাৎ গুলির শব্দে আতঙ্কিত পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনার তদন্তে যান চুঁচু্ড়া থানার আই সি অনুপম চক্রবর্তী । কী জন্য গুলি চালানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ । পুলিশের প্রাথমিক অনুমান ভয় দেখাতেই গুলি ছোঁড়া হয়েছে ।

পঞ্চায়েত সদস্যের বাড়িতে গুলি

বিজন মল্লিকের বাবা বলেন, তাঁদের কারও সঙ্গে কোনও শত্রুতা নেই । সুতরাং, রাজনৈতিক কারণেই এই হামলা । বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব জেরেই এই গুলি চালনা হয়েছে । অপরদিকে তৃণমূলের তরফ থেকে জানানো হয়, পুলিশ প্রশাসনকে ঘটনা জানানো হয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে ।

আরও পড়ুন : প্রেমিক-প্রেমিকার রহস্যমৃত্যুতে উত্তেজনা, লাঠিচার্জ পুলিশের

তবে ব্যান্ডেল এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ চলে । এর আগেও 2019 সালে 29 জুন ব্যান্ডেল স্টেশনে প্রকাশ্য দিবালোকে তৃণমূল নেতা দিলীপ রাম খুন হন । এবার তৃণমূল সদস্যের বাড়িতে গুলি চলার ঘটনা আতঙ্কিত সকলেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.