ডানকুনি, 20 ফেব্রুয়ারি : ব্রিগেডের সমর্থনে যৌথ মিছিল করল বাম ও কংগ্রেস । শনিবার ডানকুনি থেকে কৃষ্ণপুর পর্যন্ত যৌথ মিছিলটি চলে । মিছিলে উপস্থিত ছিলেন, সিপিএম নেতা মহস্মদ সেলিম ও কংগ্রেস নেতা আবদুল মান্নান ।
28 শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে বাম ও কংগ্রেস । আর এই ব্রিগেডের আগেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মহামিছিল করল পশ্চিমবঙ্গের বিরোধী জোট । কৃষি আইন বাতিলের দাবিতে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, সরকারি উদ্যোগে হাজার টাকা কুইন্টাল দরে আলু কেনার দাবিতে মিছিল করা হয় এদিন । প্রায় কয়েক হাজার বাম ও কংগ্রেস কর্মী এই মিছিলে পা মেলান ।
আরও পড়ুন : আঠাশের ব্রিগেডে সাড়ে সাত লাখ টার্গেট কেবল সিপিআইএমেরই
মহামিছিল থেকে উভয় সরকারের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আনা হয় । স্বৈরাচারী, দুর্নীতিবাজ, প্রতারক প্রভৃতি তকমা দিয়ে কেন্দ্র ও রাজ্যের দুই শাসকদলকে পরাস্ত করতে মানুষের কাছে আবেদন জানায় বাম ও কংগ্রেস ।